আমাদের মাঝে অনেকেই প্রশ্ন রয়েছে ল্যাপটপ কেনার পূর্বে একটি ভালো ল্যাপটপ চেনার উপায় কি? অথবা ল্যাপটপের বৈশিষ্ট্য কি কি? সেটা জেনে নেওয়া আমাদের জন্য প্রয়োজন তা না হলে অজ্ঞতাবশত আপনার উপার্জিত টাকা নষ্ট হতে পারে । অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একজন সাধারন মানুষের ল্যাপটপ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে কম্পিউটারের দোকানের সেলসম্যান এর দেওয়া তথ্যের ভিত্তিতে ল্যাপটপ কিনে থাকে। এক্ষেত্রে সেলসম্যান আপনার সুবিধার বিষয়টি বিবেচনা না করে তাদের ব্যবসার লাভের বিষয় বিবেচনা করে আপনার কাছে ল্যাপটপ বিক্রি করে এ ধরনের ল্যাপটপ কেনার কিছুদিন পর তখন ল্যাপটপের বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। তখন ল্যাপটপ নিয়ে হতাশা এবং চিন্তিতর মধ্যে থাকতে হয় আপনি যদি একটি নতুন ল্যাপটপ কিনতে চান তাও আবার ভালো মানের তাহলে আমি সাজেশন দেবো যে Dell কোম্পানির ল্যাপটপ ক্রয় করার। কারণ ল্যাপটপ রিলিজ করার ক্ষেত্রে Dell কোম্পানিটির অনেক সুনাম রয়েছে। তার কারণ হলো তারা ভালো মানের ল্যাপটপ বাজারে এনে থাকে তাও আবার অল্প মূল্যের ভিতরে।Dell Vostro 3501 তারই ধারাবাহিকতায় এবার চলে এসেছে এই মডেলের ল্যাপটপটি।আপনারা যদি এই নতুন ল্যাপটপের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে এক বার পরে যাবেন।
ডিসপ্লে ফিচার এবং স্টোরেজ
Dell কোম্পানিটি তাদের এই মডেলটিতে Dell Vostro 3501একটি খুব আকর্ষণীয় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে আমরা বাজেট হিসেবে মোটামুটি ভালোই বলতে পারি। এই আকর্ষণীয় ডিভাইসটির ডিসপ্লের সাইজ হচ্ছে 14.6 ইঞ্চি কিংবা 36.36 সেন্টিমিটার। যেটা মূলত LED টাইপের ডিসপ্লে।এই ল্যাপটপটির ডিসপ্লের ব্রাইটনেসে আমরা ফুল এইচডি রেজুলেশন দেখতে পাবো। যার ফলে আমাদের যেকোন ভিডিও কিংবা ভিডিও কলে কথা বলার সময় রেজুলেশনের কোন ঘাঁটি দেখতে পাবো না। এছাড়া এই ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1920×1080 পিক্সেল। এই আকর্ষণীয় ল্যাপটপটির স্টোরেজে রয়েছে 8 জিবি। এক্সটার্নাল হিসেবে আমরা আরো 4 জি বি ব্যবহার করতে পারব। যা আমার কাছে একটি সু কার্যকর দিক লেগেছে। এই ল্যাপটপটিতে আরও একটি সু কার্যকর দিক হলো এই ডিভাইসটিতে আমরা 512 GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
ববি ডেকোরেশন
এই আকর্ষণীয় ল্যাপটপটি বেশ কিছু কালারে বর্তমান মার্কেটে আমরা পেয়ে যাব। যার ভিতরে থাকছে golden and steel কালার। যেখানে হয়তো আপনার পছন্দের কালার টি থাকতে পারে। এই ল্যাপটপটি যেহেতু বডি ডিজাইন একটু হাই রেঞ্জের সেহেতু এই ল্যাপটপটির ওজন 1.84 kg কেজি একটু বেশি মনে হতে পারে। তবে কিছুদিন ব্যবহার করার ফলে হয়তো খাপ খাইয়ে নিতে পারবো। এ আকর্ষণীয় ডিভাইসটির বডির মাঝখানে Dell কোম্পানিটির লোগো ব্যবহার করেছে। যেটার কারণে এই ল্যাপটপটিকে আরো স্ট্যান্ডার বলে মনে হতে পারে। এই ল্যাপটপটির বডি চার পাশে এলুমিনিয়ামের তৈরি। যার ফলে এই ল্যাপটপটি ব্যবহারের সময় পড়ে গেলে ডিভাইসটি ভেঙে যাওয়ার আশঙ্কা কোড কম । ল্যাপটপটির মাঝখানে আমরা একটি বড়সড় কিবোর্ড দেখতে পাবে। যেটা আমরা সিলিম ভাবে ব্যবহার করতে পারব।আর এই ল্যাপটপটির কিবোর্ডের কিছুটা নিচে বাম পাশে কোনা বরাব পেয়ে যাব আমরা টাচপ্যাড । টাচপ্যাড মোটামুটি উন্নত মানের ব্যবহার করা হয়েছে ।এই ল্যাপটপের বাম সাইডে ইথানেট 2টি পোড এবং স্টিম আই পোড ,3.2পোডপেয়ে যাব এবং ডান পাশে আরো থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm জ্যাক।
ব্যাটারি এবং প্রসেসর
এই ডিভাইসটির ব্যাটারি পারফরম্যান্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 3 cell Li- ion 48Wh টাইপের ব্যাটারি। যা আমরা নর্মাল ইউজাররাখুব সহজে সহজে ১১ থেকে ১২ ঘন্টা ব্যবহার করতে পারব। আর যারা আমরা একটু হাই ইউজার তারা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে।এই কোম্পানি এই ডিভাইসটা যে টাইপের ব্যাটারি ব্যবহার করেছে , তার ফলে অনেকেই এই কোম্পানিটিকে ব্যাটারি কিং নামে আখ্যায়িত করেছে। এই আকর্ষণীয় ল্যাপটপটির প্রসেসরে আমরা পেয়ে যাব 3 pin 68 w ac adopterবা এডোপ্টার । এটা খুব উন্নত মানের প্রসেসর ইউজ করেছে এই ডিভাইসটিতে।এই আকর্ষণীয় ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Windows 10 । তবে আমি বলব অপারেটিং সিস্টেমে আর একটু হাই লেভেলের প্রসেসর ব্যবহার করলে ভালো হতো । তবে এইটা দিও আমরা মোটামুটি মানিয়ে নিতে পারব।
Dell Vostro 3501 মূল্য বা প্রাইস
এই আকর্ষণীয় ল্যাপটপটি আমরা যদি বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেস থেকে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে খরচ করতে হবে 49,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে আমরা এই ল্যাপটপটি ব্যবহার করতে হলে আমাদেরকে খরচ করতে হবে €38,990 । এই ল্যাপটপটির কোম্পানিটি আমাদের সকলের কথা মাথায় রেখে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সব সময়ের জন্য। যা অন্যান্য কোম্পানীরা কিছুদিনের জন্য দিয়ে থাকে তাদের ডিভাইস গুলো দ্রুত পরিবারে বিক্রি হওয়ার কারণে । আর এই Dell কোম্পানিটি সবসময় জন্য এক বছরের ওয়ারেন্টি জারি রেখেছে। যা একটি দুর্দান্ত বিষয় বলে আমার মনে হচ্ছে । তবে এই ল্যাপটপটির ফিচারগুলো অনুযায়ী বাজেট বা প্রাইজটা কাছাকাছি রয়েছে বলে আপনি মনে করছি। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।✓
একটি মন্তব্য পোস্ট করুন