প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে গেছে প্রায় সকল পর্ন ।এর ই অনেক ধারাবাহিকতায় কম দামে পাওয়া যাচ্ছে অসাধারণ সব রকমেরভালো মানের ফোন গোলো। প্রতিযোগিতা বেড়েছে স্মার্টফোন নির্মানবা প্রতিষ্ঠানগুলোতে । পারফরমেন্স ভালো এবং তার সাথে পাওয়া যাচ্ছেঅল্প মূল্যে আকর্ষণীয় এই স্মার্ট ফোন। এগুলো থেকে বেশি উপকৃত হচ্ছেন ক্রেতারা।দেশের বাজারে অফিসিয়াল স্মার্টফোনগুলো কম দাম পাওয়া যাচ্ছে ।তবে Tecno , কোম্পানিটি এই সেম পজিশনে আরো একটি আকর্ষণীয়স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। নতুন আকর্ষণীয় স্মার্ট ফোনটি মডেল হলোTecno Spark Go। তো এবার আসা যাক এই আকর্ষণীয় স্মার্টফোনটিক্যামেরা ফিচার, ডিসপ্লে সাই এবং স্পেসিফিকেশন এ পারফরমেন্স গুলোকি রকম হয় তা জানতে চোখ রাখুন এই পুরো রিভিউ জুড়ে ।
স্পেসিফিকেশন পারফরম্যান্স
Tecno Spark Go এই মডেলটি কি রান করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। এই ফোনে থাকছে আইপিএস এলসিডি টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে এই ডিসপ্লেতে বেশি ব্রাইটনেস পাওয়া যাবে না। যার ফলে
স্মার্টফোন টি আপনি ঘরের বাহিরে কিংবা রোদে ব্যবহার করলে আনইজি ফিল হতে পারে। আরো প্রসেসরে রয়েছে Hyper Engine । টেকনো কোম্পানিতেটির দাবি এই প্রসেস ব্যবহার করার ফলে একদিকে যেমন বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা যাবে অন্যদিকে নেটওয়ার্ক কানেকশন
উন্নতি হবে । এরই সঙ্গে মিলবে স্মার্টফোনটিতে অফিশিয়েন্সি । এই ফোনটিতে রয়েছে 3 টি ভেরিয়েন্ট স্টোরেজে পেয়ে যাব। তযমন 3/32 এবং 3/64 আরো থাকছে 4/64 জিবি। এই ফোনটিতে আরো 5,000 এম এ এইচ ব্যাটারি পাওয়ার ব্যবহার করা হয়েছে। এবং ফাস্ট চার্জিং এর সিস্টেমের জন্য থাকছে 10W।
যার ফলে স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নিবে দুই থেকে আড়াই ঘণ্টা। আর এই স্মার্টফোনটি যদি একবার ফুল চার্জ হয়ে যায় তাহলে আপনি স্মার্টফোনটির সহজে একদিন ইউজ করতে পারবেন।
ডিসপ্লে সেটআপ এবং প্রসেসর
টেকনো কোম্পানির অন্যান্য স্মার্টফোনগুলোর মতই আকর্ষণীয় ডিজাইন ডিসপ্লের পাবেন।
তবে এই ফোনটি ডিসপ্লেতে কোন রিফ্রেশ রেটে দেখা পাবো না আমরা। তবে এই স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি ।যেখানে থাকছে ips এলডিসি টাইপের ডিসপ্লে। এবং এই ডিভাইসটি ডিসপ্লের ব্রাইটনেস এ ব্যবহার করা হয়েছে 500 নিট। যার ফলে এই স্মার্টফোনটি নরমাল আলোতে তেমন কোন সমস্যা দেবে না তবে রোদে গেলে আমরা এই ফোনটি ডিসপ্লে তে অবশ্য কিছুই দেখতে পাবো না। তবে এই ফোনটিতে অ্যামাজন প্রিমি থেকে এইচডি কনটেন্ট স্টিম করতে পারবেন। এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও টাইপের প্রসেসর। যার ফলে আমরা সহজেই বলতে পারি যে দৈনন্দিন ব্যবহারের জন্য স্মার্টফোনটি খারাপ পারফরমেন্স দেখা দেবে না। তবে এই স্মার্টফোনটি সেট না হলেও মোটামুটি পর্যায়ের গেম গুলো খেলতে পারবে তাতে কোন সমস্যা হবে না আশা করা যায়।
বডি ডিজাইন এবং ক্যামেরা ফিচার
এবার আসা যাক স্মার্টফোনকে বডি ডিজাইন এর দিকে। এই স্মার্টফোনকে পিছনে প্লাস্টিকের আবরণ তৈরি। তবে এখানে কোনো কর্নিং বইলা গ্লাস ব্যবহার করা হয়নি। যা আমরা এই বাজেটের খুব কমই দেখতে পাই আবার না বললেও চলে। তবে এই স্মার্ট ফোন টি কয়েকটি কালার রয়েছে যেখানে হয়তো আপনার পছন্দের কালার টি থাকতে পারে black, blue and purple। ব্যাকসাইটে আমরা দেখতে পাবো ডুয়েল ক্যামেরা সেটআপ । এবং নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা পেয়ে যাব স্পিকার ট্রে এবং টাইপস সি পোর্ট। আরো থাকছে সিম কার্ড ট্রে সলট আমরা এক্সট্রা কোন মেমোরির সেটাপ করতে পারবো না। এবং স্মার্টফোনটির ডান দিকে পেয়ে যাব পাওয়ার বাটন এবং ভলিউম আপডাউন বাটনে দেখা। এবং ফিঙ্গারপ্রিন্ট এর দেখা আমরা ডিভাইসটির পেছনে মাঝখান বরাবর পেয়ে যাব। তবে এই স্মার্টফোনের ক্যামেরা ফিচার কিরকম হতে চলেছে। এই স্মার্টফোনটির 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা । যার ফলে এই স্মার্টফোনটি ক্যামেরা পারফরম্যান্স আপনারা বেশি একটা সুবিধা বলে মনে হবে না। তবে সেলফি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের সেনসর। যার মাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় রেজুলেশনের কিছুটা ঘারটি দেখতে পাবেন।
প্রাইস
তো অনেকেই প্রশ্ন জাগতে পারে স্মার্ট ফোনটির মূল্য কি রকম?
স্মার্টফোনটির মূল্য বর্তমান বাজারে নির্ধারণ করা হয়েছে 12,000 টাকা। তবে এটা বলা যেতে পারে যে এই স্মার্টফোনটির পারফরম্যান্স গোলো হিসেবে প্রাইজটা
কাছাকাছি রয়েছে । এই স্মার্টফোনটির কিছো খুঁটিনা কি বিষয়ে রয়েছে যেগুলোর ক্ষেত্রে স্মার্টফোনটির কোম্পানি কম লক্ষ্য দিয়েছে। এমনটাই আমার কাছে মনে হয়েছ । তবে এই স্মার্টফোনটির ফিচারগুলো আপনার কাছে যদি পারফেক্ট বলে মনে হয় তাহলে এই স্মার্টফোনটি আপনি ইউজ করতে পারেন তাতে কোন সমস্যা বলে মনে হবে না। যদি এই রিভিউ টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন