Ads

আমরা বর্তমান বাজারে সাধারণত ,HP কোম্পানিটির ব্যাপক চাহিদা দেখতে পাই। আর এই জন্যই তারা কিন্তু তাদের মডেল গুলোকে বর্তমান মার্কেটে একের পর এক রিলিজ করেছে আসছে। এই HP কোম্পানিটির অন্যতম সিরিজের কথা বলতে গেলে সর্বপ্রথমে চলে আসবে S সিরিজের  কথা। আর এই S সিরিজের  মধ‍্য দিয়ে ইতিমধ্যে বর্তমান মার্কেটে আরো একটি ল্যাপটপের মডেল নিয়ে  হাজির হলো। মডেলটি  হলো HP Pavillion 14 S ল্যাপটপ। কিছুদিন পর পর আমরা S সিরিজটির আপডেট দেখতে পেয়ে থাকি। যার কারণ হলো মডেলটির চাহিদা একটু বেশি দেখতে পেয়ে থাকি। এছাড়া এই আকর্ষনিয়  ল্যাপটপটিতে রয়েছে বেশ কয়েকটি কালারে এবং আকর্ষণীয় কিছু ফিচার । অপরদিকে এই HP কোম্পানিটি তাদের গ্রাহককে অফার করে থাকে অল্প মূল্যে ভালো মানের আকর্ষণীয় ল্যাপটপ। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নতুন এই ল্যাপটপটিতে ফিচারগুলোতে  কি কি ব্যবহার করা হয়েছে।


Hp pavilion 14s  বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেসের প্রাইস | hp pavilion 14s price in bangladesh,


বডি ডিজাইন


এই দুর্দান্ত পারফরমেন্সের ল্যাপটপটি আমরা দুটি কালরে পেয়ে যাব বর্তমান মার্কেটপ্লেইজে । কালার গুলো হলো silver and black। যেখানে হয়তো আপনি আপনার  পছন্দের কালারটি বেছে নিতে পারেন। এই আকর্ষণীয় ডিভাইসটির ফুল বডির ওজন হলো 1.46( kg) কেজি। যা আমরা সচরাচর 
ল্যাপটপগুলোতে দেখতে পেয়ে থাকি। এই ল্যাপটপটির বডির চারপাশে  প্লাস্টিক এর ফ্রেম ব্যবহার করা হয়েছে। যার ফলে এই ল্যাপটপটির লুকিং আরও একটু  স্ট্যান্ডার দেখায়। এই ল্যাপটপটির মাঝখানে HP কোম্পানিটির লোগো ব্যবহার করেছে। যা মূলত গোল আকৃতির ভিতরে রয়েছে। এই ল্যাপটপটির ডান পাশে রয়েছে USB টাইপ C পোর্ট ,USB টাইপ A পোর্ট এবং আরো থাকবে  HDMR 1.4 পোর্ট । আরো এই ল্যাপটপটির বাম পাশে থাকছে
USB টাইপ  A পোর্ট আরও একটা এবং 3.5mm জ্যাক  রয়েছে।। আর এই আকর্ষণিয় ডিভাইসটির কিবোর্ডে সাইডে  আমরা দেখতে  যাব  ফোল সাইজের 
একটি কিবোর্ড। যা এই ল্যাপটপটিকে আরো একটু স্ট্যান্ডার করে তুলেছে।
এবং টাচ পেট টা ল্যাপটপটির মাজ বরাবরই রয়েছ। যার সাথে হয়তো আমরা সকলেই পরিচিত। চোখ বুজে বলা যেতে পারেনি এই ল্যাপটপটির বডি ডিজাইন মোটা মোটি হাই লেভেলে ব্যবহার করেছে কোম্পানিটি ।


ডিসপ্লে সাইজ এবং প্রসেসর


 এই আকর্ষণীয় ডিভাইসটির ডিসপ্লে সাইজে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি । এই সাইজটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তাছাড়া ল্যাপটপটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে 250 নিটস  ব্রাইটনেস। যা আমরা মোটামুটি ভাবে ইনডোর কিংবা আউটডোরে ব্যবহার করতে পারবো। তাতে কোন সমস্যা বোধ হবে না বলে আমি আশাবাদী। এছাড়াও এই ল্যাপটপটির ডিসপ্লেতে আমরা পেয়ে যাব HD( 768×1366) মেগাপিক্সেল। যা আমরা ভিডিও কল কিংবা ভিডিও দেখার সময় তেমন কালারের ঘাটি দেখতে পাবো না। তবে একটু ঝাপসা ঝাপসা বলে মনে হতে পারে। এই আকর্ষণীয় ডিভাইসে Edge টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে। যা আমরা মোটামুটি ভালো মানের বলতে পারি। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম তাকালে দেখতে পারবো যে খানে ব্যবহার করা হয়েছে Windows 11 ভার্সন । যা আমার কাছে পুরো পারফেক্টলি লেগেছে। তাছাড়া এডাপটারে থাকছে 45w smart AC power টাইপের প্রসেসর। যা আমরা এক কথায় বলতে পারি অসাধারণ।

ব্যাটারি এবং স্টোরেজ 


এই আকর্ষণিয় ল্যাপটপটির ব্যাটারি পাওয়ারে ব্যবহার করা হয়েছে 41Wh। যা মূলত নিলেন টাইপের ব্যাটারি। যা আমরা খুব সহজেই বলতে পারি মোটামুটি মানে ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে এই ল্যাপটপটিতে । যার ফলে আমরা যারা ভিডিও কিংবা ফটো এডিটিং করি তাদের জন্য এই ল্যাপটপটি টানা ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকতে পারে। আর যারা ফ্রিল্যান্সিং কিংবা অফিসিয়াল কাজগুলো করতে চান তারা সর্বোচ্চ ,4/5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমি বলব যা আমাদের জন্য এনাফ । তাছাড়া এই ল্যাপটপটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 3  cell টাইপের । এই ল্যাপটপটির স্টুরেজে লক্ষ্য করলে দেখতে  পেয়ে যাব যেখানে 8 GB  Ram ব্যবহার করা হয়েছে। এক্সটার্নাল হিসেবে আমরা পেয়ে যাব 512 GB Rom। আমি বলব যা আমাদের দৈনন্দিন কাজের জন্য পারফেক্ট।

অফিসিয়াল প্রাইস


তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই আকর্ষণীয় ল্যাপটপটির প্রাইজ বা মূল্যের দিকে। এই আকর্ষণীয় ল্যাপটপটির বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেসে প্রাইস নির্ধারণ করা হয়েছে 84,500 টাকা। যা আমাদের কাছে  ফিচারগুলোর অনুযায়ী কিছুটা কম লাগবে পারে। তার  সাথে HP কোম্পানিটি সব সময়ের জন্য 2 বছরের ওয়ারেন্টি চালু রেখেছে। যা একটি অসাধারণ বিষয় বলে আমার মনে হয়েছে। তবে এই আকর্ষনিয়র ডিভাইস টি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও ক্রয় করতে পারেন কিংবা বর্তমান বাংলাদেশের যে কোনো মার্কেটপ্লেসে পেয়ে যাবে। তবে এই ল্যাপটপটির রিভিউ আপনাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্ট এর  মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads