ডিসপ্লের সাইজ এবং প্রসেসর
এই মোবাইল ফোনটি ডিসপ্লের সাইজে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির ডিসপ্লে। তবে এই সাইজটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। তাছাড়া এই আকর্ষণীয় মোবাইল ফোনটির ডিসপ্লে হলো Super AMOLED টাইপের ডিসপ্লে। যেটির মাধ্যমে এই আকর্ষণীয় মোবাইল ফোনটিকে আরো মনোরমভাবে উঠেছে।
তাছাড়া এই আকর্ষণীয় স্মার্টফোনটির ডিসপ্লে নিচে পেয়ে যাব আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর। এটা খুব পারফেক্টলি ভাবে কাজ করবে বলে আমি আশাবাদী। তাছাড়া এই ডিভাইসটি ডিসপ্লের ব্রাইটনেস এ ব্যবহার করা হয়েছে
1,000 নিটস ব্রাইটনেস। যা আমরা খুব সহজেই বলতে পারি যে স্মার্টফোনটি ঘরের বাইরে কিংবা ঘরের ভিতরে খুব সহজভাবে ব্যবহার করতে পারব। সেইখানে কোন রেজুলেশনের ঘাট দেখতে পাবো না। তাছাড়া রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে 120 Hz। আরো একটি দুর্দান্ত চমৎকার বিষয় হচ্ছে এই মোবাইল ফোনটি ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে 401 ppi ডেনসিটি পিকচ্যাল। এই আকর্ষণীয় মোবাইল ফোনটির কথা না বললেই নয় যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেন সিটি 1300 chips। যা আমরা খুব সহজেই বলতে পারি যে এই মোবাইল ফোনটিতে উন্নত মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাছাড়া স্মার্ট ফোন টিকে রান করার জন্য ব্যবহার করা হয়ে Android 12 ভার্সন।
বডি ডেকোরেশন
এই মোবাইল ফোনটির ফুল বডির ওজন হলো 171 গ্রাম। যার ফলে এই স্মার্টফোনটি ব্যবহার করার সময় আমাদের তেমন ওয়েটফিল মনে হবে না। তাছাড়া এই আকর্ষণীয় মোবাইল ফোনটির উচ্চতা হচ্ছে 73.3mm। তাছাড়া এই স্মার্টফোনটির বডি ডিজাইন বেশ চিকন আর কর্নার গুলো দুই সাইডে ন্যারো টাইপের। যার ফলে এই স্মার্টফোনটিকে আরো উন্নত মানের কোয়ালিটির ফোন গুলোর মত দেখাবে। তাছাড়া ভিভো কোম্পানিতে এই স্মার্টফোনটিকে তিনটি কালার ভেরিয়েন্ট এ লঞ্চ করেছে । Black, blue, yellow যেখানে হয়তো আপনার পছন্দের কালার টি বেছে নিতে পারেন । এই আকর্ষণীয় স্মার্টফোনটির বডি ডান পাশে আমরা পেয়ে যাব বলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। আর বডির নিজের সাইডে আমরা পেয়ে যাব চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট এবং কয়েকটি স্পিকার ট্রে। তাছাড়া এ মোবাইল ফোনটির উপরে সাইডে আমরা পেয়ে যাব সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারব খুব সহজভাবে । এটা খুব সহজেই আশা করা যায় যে বডি ডিজাইনের দিক দিয়ে এই স্মার্টফোনটি পারফেক্ট রয়েছে।
ব্যাটারি পাওয়ার এবং ক্যামেরা সেটআপ
এ দুর্দান্ত পারফরমেন্সের স্মার্টফোনটির ব্যাটারির ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে 5,500 MAH পাওয়ারের ব্যাটারি ব্যাকআপ। তবে এই স্মার্টফোনটিতে যে ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে তা মূলত Non Removable Lipo টাইপের ব্যাটারি। তার সাথে থাকে 33 w এর ফাস্ট চার্জিং সিস্টেম। যার মাধ্যমে এই স্মার্টফোনটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় ৪০ মিনিটের কাছাকাছি। এটা আমরা খুব সহজে বলতে পারি যে এই স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবার চলে যাওয়া যাক এই মোবাইল ফোনটির ক্যামেরা ফিচারগুলোর দিকে। এই স্মার্ট ফোনটির বডির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাব
108 মেগাপিক্সেল লেন্স,8 মেগাপিক্সেলের ছেলে আল্ট্রা হোয়াইট ক্যামেরার লেন্স। তার সাথে তো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছেই। তাছাড়া আমরা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাব 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই আকর্ষণীয় ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে আমি বলব অসাধারণ।
Vivo v 27 pro মূল্য
আমরা ভিভো কোম্পানিকে সাধারণত দেখে থাকি তারা মার্কেটপ্লেসে উন্নতমানের ডিভাইসগুলো নিয়ে তা সলভ মূল্যে বিক্রি করতে। তবে আমরা যারা এই দুর্দান্ত পারফরমেন্সের স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেট থেকে ক্রয় করতে চাই তাহলে আমাদের ব্যয় করতে হবে 49,987 টাকা। তাছাড়া আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা এই স্মার্টফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে ক্রয় করতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে 39,990€। তাছাড়া এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে প্রাইস নির্ধারণ করা হয়েছে 520$। তবে এটা খুব সহজে বলা যেতে পারে যে স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোনটির প্রাইস মোটামুটি কাছাকাছি দিকে রয়েছে। তবে কথায় আছে যিনিস যেটা ভালো দাম তার একটু বেশ সেম কাহিনী এই স্মার্টফোনটির ক্ষেত্রে ঘটেছে। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা আমাদেরকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন