আমাদের অনেকেরই কমবেশি আগ্রহ রয়েছে মিনিমাল সাইজের ল্যাপটপ গুলোর ব্যবহার করার প্রতি। তবে অনেকেই রয়েছেন আমাদের মাঝে যারা কিনা স্টিমেন্ট টাইপের ল্যাপটপ পছন্দ করে থাকেন। তাদের জন্যই Asus কোম্পানিটির হাত ধরে চলে এসেছে Asus vivobook 14x 1402za ল্যাপটপটি স্লিম থাকার কারণে আমরা ল্যাপটপ থেকে ব্যবহার করে সুবিধা বোধ করতে পারব ।ডিভাইস স্লিম তা জানা গেল কিন্তু ল্যাপটপটির পারফরম্যান্স এরকিরকম হতে চলেছে সেটা হল আসল বিষয়। আর এই আর্টিকেলটি জুড়ে থাকবে এই ল্যাপটপটির ফিচারগুলোর সম্পর্কে। তাছাড়া এই ডিভাইসটি যে পরিমাণ বাজেটে বর্তমান বাজারে রিলিজ হয়েছে সে বাজেটে আমাদের পোষাবে কিনা তাও আলোচনা করা হবে এই আর্টিকেলটিতে । তবে আমরা Asus ব্র্যান্ড টির প্রিমিয়াম লেভেলের যে ডিভাইস গুলো সেখানে আমরা ভালো পারফরম্যান্স পেয়েছি তবে এই ল্যাপটপটিতে কি কি ব্যবহার করা হয়েছে তা জানার বিষয়।
ববি ডেকোরেশন
Asus কোম্পানিটির মিনিমাল সাইজের এই ল্যাপটপটির যে ওয়েট ডিসটেন্ট ব্যবহার করেছে সেটি কিন্তু আমার পার্সোনাল ভাবে ভাল লেগেছে। কারণ ল্যাপটপটির ওজন মাত্র 1.60 কেজি। যেটা আমরা খুব সহজভাবে হাতে করে ব্যবহার করতে পারব। এই ল্যাপটপটির বডিতে আমরা দেখতে পাবো প্লাস্টিকের পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। যার কারণে ওয়েট টা মোটামুটি পারফেক্টলি রয়েছে। তাছাড়া বডিতে আমরা দেখতে পাবো চকচকের অ্যালুমিনিয়াম। যার কারনে আশা করা যায় প্রায় সকলেরই চোখের নজর কেড়ে নিতে সক্ষম হবে এই ডিভাইসটির বডি ডিজাইন। তাছাড়া এই ল্যাপটপটির ডেক্সটপটিতে থাকছে 3.5mm অডিও জ্যাক,USB 2 জেন 2 টাইপ C পোর্ট যেটাতে আমরা ডিসপ্লে পোর্ট হিসেবে ব্যবহার করতে পারব। তাছাড়া আরো থাকছে চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট। তাছাড়া আরও একটি টাইপ A পোর্ট। এই ল্যাপটপটির আরেকটি দুর্দান্তময় দিক হলো এই ল্যাপটপটি আমরা 180 ডিগ্রি পর্যন্ত ফ্লট করতে পারবো। তাছাড়া মোটামুটি ফুল সাইজের একটি কিবোর্ড পেয়ে যাব আমরা তার সাথে টাচ পেটটা পেয়ে যাব মাঝ বরাব। যেটা আমরা মোটামুটি স্লিম দেখতে পেয়েছি।
ডিসপ্লে ফিচার
Asus vivobook 14x 1402za কোম্পানির ল্যাপটপটিতে আমরা একটি কালারফুল ডিসপ্লে দেখতে পেয়ে যাব। যেখানে একটি সুইটেবল ডিসপ্লে সাইজ ব্যবহার করা হয়েছে যা মূলত 14 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে । তবে এখানে আমরা মোটামুটি সাইজের একটি ডিসপ্লে দেখতে পেয়েছি। তবে এই সাইজ টি প্রায় আমাদের সকলের পছন্দের একটি সাইজ হতে পারে। এছাড়া এই ল্যাপটপটির ডিসপ্লে উন্নত ভালো মানের এইচডি রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে থাকছে 2880x1800 পিক্সেল । যার ফলে পিকচার গুলো আমরা স্পষ্ট দেখতে পাবো। এই ডিভাইসটির ডিসপ্লের অন্যতম দিকগুলোর মধ্যে এ দিকটি আমার কাছে বেশ পারফেক্ট বলে মনে হয়েছে। তাছাড়া আরও একটি ভালোলাগার বিষয়ে কথা সেটি হলো ডিসপ্লে তে আমরা 500 nets ব্রাইটনেস। ব্রাইটনেসেও আসুস কোম্পানি তাদের গ্রাহকদের কে গ্রাহকদের যথেষ্ট পরিমাণ মতো ব্যবহার করার সুযোগ দিয়েছে। তবে রেজুলেশন এর কোনো ঘাটতি দেখতে পাবো না আমরা এই ডিভাইসটির ডিসপ্লেতে। তাছাড়া ডিসপ্লেতে আরো থাকছে 100% SRGB । তবে বাজেট হিসেবে আমরা বলতে পারি ল্যাপটপ ডিসপ্লের ক্যাটাগরি বেস্ট পারফরম্যান্স আমাদেরকে দিতে পারবে।
ব্যাটারি এবং প্রসেসর ও স্টোরেজ
একটি ভালো ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ ব্যবহার করার ইচ্ছা প্রায় আমাদের সকলের রয়েছে। এই ল্যাপটপটির ক্যাপাসিটি পাওয়ার ব্যবহার করা হয়েছে 70 Wh পাওয়ারের। ল্যাপটপটিকে চার্জ দেওয়ার জন্য রয়েছে 90WH চার্জার সিস্টেম । যার ফলে এই ল্যাপটপটি ফুল চার্জ দিতে সময় নেবে এক ঘন্টা থেকে প্রায় কিছুটা কম সময়। আমরা যারা ল্যাপটপটি দিয়ে টুকটাক কাজ ব্যবহার করি তাহলে আমরা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ হয়ে যাব 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। এই ল্যাপটপের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Windows 11 ভার্সন। যে বিষয়টি ভালো লেগেছে আমার কাছে সেটি হল ভার্সন 11 ব্যবহার করেছে যা একটি লেটেস্ট ভার্সন বলতে পারা যায় খুব সহজ হবে। তাছাড়া এই ল্যাপটপটিতে AMD টাইটেল প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপটিতে আমরা 8 GB Ram এর সাথে আমরা 512 GB Rom পেয়ে যাব। এটি দেখে কিন্তু আমরা বলতে পারি এই ল্যাপটপটির স্টোরেজের দিকে উন্নত মানের স্টোরেজ ব্যবহার করা হয়েছে ।
Asus vivobook 14x 1402za মূল্য
দেশীয় মার্কেট প্লেস গুলোতে Asus ব্রান্ডের ল্যাপটপ গুলোর বেশ ভালো জনপ্রিয়তা আমরা দেখতে পেয়েছি । অনেকদিন যাবৎ আগে থেকেই কোম্পানিটি আমাদের মাঝে তাদের সিরিজ গুলোকে রেগুলারলি আপডেট করে যাচ্ছে ।Asus vivobook 14x 1402za মডেল কি আমাদের মাঝে রিসেন্টলি চলে এসেছে। যেখানে ল্যাপটপটির মূল্য বাংলাদেশ বাজারে নির্ধারণ করা হয়েছে 1,38,000 টাকা। আর ভারতীয় মার্কেটগুলোতে এই ল্যাপটপের প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,09,990€। তাছাড়া এই ল্যাপটপটির গ্লোবাল মার্কেটে নির্ধারণ করা হয়েছে $879.99।এছাড়াও নিত্য নতুন প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা গুলো নিয়ে মোবাইল ল্যাপটপ রিভিউস ওয়েবসাইটটি আপনাদের মাঝে চলে আসে এবং এই ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ।
একটি মন্তব্য পোস্ট করুন