Ads

 Oppo কোম্পানিটি প্রায় আমাদের সকলের সাথেই পরিচিত। কারণ এই Oppo কোম্পানিটি তাদের ডিভাইস গুলোতে আকর্ষণীয় ফিচার গুলো এনে তা সলভ মূল্যে মার্কেটে লঞ্চ করে থাকে। যার ফলে ক্রেতার নজর তাদের ডিভাইস গুলোর উপরে একটু বেশি পড়ে। তবে এবার oppo কোম্পানিটি A সিরিজের মধ্য দিয়ে আরো একটি দুর্দান্ত পারফরম্যান্সের স্মার্টফোন নিয়ে হাজির হলো আমাদের সকলের মাঝে। আকর্ষণীয় মোবাইল ফোনটির মডেল হলো Oppo A 77 S। এই আকর্ষণীয় ডিভাইসটি আমরা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব মার্কেটে। এই স্মার্ট ফোনটির দিয়ে আমরা সর্বোচ্চ 4G নেটওয়ার্কিং সিস্টেম পেয়ে যাব। তাছাড়া এই আকর্ষণীয় মোবাইল ফোনটির ফিচারগুলো আমাদের কে কি রকম পারফরম্যান্স দিতে যাচ্ছে তা সম্পর্কে নিচের রিভিউতে আলোচনা করা হলো।



Oppo A 77s price in bd | oppo a 77s price in india‌ | oppo a77s ফোল বাংলা রিভিউ


বডি ডেকরেশন 

আমরা প্রায় সকলেই দেখতে পাই  Oppo কোম্পানিটি তাদের ডিভাইস গুলোর বডি ডিজাইনের দিকে একটু বেশি লক্ষ্য করে থাকে। যার কারণে আমরা যারা স্টাইলিশ কিংবা স্টান্ডার স্মার্টফোন ব্যবহার করতে চাই তাদের লক্ষ্য Oppo কোম্পানিটির দিকে একটু বেশি থাকে। এই আকর্ষণীয় মোবাইল ফোনটি আমরা বর্তমান বাংলাদেশ মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব যেখানে থাকছে
Black বা কালো, orange বা কমলা কালারের। এই স্মার্ট ফোনটির ফুল বডির ওজন হলো 187 গ্রাম। এই ওয়েটের স্মার্টফোন আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি। এই মোবাইল ফোনটির বডির চারপাশে প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছে। যার ফলে এই স্মার্টফোনটিকে আরো একটু আকর্ষণীয় ময় দেখায়। এই আকর্ষণীয় ডিভাইসটির বডির নিচের অংশে আমরা পেয়ে যাব
USB টাইপ c পোর্ট চার্জিং সিস্টেম, সিঙ্গেল বাটন স্পিকার এবং 3.5mm অডিও জেক আরো থাকছে প্রাইমারি মাইক্রোফোন সিস্টেম। তবে এই মোবাইল ফোনটির বডির উপরের অংশে আমরা লেভেল দেখতে পাব যেখানে কোন কিছু ব্যবহার করা হয়নি। তবে স্মার্টফোনটির বডির বাম পাশে দেখতে পাবো ভলিউম আপডাউন বাটন এবং সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা দুটি সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। আর এই মোবাইল ফোনটির বডির ডান সাইডে আমরা পেয়ে যাব পাওয়ার বাটন। এবং তার পাওয়ার বাটন এর সাথে এড করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যা আমার কাছে একটি দুর্দান্ত বিষয় বলে মনে হয়েছে।

ডিসপ্লে এবং প্রসেসর সেটআপ


এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজে ব্যবহার করা হয়েছে  6.56 ইঞ্চির ডিসপ্লে। যার সাথে মূলত আমরা প্রায় সকলেই অভ্যস্ত। তবে এই সাইজ থেকে আমরা স্টেন্ডার সাইজ বলে গণনা করতে পারি। এই স্মার্টফোনটির ডিসপ্লের রেজুলেশন এ পেয়ে যাব  720×1612 মেগাপিক্সেল । যা মূলত আমরা এইচডি রেজুলেশন বলতে পারি। এই স্মার্টফোনটির ডিসপ্লের রেজুলেশনে আমরা পেয়ে যাব  269 Ppi ডেনসিটি। এই আকর্ষণীয় মোবাইল ফোনটির রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে 90Hz। এই আকর্ষণীয় স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব মোটামুটি উন্নত মানের ব্রাইটনেস। যার ফলে আমরা এই ডিভাইসটিকে ব্যবহার করার সময় ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ব্যবহার করলে রেজুলেশনের কোন ঘাটতি দেখতে পাবো না। এই আকর্ষণীয় মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 12 ভার্সন। এই বিষয়টি আমার পার্সোনাল ভাবে ঠিকঠাক পারফেট বলে মনে হয়েছে। এই ডিভাইসটির GPU
সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 6 10 টাইপের প্রফেস। এই বিষয়টি দুর্দান্ত একটি দিক বলে মনে করা যায়।

ক্যামেরা এবং ব্যাটারি ও স্টোরেজ সেটআপ


এই স্মার্টফোনটির বডির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যেখানে আমরা পেয়ে যাব মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। যার মাধ্যমে খুব সহজেই বলা যেতে পারে এই মোবাইল ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো মানের পারফরম্যান্স আমাদেরকে দিতে পারে। তাছাড়া এই ডিভাইসটি ভিডিও রেকর্ডিংয়ে 1080 পিক্সেল ডেনসিটি পর্যন্ত ভিডিও ধারণ করার ক্ষমতা রয়েছে। এই  মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা না বললেই  নয়। যেখানে ব্যবহার করা হয়েছে 5,000 MAH
ব্যাটারি পাওয়ার। যা মূলত Lithium -polymer টাইপের ব্যাটারি। তার সাথে ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য  থাকছে 33W । যার মাধ্যমে খুব সহজেই বলা যেতে পারে এই স্মার্টফোনটির ফুল চার্জ হতে সময় নেবে এক ঘন্টা কিংবা তার থেকে কিছুটা বেশি । এই আকর্ষণীয় মোবাইল ফোনটির ভিতরের মেমোরি হিসেবে পেয়ে যাব  8 GB Ram, তাছাড়া এক্সট্রা ভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারব 16GB Ram পর্যন্ত। তাছাড়া বরাবরের মত এই ফোনটির তে পেয়ে যাব 128 GB Rom । যার কারনে দেখা গেছে স্মার্টফোনটি ব্যবহার করার সময় ভালো মানের সার্ভিস দিতে সক্ষম হবে কিংবা তেমন লেক দেখা দেবে না। 

Oppo A 77 S মূল্য 


আমরা সচরাচর oppo ব্র্যান্ড টিকে  মোটামুটি বাজেটের ভিতরে বর্তমান মার্কেটপ্লেসে একটু বেশি স্মার্ট ফোন লঞ্চ করতে দেখি। আমরা যারা বাংলাদেশ থেকে এই স্মার্টফোনটি ব্যবহার করতে চাই তাদেরকে খরচ করতে হবে 24,990 টাকা। যা মূলত এই মডেলটির অফিসিয়াল প্রাইস। আপনারা যারা এই স্মার্টফোনটি ইন্ডিয়ান  থেকে ব্যবহার করতে চান  তাদেরকে খরচ করতে হবে 17,999€। আর আমরা যারা এই স্মার্টফোনটি অন্যান্য দেশ থেকে কিংবা ডলারের মাধ্যমে ক্রয় করতে চাই তাদেরকে ব্যয় করতে হবে 1,004.99$। তবে এটা খুব সহজেই বলা যেতে পারে এই মোবাইল ফোনটি দিয়ে আমরা মোটামুটি ভালো মানের সার্ভিস পেয়ে যাব । তবে আমার কাছে এই স্মার্টফোনটির বিস্তারিত সম্পর্কে আর তার  প্রাইজটা মোটামুটি কাছাকাছি বলে মনে হয়েছে। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads