Ads

Asus কম্পানির ডিভাইস গুলোর মধ্যে অন্যতম একটি ডিভাইস হলো ল্যাপটপ।
asus কোম্পানি যেভাবে বিশ্ববাজারে ল্যাপটপ রিলিজ করছে যার মাধ্যমে অন্যান্য কোম্পানির ল্যাপটপ রিলিজের দিক দিয়ে আসুস কোম্পানি সর্বদা এগিয়ে এমনটাই বলা যাচ্ছে। বর্তমান সময়ে বাজারে আসুস কোম্পানি S সিরিজের হাত ধরে নিয়ে এলো Asus zenbook s 13 oled। এই ল্যাপটপটির প্রসেসরে আমরা Intel ® Core ™ i5-1135G7 মডেলের দেখা পেয়েছি যেটা একটি লেটেস্ট ভার্সনের মডেল বলা যাচ্ছে খুব সহজে। এছাড়াও আমরা GPU তে দেখতে পেয়েছি Intel® Iris ™ Plus Graphics  যেটাকে আমরা ভালো মানের হিসেবে গণনা করতে পারি। এছাড়াও ফুল নেটওয়ার্কিং স্পিড কোয়ালিটি ও ওয়াইফাই কানেকশনের পাওয়ারও ফুল দেখতে পেয়েছি ল্যাপটপটির ভিতরে। তবে আজকের এই পুরো আলোচনায় আমরা জানবো Asus zenbook s 13 oled মডেলের ভিতরে আসুস কোম্পানি তাদের গ্রাহকদেরকে কি কি সুযোগ-সুবিধা দিচ্ছে। তো দেরি না করে চলে যাওয়া যাক ল্যাপটপটির সম্পূর্ণ আলোচনায়।

Asus zenbook s 13 oled price in india | asus zenbook s 13 oled full reviews

বডি বিল্ডার


Asus কোম্পানির জনপ্রিয়তার অন্যতম দিক হলো বডি ডিজাইন। এই কোম্পানির যেকোনো ডিভাইসের বডি ডেকোরেশন দেখে যে কারো মনে ব্যবহার বা একবার ধরে দেখার আগ্রহ জাগতে পারে।Pine Grey, Lilac Mist এই দুইটি কিউট কালারে আমরা asus কোম্পানির নিউ ল্যাপটপ টি দেখতে পেয়েছি। ল্যাপটপের বডির ভিতরে অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করেছে আসুস কোম্পানি। যার ফলে ল্যাপটপটি ব্যবহার করার সময় আমরা 1 কেজি পরিমাণ ওয়েট ফিল করতে পারব। এর মাধ্যমে এটা বলা যায় যে ল্যাপটপটি আমরা যেকোনো জায়গায় হাতে নিয়ে ব্যবহার করতে পারব খুব সহজে। এছাড়াও  ল্যাপটপটির বডির পুরো মাঝ বরাবর আসুস কোম্পানির লোগো ব্যবহার করেছে ‌। যার ফলে এই ল্যাপটপের সৌন্দর্য টা আরো বৃদ্ধি পেয়েছে । এই ল্যাপটপের চার সাইটে যে কেবলগুলো ব্যবহার করেছে asus কোম্পানি সেগুলো হলো USB 3.2 Gen 1 Type-A পোর্ট চার্জিং সিস্টেম,2x Thunderbolt পোর্ট,4 supports display  পোর্ট,power delivery
1x HDMI 2.1 পোর্ট। যেটার মাধ্যমে এই ল্যাপটপটি থেকে অন্য যেকোনো ডিভাইসে চার্জ দিতে সক্ষম হবো বা চার্জ আনতে সক্ষম হবো। এছাড়াও থাকছে Micro SD card reader স্লট। এই ল্যাপটপটির ভিতরে আপনারা ফুল সাইজের একটি কিবোর্ড দেখতে পেয়ে যাবে যার মাঝ বরাবর নিচে থাকবে টাচপেট যেটা মূলত support ASUS NumberPad 2.0 কোয়ালিটির। এটা কে আমরা ভালো মানের একটি টাচপেট বলতে পারি।

ডিসপ্লে ফিচার 


এই ল্যাপটপের ডিসপ্লে তে OLED কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে asus কোম্পানি যার ফুল সাইজ হলো 13.3-inch। তবে যারা মিডিয়াম সাইজের ডিসপ্লে ওয়ালা একটি ল্যাপটপ খুঁজতেছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই আসুস কোম্পানির নিউ মডেলটি অস্থির মানের একটি ল্যাপটপ হতে চলেছে। এই ল্যাপটপের ভালো দিকগুলোর ভিতরে অন্যতম একটি দিক হলো এই ল্যাপটপটি আমরা পেন এর মাধ্যমে ইউজ করা সম্ভব হবে। এছাড়াও ল্যাপটপের ডিসপ্লে তে 5,00 নিটস ব্রাইটনেসের দেখা পেয়ে যাবেন আপনারা। যার মাধ্যমে আপনারা ল্যাপটপটি খুব সহজেই ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ব্যবহার করতে পারবেন। 60Hz রিফ্রেশ রেটে দেখা পেয়ে যাব ল্যাপটপটির ডিসপ্লে তে। যার মাধ্যমে আমরা ল্যাপটপ টির যে কোন কালারের কোন কমতি দেখতে পাবো না। এছাড়াও Colors depth: 1.07 billion colors সাপোর্টেড রয়েছে ল্যাপটপটির ডিসপ্লের ভিতরে। যা একটি অসাধারণ বিষয় বলে মনে করা যাচ্ছে। এই ল্যাপটপের ডিসপ্লে তে আমরা ফুল এইচডি রেজুলেশনের দেখা পেয়েছি যেখানে থাকছে 2.8K (2880 x 1800) মেগাপিক্সেল এর রেজুলেশন। এই ডিভাইসটির ডিসপ্লে কোয়ালিটি দেখে এমনটা বলা যাচ্ছে যে এখানে ভালো মানের ডিসপ্লে ব্যবহার করেছে আসুস কোম্পানি তাদের প্রিয় গ্রাহকগুলোর কথা মাথায় রেখে।

ব্যাটারি, প্রসেসর , ক্যামেরা ও স্পিকার ফিচার 


4S1P, 4-cell Li-ion কোয়ালিটির ব্যাটারি টাইপ ব্যবহার করেছে যার ক্যাপাসিটি পাওয়ার দিয়েছে 67 WHrs। যা আমরা একটি উন্নত ভালো  মানের ব্যাটারি বলতে পারি। এছাড়াও আসুস কোম্পানি তাদের নতুন ল্যাপটপের ভিতরে এডাপ্টার হিসেবে গ্রাহকদের অফার করছে TYPE- C পোর্টের 65WAC Adapter । এই ল্যাপটপটি থেকে আমরা নরমাল ইউজাররা 13 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারি। আর হাই ইউসাররা 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই আসুস কোম্পানির ল্যাপটপটির থেকে। Windows 11 Home ভার্সন ব্যবহার করেছে asus কোম্পানি তাদের নতুন ল্যাপটপটির ভিতরে অপারেটিং সিস্টেমকে রান করার জন্য। যা একটি লেটেস্ট ভার্সন হিসেবে গণনা করা যায় খুব সহজে।Trusted  Platform Module টাইপের চিপসেট ব্যবহার করেছে এই ল্যাপটপের ভিতরে। যেটা মূলত এই ল্যাপটপটিকে সিকিউরিটি হিসেবে প্রোটেকশন করবে ল্যাপটপটিকে। ক্যামেরা সেকশনে আসুস কোম্পানি 720p HD  IR  webcam  withe Windows Hello support কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করেছে যার মাধ্যমে আমরা ল্যাপটপে দিয়ে ভিডিও কলে কথা বলার সময় সুন্দরভাবেই ব্যবহার করতে পারব ল্যাপটপ টি এছাড়াও মাইক্রোফোন স্পিকার হিসেবে আমরা দেখতে পাবো Built- in speaker। মাধ্যমে আমরা স্পষ্টভাবেই যেকোনো সাউন্ড শুনতে পাবো এই ল্যাপটপ দিয়ে।

Asus zenbook s 13 oled বর্তমান মার্কেট প্রাইস 


এই ল্যাপটপটি আমরা বর্তমান বিশ্ববাজারে একটি স্টোরেজের মডেল হিসেবে পেয়ে যাবো যেখানেই থাকছে 16GB Ram / 512 GB Rom ।155,990 টাকা ব্যয় করার মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোন বাজার থেকে এ নতুন মডেলের ল্যাপটপ কি ক্রয় করতে সক্ষম হবে।
₹1,19,690 রুপি নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়ার মার্কেট গুলোর ভিতরে।$1,679.99 ডলার ব্যয় করার মাধ্যমে আমরা বিশ্ব বাজার থেকে বা গ্লোবাল মার্কেটগুলো থেকে এই নতুন মডেলের ল্যাপটপটি ক্রয় করতে পারবো। asus কোম্পানি তাদের Asus zenbook s 13 oled এই মডেলের ল্যাপটপটির সঙ্গে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে সকলের জন্য এবং সবসময়ের জন্য। এই ল্যাপটপের সঙ্গে আসুস কোম্পানি তাদের গ্রাহকদের কে একদম ফ্রিতে দিচ্ছে একটি এডাপটার, একটি কলম যার মাধ্যমে আমরা ল্যাপটপটি ব্যবহার করতে পারব, চার্জিং সিস্টেমের জন্য একটি কেবল, পাওয়ার ডেলিভারি করার জন্য একটি কেবল। তবে এই জিনিসগুলো অন্যান্য কোম্পানি কিন্তু আমাদেরকে যেকোন ল্যাপটপের সঙ্গে দেয় না তবে আসুস কোম্পানিটি দিচ্ছে তাদের গ্রাহকদের। তো বন্ধুরা আপনাদের কাছে ল্যাপটপটির ফিচারগুলো কিরকম লেগেছে এবং কোন দেশ থেকে আপনারা ল্যাপটপটি ক্রয় করতে চাচ্ছেন তা অবশ্যই আপনার ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads