Ads

Google কোম্পানিতে রীতিমতো আমাদের মাঝে  pixel সিরিজের মধ্য দিয়ে আরো একটি মোবাইল ফোন নিয়ে এলো। যে মডেলটির নাম হল Google pixel 7 Pro । যেখানে আমরা 5 G নেটওয়ার্কিং পর্যন্ত সাপোর্টের পেয়ে যাব। Google কোম্পানিটিকে সাধারণত দেখা যায় আনকমন ডিভাইসগুলি আমাদের মাঝে নিয়ে আসে। তাছাড়া বেশ কিছু কালারও আমরা পেয়েছি বর্তমান মার্কেটে এই মোবাইল ফোনটির । গুগলের নতুন মডেলের স্মার্টফোনটি মিডিয়াম সাইজের একটি স্মার্টফোন বলা যেতে পারে। যেই সাইজ টি কিনা প্রায় আমাদের সকলেরই একটি জনপ্রিয় সাইজ হতে পারে। তবে এই স্মার্টফোনটি আমাদের কেরকম পারফরম্যান্স দিতে চলেছে বা ফিচারগুলো কিরকম অফার করছে আমাদের বা এই স্মার্ট ফোনটি কাদের জন্য তা জানতে অবশ্যই চোখ রাখুন পুরো রিভিউ জুড়ে। কারণ এই পুরো রিভিউতে গুগলের নতুন মোবাইল ফোনটির সম্পর্কে আলোচনা করা হলো।


Google pixel 7 pro price in india | google pixel 7 pro specification and reviews


ক্যামেরা এবং ব্যাটারি ফিচার 


এই ডিভাইসটির ব্যাক সাইডে ২টি ক্যামেরা সেট করা হয়েছে যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 48 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেনসর এবং সামনে সাইডের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটা খুব সহজে বলা যেতে পারে যে এই স্মার্টফোনটির তোলা ছবিগুলো আর মোটামুটি মানে ডিএসএলআর এ তোরা ছবিগুলো প্রায় কাছাকাছি বলে মনে হবে। তাছাড়া এই মোবাইল ফোনটিতে ঝুম লেন্সে ব্যবহার করা হয়েছে 4×optical জুম লেন্স। যার মাধ্যমে আমরা দূরের পিকচার গুলো বা দৃশ্যগুলো জুম করার ফলে সামনে নিয়ে আসতে সক্ষম হব। যা এই ডিভাইসটির অন্যতম একটি ভালো দিক বলে আখ্যায়িত করা যায় খুব সহজে।
এই ডিভাইসটিতে google non removable lipo টাইপের ব্যাটারি যেখানে থাকছে 5,000 MAH পাওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি। তার সাথে আরও পেয়ে যাব পার্ট চার্জিং সিস্টেমের জন্য 30w। যার মাধ্যমে এই ডিভাইসটি পরিপূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় 60 মিনিটের কাছাকাছি সময়। তাছাড়া এই ডিভাইসটি  ব্যাটারি থেকে আমরা ব্যাক আপ  যাবো পুরো 24 ঘন্টা পর্যন্ত স্বাভাবিক ভাবেই।

 বডি সাইড


গুগল কোম্পানিটি এবার 212 গ্রাম ওজনের ব্যবহার করা করেছে নতুন মডেলের মোবাইল ফোনটিতে। যা হয়তো আমাদের একটু ভারি ফিল হতে পারে তবে কিছুদিন ব্যবহার করলেই আমরা এই ওয়েট টির সাথে খাপ খাইয়ে নিতে পারবো। গুগুল এই মডেলের ফোনটির ব্যাকসাইডে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে যার সাথে প্লাস পয়েন্ট হিসেবে দিচ্ছে গরিলা গ্লাস বিট্টুর । যা এই ডিভাইস দিয়ে প্রটেকশন হিসেবে ব্যবহার করেছে। যাতে মোবাইল ফোনটি পড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা কম রয়েছে। যা একটি অসাধারণ দিক বলে মনে হয়েছে আমার পার্সোনাল ভাবে। ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়া্য বাটন আমরা পেয়ে যাব মোবাইল ফোনটির ডান পাশে এবং নিচের সাইডে আমরা পেয়ে যাব
USB টাইপ C পোর্ট চার্জিং সিস্টেম, স্পিকার ট্রে যেখানে আমরা ভালো ভাবেই
 ভয়ে বা আওয়াজ শোনতে পেয়েছি। তবে এখানে আমরা একটি সুবিরা জনক বিষয় মিস করব সেটি হলো 3.5mm হেডফোন থাকছে না এই মোবাইল ফোনটিতে। তাছাড়া আরও পেয়ে যাব সিম কার্ড  ট্রে সলট যেখানে আমরা দুটি সিঙ্গার ব্যবহার করতে পারব এবং এক্সট্র  মেমোরি কার্ড ব্যবহারের কোন অপশন পাব না। স্মার্টফোনটির আরো সুবিধা জনক বিষয় হলো এই মোবাইল ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে থাকলে কোন সমস্যা দেখা দেবে না। যার কারণে হয়তো আমরা এই ডিভাইসটিকে ওয়াটারপ্রুফ ও বলতে পারি। 

ডিসপ্লে এবং প্রসেসর সেটআপ 


6.7 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে। যেখানে ডিভাইসটির কোয়ালিটি হলো  LTPO AMOLED কোয়ালিটির ডিসপ্লে।
যেটাকে আমরা কোয়ালিটি ফুল ভালো মানের একটি ডিসপ্লে বলতে পারি। একটি দুর্দান্তময় বিষয় হলো এই ডিভাইসটির ডিসপ্লে তে কর্ণিং গরিলা গ্লাস বিট্টুস পেয়ে যাব যার ফলে এই ডিভাইসটির  পরে গেলে ডিসপ্লে  ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। মূলত এটি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনটি ডিসপ্লে কে প্রটেকশন দেয়ার জন্য। তাছাড়া রিফ্রেশ রেটে google 120HZ রিফ্রেশ এর রেট ব্যবহার করেছে যার ফলে যেকোন ভিডিও দেখার সময় কোন ঝাপসা ঝাপসা দেখা যাবে না মোবাইল ফোনটির ডিসপ্লে তে। তাছাড়া এইচডি রেজুলেশন থাকছে 1440×3120 পিক্সেল। এছাড়া ডেনসিটিতে আমরা আরো পেয়ে যাব 512 ppi । Android 13 ভার্শন ব্যবহার করেছে গুগল এই মোবাইল ফোনটি অপারেটিং সিস্টেমের রান করার জন্য। তাছাড়া গুগল মডেলের ফোনটিতে Google Tensor G2 মডেলের চিপসের ব্যবহার করেছে। যা আমরা ভালো একটি দিক বলে আখ্যায়িত করতে পারি।


Google pixel 7 Pro বর্তমান বাজার দর 


মোবাইল ফোনের মডেলটি সাধারণত আমরা একটি স্টোরেজ ভাগে পেয়ে যাব।
যেখানে থাকছে 12 GB Ram / 128 GB Rom  হিসেবে।  
12 GB Ram /128 GB Rom এই স্টেজের ফোনটি 1,00,000 টাকা হলে বর্তমান বাংলাদেশ বাজার থেকে ক্রয় করতে পারব। আর 71,280€হলে আমরা বর্তমান ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রয় করতে সক্ষম হবো। তাছাড়া বর্তমান বিশ্ববাজারে এই স্মার্টফোনটির রেট নির্ধারণ করা হয়েছে 779.00$। তাছাড়া এই গুগল কোম্পানিটি সব সময় জন্য আমাদেরকে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে। যায় একটি আকর্ষণীয় দিক বলে মনে হয়েছে। তাছাড়া স্মার্টফোনটির স্পিফিকেশন ও ফিচারগুলো অনুযায়ী প্রাইস বা মূল্যটা ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে তবে আপনাদের কাছে কিরকম লেগেছে তা ছোট্ট একটি কমিটির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads