Ads

 টেকনোলজি অথবা প্রযুক্তির উন্নতির দিক দিয়ে Dell একটি অতি সুপরিচিত ব্রান্ড । ল্যাপটপের মতো আধুনিক প্রযুক্তি মার্কেটে রিলিজের মধ্য দিয়ে নিজেদেরকে এক ধাপ এগিয়ে রেখেছে কোম্পানিটি ।  Dell একটি দারুন পারফরমেন্স এর ল্যাপটপ আমরা মার্কেটে দেখতে পেয়েছি । ওয়ালটন কোম্পানির দুর্ধর্ষ সেই ল্যাপটপটির মডেল হলো Dell Inspiron 15 3520 । ল্যাপটপটি মার্কেটে রিলিজ করার পাশাপাশি Dell  নিজেদেরকে পুনরায় শক্তভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছে । ল্যাপটপটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস ডিটেইল সম্পর্কে রিভিউতে আলোচনা করা হলো । রিভিউটির মাধ্যমে আপনারা ল্যাপটপটির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং অতঃপর একটি ডিসিশন নিতে পারবেন যে ল্যাপটপটি আপনার জন্য কতটা ইউসফুল । তো এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ল্যাপটপটির স্পেসিফিকেশনে চলে যাই । 


Dell inspiron 3520 সম্পূর্ণ বাংলা রিভিউ | dell inspiron 3520 price in india


বডি ডেকোরেশন 


অ্যালুমিনিয়ামের তৈরি ফুল বডি বেশ শক্তপোক্ত এবং দেখতেও নজর করা ল্যাপটপটির বডি ডিজাইন  । ল্যাপটপের গঠন প্রকৃতি নিয়ে আসলে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নেই এটা আমাদের সকলেরই কম বেশি জানা আছে । ল্যাপটপটির ওজন ১ কেজি ৬৫০ গ্রাম হওয়ার কারণে এটিকে হ্যান্ডেল করাটা কিছুটা কষ্টসাধ্য বলে মনে হতে পারে । এছাড়াও বডিতে ইউএসবি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট এর অবস্থান সঠিক স্থানেই বলে মনে হয়েছে আমার কাছে । Dell Inspiron 15 3520 মডেলটি মূলত অসিয়ান ব্লু কালারের রয়েছে । আপনি যখন একটি মনোরম ওয়েদারে ল্যাপটপটি ব্যবহার করবেন তখন কিন্তু সেটি আপনাকে বেশ চমৎকার সুট করবে বলে আমার ধারণা । সাউন্ড সিস্টেমে আমরা স্টেরিও স্পিকারের দেখা পেয়েছি যেটা আসলে অবাক হওয়ার বিষয় । এবার আমরা আলোচনা করবো ল্যাপটপটির কিবোর্ড সম্পর্কে । কিবোর্ডে আমরা বিভিন্ন ধরনের লে-আউট ব্যবহার করতে পারবো এবং এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার সুবিধা রয়েছে । তাছাড়া কিবোর্ডে আমরা বেশ ইউজডলি বাটন দেখতে পেয়েছি যেটা থেকে আমরা খুব সুন্দর ভাবে বাটনগুলো ক্লিক করতে পারব। টাচপ্যাডটাও অস্থির লেভেল এর লেগেছে।


ডিসপ্লে এবং প্রসেসর ফিচার


 Dell তাদের Dell Inspiron 15 3520 মডেলটিতে একটি খুবই আকর্ষণীয় মানের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটিকে আমরা বাজেট হিসেবে মোটামুটি ভালো বলতে পারি । ১৫ ইঞ্চি বা ৩৫.৫৬ সেন্টিমিটার সাইজের একটি এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে । ডিসপ্লেটির রেজুলেশনে আমরা দেখতে পেয়েছি 1080 × 1920 পিক্সেল । ব্রাইটনেস এর দিকে আমরা যদি একটু নজর দেই তাহলে দেখতে পাবো সেখানে ৩০০ নিটস দেওয়া হয়েছে যেটিকে আমরা ইনডোরে ভালো দেখতে পারলেও আউটডোরে কিছুটা ঝামেলা হতে পারে অনেকের কাছে । কালারফুলের কথা যদি আমরা বলি তাহলে ডিসপ্লেতে কাজ করার সময় বেশ কিছু জায়গায় আমরা কালারফুলের দেখা পাবো । বাজেটের মধ্যে দাঁড়িয়ে স্মার্টফোনটির ডিসপ্লে গ্রাহকদেরকে বেস্ট পারফরম্যান্স দিতে পারবে বলে আমার ধারণা রয়েছে । ডিসপ্লেটির যে সাইজ দেওয়া হয়েছে সেটা মূলত অনেকটা কমফরটেবল এবং ব্যবহারযোগ্য সাইজ বলা যাচ্ছে ।  Dell Inspiron 15 3520 ডেক্সটপ বা ল্যাপটপটিতে Intel Core i3 প্রসেসর ব্যবহার করা হয়েছে । প্রসেসরের কয়েকটি জেনারেশন রয়েছে যেগুলো আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানিনা । জেনারেশনগুলো হল কোর , ডুয়াল কোর এবং Octa-Core । এই ল্যাপটপটিতে আমরা ডুয়াল কোর প্রসেসরের দেখা পেয়েছি । অপরদিকে ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে আমরা উইন্ডোজ 12 জেনারেশন এর ব্যবহার দেখেছি । এটাকে আমরা একটি ভালো দিক বলতে পারি । Core i3 প্রসেসর সম্পর্কে আমরা এর পূর্বেও বেশ কিছু ল্যাপটপে ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছি । 


ব্যাটারি পাওয়ার 


ল্যাপটপটির অন্যতম একটি আকর্ষণীয় দিক হচ্ছে এর ব্যাটারি দীর্ঘদিন আমাদেরকে ভালো মানের সার্ভিস দিতে সক্ষম হবে। কোম্পানিটির দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা জানতে পেরেছি এখানে 4900 কিলোওয়াট এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে । Lithium- Lon টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা আমরা মূলত আমরা বেশিরভাগ ল্যাপটপে ব্যবহার করতে দেখে থাকি । এখানে যে ডিসি আউটপুট রয়েছে সেখানে দেওয়া হয়েছে ১৯ ভোল্ট । এছাড়াও ল্যাপটপটি চার্জ দেওয়ার জন্য 65 ওয়াটের একটি চার্জার রাখা হয়েছে । ল্যাপটপটির অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা জানতে পেরেছি এর ব্যাটারি লাইফ পাওয়া যাবে 480 মিনিট । মোটামুটি ভালো মানের আমরা একটি  ব্যাকআপ পেয়ে যাবো ল্যাপটপটিতে । যদিও বাজেট হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এখানে আরো কিছুটা ব্যাটারি লাইফটাইম   ক্ষমতা বাড়িয়ে দিলে হয়তো ভালো হতো ।

 Dell Inspiron 15 3520 প্রাইস

 

ল্যাপটপের ফুল স্পেসিফিকেশন আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি । ডেক্সটপটির বা ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে দেশীয় মার্কেটে 79,000 টাকা । 56,999€ব্যয় করার মাধ্যমে আমরা ল্যাপটপটি ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রয় করতে পারবো।এবার আমরা যদি টোটাল স্পেসিফিকেশন অ্যারাউন্ডে বিবেচনা করি তাহলে স্পেসিফিকেশন এর চেয়ে বাজেট কিছুটা বেশি বলে মনে হতে পারে। কোম্পানিটি একটি ভালো সুযোগ করে দিয়েছে গ্রাহকদের জন্য আর সেটি হল ল্যাপটপটির সাথে থাকছে দুই বছরের ওয়ারেন্টি । সেম বাজেটের মধ্যে আমরা অন্যান্য যে ল্যাপটপ রয়েছে সেখানে আমরা  প্রতি আমার অবশ্যই একটি আবেদন থাকবে আপডেট আনার জন্য । 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads