Ads

নতুন বছরের শুরু থেকেই এই আকর্ষণীয়  কোম্পানি নতুন করে  আরেকটি স্মার্ট ফোন লঞ্চ করে দিয়েছে । দুর্দান্ত কোম্পানির মডেলটি হলো  infinix zero ultra । সম্ভবত 2023 সালের জন্য সমস্ত চমক লুকিয়ে রেখেছে এই কোম্পানিটি । নতুন বছর পড়তে না পড়তে একের পর এক ধামাকা  বাজারে ছেড়েছে কোম্পানিটি। ইতিমধ্যে বাজারে একাধিক স্মার্টফোন রিলিজ করেছে তারা । তার মধ্যে কোনটার ভিতরে রয়েছে ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা ফিচার পারফরম্যান্স অসাধারণ। এই প্রথমবার ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে চলে এসেছে সংস্থাটি। যার কারনে বর্তমান বাজারে হইচই  করে গিয়েছে।200 মেগাপিক্সেলের ক্যামেরা কি হারাতে পারবে বড় বড় ডিএসএলআর কে ? এই সময়ের মধ্যেই বাজারে নিয়ে এলো চমৎকার এই নতুন ব্র্যান্ডটি infinix zero ultra । ইতিমধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে infinix zero ultra 5G । স্বাভাবিক ভাবে  5G জমানায় 4 G কেনার কোন মানেই হয় না। এই কথাটি infinix কোম্পানি মাথায় রেখে একের পর এক ফাইভ জি ফোন লঞ্চ করেই যাচ্ছে।  Infinix কোম্পানিটি শুরু থেকে জনপ্রিয়তা একটু বেশি পেয়েছিল। তবে এবার দেখে নেয়া যাক 5 G  ছাড়া আর কি কি মিলছে এই ফোনে তা জানতে অবশ্যই পুরো রিভিউজ জুড়ে চোখ রাখুন।


Infinix zero ultra price in bangladesh | Infinix zero ultra price in india,


ক্যামেরার পারফরম্যান্স


বাংলাদেশের গ্রাহকরা নতুন স্মার্টফোন কেনার সময় সর্বপ্রথম তাদের চোখ যায় স্মার্টফোনটি ক্যামেরার দিকে। সেই কারণে বাংলাদেশের  3 টি রিয়ার ক্যামেরা সহই লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটি। 32 MP white প্রাইমারি ক্যামেরাসহ থাকছে ক্যামেরার সঙ্গে স্মার্টফোনটির পিছনে  13 MP আলট্রা হোয়াইট ক্যামেরা আর তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো  সেন্সর রয়েছে । তবে ম্যাক্রো ক্যামেরার সেন্সর আরেকটু বেশি হলে ভালো হতো। তবে প্রাইমারি ক্যামেরা ও সেলফি ক্যামেরা খুব সুন্দর পরিমাণে পারফরম্যান্স দিতে পারবে। তবে আপনারা যদি এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে দিনে ছবি তোলেন তাহলে প্রায় iPhone 14 তোলা ছবির মধ্যে বেশি পার্থক্য আপনি পাবেন না। Infinix zero ultra এই স্মার্টফোনটির ছবি ওভার এক্সপোস হয়ে থাকে। আলট্রা হোয়াইট ক্যামেরা ভিন্ন কিছু দেখতে পাবো না আমরা। তবে এই ক্যামেরায় তোলা ছবিগুলো একটু বেশি নয়েজ দেখা যাবে। তবে প্রায় সব সময় সঠিক কালার ক্যাপচার করতে পারবে এই ডিভাইসের ক্যামেরাটি । আর সেলফি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সেনসর । সেলফি তোলার ছবিগুলো আপনাকে বেশি হতাশ করবে না আশা করি। আরো পেয়ে যাব 1080 ×2400 পিকসেলের সেন্সর সেটআপ।

ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ


এই ডিভাইসটিতে রয়েছে 6.8 ইঞ্চির  এপ এইচডি প্লাস এমুলেট টাইপের ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন আপনারা। এই ডিসপ্লে তে থাকছে 120 Hz রিফ্রেশ রেট।
213 গ্রাম ওজন হওয়ার কারণে বড় ডিসপ্লে তে যে কোন ভিডিও দেখতে মজা পেয়ে যাবে। এছাড়াও এমলেট ডিসপ্লে দেবে ভালো কালার এবং কনট্রাস্ট।
যা ছবি বা ভিডিও দেখার অভিজ্ঞতা আরো বাড়িয়ে তুলবে। তবে আমার এই ডিভাইসটির ডিসপ্লে ব্যবহার করে যে রকম আনইজি ফিল্ড হয়নি । Infinix zero ultra এই স্মার্টফোনটিতে আরো আপনারা পেয়ে যাবেন 4,500 MAH
পাওয়ারের  ব্যাটারি বেকআপ। যার সাথে থাকছে 80 W এর ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। যার কারণে এই স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র  12 মিনিট সময়  পর্যন্ত।স্মার্টফোনটি আনইজি ফিল হবে না বলে আমি আশাবাদী।

 

বডি ডিজাইন এবং মেমোরি সেটআপ



Infinix zero ultra স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম । তবে আর কিছুদিন পরে ই এই স্মার্টফোনটির আপডেটিং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভার্সন চলে আসবে। আকর্ষনিয়  ডিভাইসটি আমরা দুটি কিউট কালারেই পেয়ে যাব মার্কেটে silver colour and Genesis
Noir । এছাড়াও গেমিং সেটআপের জন্য মোটামুটি হাই লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছ এই ডিভাইসটিতে। আর ও স্মার্টফোনটির নিচের দিকে আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তবে আরেকটু দুঃখজনক বিষয় হলো এই ডিভাইসটিতে 3.5 mm  হেডফোন জ্যাক নেই। তবে স্পিকার দেখাও আমরা নিজেই পেয়ে যাব। সিম কার্ড ট্রে স্লড ও আমরা নিজেই তার দেখা পেয়ে যাবো। ডান পাশে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের দেখা মিলে যাবে পাওয়ার বাটনের। তার একটু উপরে থাকছে ভলিউম আপডাউন বাটন সেটআপ। স্মার্টফোনটিতে আরো আমরা পেয়ে যাব
8 জিবি রেম এবং এক্সটার্নাল হিসাবে থাকছে 256 জিবি রুম যায় একটি অসাধারণ বিষয়।

প্রাইস


Infinix zero ultra এই আকর্ষণীয় ডিভাইসটি আগেই বলেছি বেশ হাইপার রেঞ্জের বাজেটের স্মার্টফোন হতে চলেছে। স্পেশিফিকেশন এবং ফিচার পারফরম্যান্সের  এই স্মার্টফোনটির তেমনি মূল্যটা একটু  চওড়া এই স্মার্ট ফোন।
আর বেশি কথা না বাড়ি আমরা এবার চলে আসি স্মার্টফোনটি যদি আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের গুনতে হবে 65,000 পরিমাণ টাকা। যা হয়তো মধ্যবিত্তদের জন্য একটু হাই লেভেলে স্মার্টফোন হয়ে গিয়েছে। তবে আমি বলব এই স্মার্টফোনটির পারফরম্যান্স হিসেবে দাম পুরো পারফেক্টলি আছে। আর যদি এটা আপনি ইন্ডিয়ান মার্কেট থেকে ব্যবহার করতে চান 32,249€রুপি। স্মার্টফোনটির ফিচার এবং পারফরম্যান্স আমার কাছে খুব দুর্দান্ত পারফেক্ট পরিমাণে লেগেছে। তবে আপনাদের কাছে এই স্মার্টফোনটির ফিচার এবং ডিসপ্লে পারফরম্যান্স কিরকম লেগেছে তা অবশ্যই কমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads