Ads

বর্তমান সময়ে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা স্মার্টলি ফ্যাশন হিসেবে স্মার্ট ওয়াচ বেছে নিয়েছে। তবে এটা বলাই যেতে পারে যে স্মার্ট ওয়াচ ব্যবহার করলে হাতের নাগালের দিকগুলো একটু বেশি স্ট্যান্ডার দেখায়। যার কারনেই এই স্মার্ট ওয়াচ ব্যবহার। আর আমাদের সেই কথা চিন্তা ভাবনা করেই  Microwear কোম্পানিটি আরো একটি স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের মাঝে চলে এলো। যা মূলত W সিরিজে মাধ্যমে লঞ্চ করা হয়েছে।Microwear কোম্পানি টির W সিরিজের মাধ্যমে লঞ্চ করা স্মার্ট ওয়াচ টির মডেলটি হলো Microwear W 68 । যেখানে থাকছে আকর্ষণীয় বডি ডিজাইন এবং কয়েকটি কালার রয়েছে এই স্মার্টওয়াচটির। আমরা প্রায় সকলেই জানি যে এই স্মার্টওয়াচের কোম্পানিটি আমাদের মাঝে নিত্যনতুন ভাবেই আকর্ষণীয় ডিভাইস নিয়ে হাজির হয়।Microwear কোম্পানিটি আমাদের মাঝে এমন ডিভাইস আবিষ্কার করে যার পারফরম্যান্স হিসেবে মূল্য খুব কমই দেখতে পেয়ে থাকি। তবে এই আকর্ষনিয় ওয়াচ টির ক্ষেত্রেও অন্য কিছু ঘটে নি । তো এই স্মার্ট ওয়াচ টির ফিচারগুলো সম্পর্কে নিচে ধারণা দেওয়া হলো। ধারণা নেওয়ার জন্য অবশ্যই  পুরো রিভিউ জুড়ে চোখ রাখুন।( Microwear W 68)


Microwear w68 price in bangladesh | microwear w68 বাংলা রিভি,


ডিসপ্লে ফিচার


এই স্মার্টওয়াচটির ডিসপ্লের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবো খুব আকর্ষণীয়ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। যার ফলে এই ডিভাইসটি ডিসপ্লেতে আমাদের কোন প্রবলেম হবে না।Microwear কোম্পানিটি প্রায় সকল ওয়াচেরই ডিসপ্লের দিকে একটু বেশি কেয়ার দিয়ে থাকে। তবে এই ওয়াচটির ক্ষেত্রেও ভিন্ন কিছু দেখা যায় নি। এই ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেট টাইপের  লেন্স। যার ফলে এই ডিভাইসটির ডিসপ্লে লুকিং আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে। এই আকর্ষণীয় ওয়াচটির বেল ডিজাইনে ব্যবহার করা হয়েছে সিলিকন। তবে আপনার ব্যবহার করার সুবিধার জন্য এই ওয়াচটির বেইল ফেলে দিয়ে অন্যান্য নিউ বেল ব্যবহার করতে পারবেন। তাতে আপনার  ওয়াচ টির কোন অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। এই আকর্ষণীয় ওয়াচটির ডিসপ্লের সাইজ হলো 1.86 ইঞ্চি। তবে এই ওয়াচটির 
ব্রাইটনেসে আমরা পেয়ে যাব 400 নিটস । যার  ফলে এ ওয়াচ টি আপনি ইনডোরে কিংবা আউটডোরে ব্যবহার করলে তাতে কোনো সমস্যা বোধ হবে না।
এই হাত ঘড়ি টিতে  আরো থাকছে 240×283 এর ফুল এইচডি রেজুলেশন।
এছাড়াও থাকতে 320 পিপিআই ডেনসিটি।কোম্পানিটি এই ওয়াচে জে লেবেলে
ডিসপ্লে পারফরমেন্স তাতে খুব সহজে ই বলা যেতে পারে এখানে প্রিমিয়াম লেভেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি সেটআপ


এবার আমরা চলে যাই এই আকর্ষণীয় ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ আমাদের কেমন পারফরম্যান্স দিবে। এই স্মার্ট ওয়াচটির ব্যাটারীতে থাকছে 420 মিলি এমএ এইচ অ্যাম্পিয়ার পাওয়ার। তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মাঝে প্রশ্ন থাকতে পারে  এ ওয়াটির ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স আমাদেরকে কি রকম দেবে ? তাদের জন্য আমি recomment দেব আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে মিনিমাম 9/10 দিন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে দেখা গেছে আবার আপনি যদি এই স্মার্টওয়াচ টির ব্রাইটনেস বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার  করেন তাহলে ঠিক নির্ধারণ করা যাবে না তবে ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করলে এই স্মার্টওয়াচটি আপনাকে সর্বোচ্চ সার্ভিসিং দেবে 6/7 দিন। আপনাদের মাঝে আরও একটি সুবিধাজনক বিষয় হলো স্মার্ট ওয়াচ টির  ডিসপ্লে এবং ব্যাটারি  দুর্দান্ত পারফরমেন্স হয় স্মার্ট ওয়াচ টি ব্যবহার করার সময় খুব ইজিলি ব্যবহার করতে পারবে। আশা করি তাতে কোন সমস্যা বোধ হবে না। তবে এই ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ আমাদের সকলকে উৎসাহিত করে তুলেছে ।


বডি ডিজাইন এবং সুবিধা জনক বিষয় 


 এই আকর্ষণীয় ডিভাইসটির দৈর্ঘ্য হচ্ছে 14.4mm। যা প্রায় আমাদের সকলের
হাতের পারফেক্ট মাপেই আছে। তবে এই  ওয়াচটির বেইল সেকশনে কিছু ঘাটটি দেখতে পাব । যার ফলে আমাদের ব্যবহার করার সময়  হাতে পারফেক্টলি ইউজ করতে পারি । এই স্মার্ট ওয়াচটি  2 টি কালার ভেরিয়েন্ট পেয়ে যাব আমরা
Black and orange । যেখানে হয়তো আপনি আপনার পছন্দের কালার টি 
বেছে নিতে পারেন। স্মার্টওয়াচটির ওজন মাত্র 60 গ্রাম। যার ফলে এই ওয়াচটি
হাতে ব্যবহার করার সময় আমরা তে মন ওয়েট ফিল  করবো না। আমরা এই ওয়াচটির  ডান পাশে দুটি বাটন দেখতে পাবো । একটি মূলত হলো ক্রাউন হুইল বাটন । যেটা ব্যবহার করলে আমরা ব্যাক বাটনের ব্যাকআপটাই পাবো। এবং বাটনটা ঘুরিয়ে স্মার্ট ওয়াচ টির টাইম  ঠিক করতে পার। এবং অন্য বাটনটি হল
পাওয়ার বাটন। আর লেফ্ট সাইডে আরো একটি বাটন দেখতে পাব  যা মূলত অরেঞ্জ কালারের । বাম পাশে সাইটে আরও পেয়ে যাব স্পিকার এবং মাইক্রোফোন। আর এই ওয়াচ টির সুবিধার দিকগুলো হলো। এই ওয়াচটির
ব্যবহারের মাধ্যমে আমরা যে কারো সাথে কন্টাক্ট করতে পারব।  এবং এই ডিভাইসটির মাধ্যমে আমরা অফিসিয়াল ভাবে 20  অ্যাপ ব্যবহার করতে পারব। এই ডিভাইসটিতে আমরা  আলাদা ভাবে কোন সিম কার্ড ব্যবহার করতে পারব না। যা শুধু ওয়াইফাই এর মাধ্যমে ব্যবহার করতে পারব।

অফিসিয়াল প্রাইস


Microwear W 68 এই স্মার্ট ওয়াচটিকে  আমরা প্রিমিয়ার লেভেলের প্রযুক্তি হিসেবে গণনা করতে পারি। এই ওয়াচটি দেখার পর যে কারো পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি ।
এবং একবার ব্যবহারের কথা খুব সহজেই মনে চলে আসবে। এই আকর্ষণীয় ডিভাইসকে আপনি চাইলে ঘরে বসেও অনলাইনের মাধ্যমে  ক্রয় করতে পারবেন। আবার চাইলে শোরুম থেকেও নিতে পারে। এই স্মার্ট ওয়াচটির বর্তমান বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে 2,490 টাকা। যা আমরা খুব সহজেই বলতে পারি যে স্মার্ট ওয়াচ টির ফিচারগুলো হিসেবে price খুব ফ্রেন্ডলি মনে হয়েছে পার্সোনাল আমার কাছে। যেহেতু এই স্মার্ট ওয়াচের কোম্পানিটি বাংলাদেশের  সেহেতু স্মার্ট ওয়াচটি অন্য কোন দেশে পাওয়া যাবে না।
 তবে আরেক টি সুবিধা যেন বিষয় হলো এই  স্মার্ট ওয়াচটি আমরা যদি অনলাইন   rainbow gaget  বর্তমান মার্কেটপ্লেস থেকে ক্রয় করতে চাই তাহলে  খরচ করতে হবে 2,190 টাকা।  তার কারণ হলো Rainbow gaget
এই অনলাইন মার্কেটপ্লেস টি বর্তমান  আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে। তবে কিছুদিন পর হয়তো এই ডিসকাউন্টার আর পাবো না। এই স্মার্ট ঘড়িটির  
 পারফরম্যান্স এর তোলনায় প্রাইস কিরকম লেগেছে  তা অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads