বডি ডিজাইন
ল্যাপটপটির বডি ডিজাইনে আমরা অনেকটা আপডেট লক্ষ্য করতে পেরেছি । বডি ডিজাইনে মেটাল হাউসিং দেওয়া হয়েছে যেটা দেখতে অনেকটাই চমৎকার এবং নজর কেড়ে নেওয়ার মতো ছিল । ল্যাপটপটির কালার এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে । এখানে যে বডি ফিনিশিং দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই অসাম । টাইপিং করার জন্য এখানে কিন্তু খুবই ভালো মানের টাইপিং বাটন এবং যে টাচপেড দেওয়া হয়েছে সেটি মূলত মিডেল সেন্টারে অর্থাৎ বডির মাঝ বরাবর অবস্থানে রয়েছে যাতে করে আপনি খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন । ডান দিকে থাকছে টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আপনি ডাটা স্থানান্তর করতে পারবেন । এখানে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটি অবিশ্বাস্য বলতে গেলে তার কারণ হলো টাইপিং বাটনের সাথেই আপনি পেয়ে যাবেন ক্যামেরা কাটাউট । 2.15 কেজির ওজন রয়েছে এই ল্যাপটপটির ভিতরে। যার সাথে আমরা প্রায় অনেকেই পরিচিত হই নি। তবে আমরা এই ল্যাপটপটি বেশ কিছুদিন ব্যবহার করার ফলে এর ওজনের সাথে খাপ খাইয়ে নিতে পারবো। এছাড়াও নতুন ডিভাইসটি আমরা শুধুমাত্র একটি কালারে দেখতে পেয়েছি যেখানে থাকছে Black 🖤। হয়তো এটি হতে পারে আপনারও পছন্দের একটি কালার।
ডিসপ্লে এবং ব্যাটারি ফিচার
ল্যাপটপটির অন্যতম পজেটিভ দিক হলো এখানে একটি উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । ডিসপ্লেটি মূলত একটি আইপিএস এলসিড ক্যাপাসিটিভ টাস স্কিন এর । এখানে রয়েছে 1920 x 1080 pixel, রেজুলেশন । এটা কি আমরা প্রায় সকলে ফুল HD রেজুলেশন বলতে পারি। এ ছাড়াও ব্রাইটনেসে রয়েছে 300নিটস।যার জন্য কিন্তু আমরা ব্রাইটনেসের পরিমাণও এখানে ভালো পাব যার জন্য অল্প আলোতে কিন্তু ভালই ফিচার পাওয়া যাবে । এখানে কিন্তু মোটামুটি একটি বড় সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বড় ডিসপ্ল অনেকেই পছন্দ করে থাকেন তাদের জন্য এটি একটি টার্নিক পয়েন্ট হতে পারে । ডিসপ্লের সাইজ মূলত 15.6 ইঞ্চি আর ডিসপ্লে সাইজ দেখে বুঝতেই পারছি বড় ডিসপ্লেগুলোতে বেজেল এর পরিমাণ অনেকটা ন্যারো থাকে । এফ আর কোম্পানি এই ডিভাইসটির ব্যাটারির ক্যাপাসিটি তে ব্যবহার করেছে 3 Cell কোয়ালিটির ব্যাটারি। যার ক্যাপাসিটিতে পাওয়ার রয়েছে 64w। এছাড়াও এই ল্যাপটপের ভিতরে যে এডাপ্টার ব্যবহার করা হয়েছে সেটি মূলত থ্রি পিন এর। যেখানে আমরা পাওয়ার দেখতে পেয়েছি 135W। যেটা থেকে আমরা প্রায় 7 ঘণ্টার মত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে।
অপারেটিং সিস্টেম এবং memory
অপারেটিং সিস্টেমেও কিন্তু আমরা এই ল্যাপটপটিতে আপডেটের স্পর্শ খুঁজে পেয়েছি । এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে উইন্ডোস ১0 । এছাড়াও এই ল্যাপটপটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি মূলত শক্তিশালী একটি প্রসেসর Intel core i5 । এই অপারেটিং সিস্টেম এবং প্রসেসরের একটি ভালো কম্পিউটারের কারণেই কিন্তু এই ল্যাপটপটিকে আপনি ১০ সেকেন্ডের মধ্যেই অন করতে পারবেন । এটাকে কিন্তু একটি ভালো দিক বলে গণ্য করা যেতে পারে । এছাড়াও আমরা যদি মেমোরির পারফরম্যান্সের কথা বলি তাহলে সেখানে 8 জিবি রেম পাশাপাশি 512 জিবি রোম দেওয়া হয়েছে । ল্যাপটপগুলোতে সাধারণত আমরা যদি একটু বেশি স্টোরেজ পেয়ে যাই তাহলে কিন্তু সেটা অনেক খুশির খবর । তো এটা কিন্তু আমরা বলতে পারি যে এই ল্যাপটপটি দিয়ে মেমোরি পারফরম্যান্স ভালো থাকার কারণে ব্যবহার করার সময় একটা কমফোর্টেবল ফিচার পাওয়া যাবে । এই নতুন মডেলের ডিভাইসটির ভিতরে যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটি মূলত SSD কোয়ালিটির।
Acer aspire 7 a 715 দাম
Acer মানেই এক অন্য ধরনের পারফরমেন্স যেখানে বাজেটকে অপেক্ষা করে ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়ে থাকে । Acer aspire 7 a 715
বর্তমান মার্কেটে একটি নতুন ল্যাপটপ । যেটির মূল্য বাংলাদেশের মার্কেটিং নির্ধারণ করা হয়েছে 77 হাজার টাকা । ল্যাপটপের বাজেট থেকেই আমরা বুঝতে পারছি যারা একটু হাই কোয়ালিটি বাজেটের মধ্যে ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য মার্কেটের এটি একটি অন্যতম ল্যাপটপ হতে পারে । আপনি যদি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই ল্যাপটপটি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 54,999 রুপি । এবার কথা বলা যাক আন্তজাতিক মার্কেটপ্লেস নিয়ে । সেখান থেকে আপনি যদি এই মডেলটি নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 570$ । এবার আপনার কাছে যদি মনে হয়ে থাকে স্পেসিফিকেশন অনুযায়ী বাজেট মানানসই রয়েছে তাহলে কিন্তু আপনি মডেলটি ব্যবহার করতে পারেন।
বর্তমান মার্কেটে একটি নতুন ল্যাপটপ । যেটির মূল্য বাংলাদেশের মার্কেটিং নির্ধারণ করা হয়েছে 77 হাজার টাকা । ল্যাপটপের বাজেট থেকেই আমরা বুঝতে পারছি যারা একটু হাই কোয়ালিটি বাজেটের মধ্যে ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য মার্কেটের এটি একটি অন্যতম ল্যাপটপ হতে পারে । আপনি যদি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই ল্যাপটপটি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 54,999 রুপি । এবার কথা বলা যাক আন্তজাতিক মার্কেটপ্লেস নিয়ে । সেখান থেকে আপনি যদি এই মডেলটি নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 570$ । এবার আপনার কাছে যদি মনে হয়ে থাকে স্পেসিফিকেশন অনুযায়ী বাজেট মানানসই রয়েছে তাহলে কিন্তু আপনি মডেলটি ব্যবহার করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন