Ads

বর্তমান সময়ে বিশ্বজুড়ে ল্যাপটপ একটি আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমান সময় আমরা ল্যাপটপ যে কোন জায়গা থেকে ব্যবহার করতে পারি যেমন বাড়িতে, অফিসে, বিমানের ফ্লাইটে, মিটিংয়ে, কফি দোকানে, লেকচার হলে বা লাইব্রেরিতে, গ্রাহকের সামনে ইত্যাদি জায়গায়। আর তার সাথে HP কোম্পানি এবার g9 সিরিজের হাত ধরে আমাদের সকলের মাঝে নিয়ে এসেছে HP 255 g9 মডেলের ল্যাপটপ। যেখানে আমরা ওয়েট ও ডিসটেন্ট দেখতে  পেয়েছি । যার ফলে ল্যাপটপটি আমরা হাতে করে নিও ব্যবহার করতে পারব। এই ল্যাপটপটির স্পিডে আমরা ফুল ওয়াইফাই নেটওয়ার্ক সাপোর্টেড দেখতে পেয়েছি। যায় একটি ভালো দিক বলে মনে করা যায়। এছাড়াও 720p HD camera সাপোর্টেড দেখতে পেয়েছি যার মাধ্যমে আমরা ল্যাপটপটি দিয়ে ভিডিও কলে কথা বলার সময় স্পষ্ট যে কারো সাথে কথা বলতে পারবো। তবে আপনারা যারা মিডিয়াম বাজেটের ল্যাপটপ ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য হয়তো HP এর নতুন মডেলটি পারফেক্ট হতে পারে। তবে শুধু প্রাইজের দিক দিয়ে হলেই তো হয় না তার সাথে যে কোন ডিভাইসের  ভাল পারফরম্যান্সের ও প্রয়োজন হয় তবে দেখে নেয়া যাক এই ল্যাপটপের মডেলের ভিতরে HP কোম্পানি তাদের গ্রাহকদের কে কি কি সুবিধা দিচ্ছে।...............


এই নতুন মডেলের ল্যাপটপের রিভিউ | hp 255 g9  price in global


বডি ডিজাইন


158.3 মিমি বিশিষ্ট দৈর্ঘ্য , 75.3 মিমি প্রস্থ এবং 8.4 মিলিমিটার পুরুত্ব রয়েছে । ল্যাপটপটির আয়তনে খুবই স্লিম হওয়ায় ল্যাপটপটিকে হাতে ব্যবহার করতে সুবিধা হবে ।ল্যাপটপটির  ওজন 1.74 কেজি । এইচপি কোম্পানি এই মডেলের ল্যাপটপ এর ভিতরেও বরাবরের মতোই সিলভার কালার ব্যবহার করেছে। এই ল্যাপটপটির বডির পুরো মাঝ বরাবর গোল আকৃতির এইচপি কোম্পানির লোগো রয়েছে। বডির ডানপাশে পাওয়া যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং ঠান্ডার পোর্ট অপরদিকে বাম পাশে রয়েছে মেমোরি এবং সিম কার্ড স্লট। ল্যাপটপটির বডিবিল্ডার রয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক। যার মাধ্যমে ল্যাপটপটি আনসারকে ভেঙে যাওয়ার আশঙ্কা খুব কম।  সম্পূর্ণ প্লাস্টিক ফ্রেম দ্বারা আবদ্ধ ।ল্যাপটপটির  বডি ডিজাইন আমার কাছে নিজ থেকে অনেকটাই ভালো লেগেছে । হাত থেকে পড়ে যাওয়ার পরেও বডিতে আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম । বডির নিচের দিকে পাওয়া যাবে সাউন্ড সিস্টেম এবং 3.5 এম এম হেডফোন জ্যাক ।যা আমরা বরাবরের মতনই দেখতে পেয়ে থাকি।

ডিসপ্লে সাইজ 

15.6 ইঞ্চির বিশাল আকৃতির এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে ল্যাপটপের ভিতরে । এলসিডিতে 16M কালার সাপোর্ট করবে এমনটা জানা গেছে তাদের সংস্থা থেকে। ডিসপ্লে রেজুলেশন (1920 x 1080) পিক্সেল এর সাথে রেটিও রেট রয়েছে 19.5:9 । ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি ব্যবহার করার কারণে যে কোন ভিডিও ভালো মানের গ্রাফিক্স এর সাথেই দেখা যাবে । এখানে সুপার এমোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করা হলে টাচস্ক্রিন অনেকটাই ফাস্ট কাজ করতো । এছাড়াও ব্রাইটনেস আমরা দেখতে পেয়েছি 250 নিটস ।স্বল্প আলোতে ব্রাইটনেস ভালো পাওয়া গেলেও রোদ্রের ভেতরে কিছুটা সমস্যা লক্ষ করা যাবে ল্যাপটপ কি ডিসপ্লে তে । এলসিডি প্যানেলের ঘনত্ব দেওয়া হয়েছে  409 পিপিআই ডেনসিটি । ডিসপ্লের সুরক্ষার কথা ভেবে প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5 । ডিসপ্লের ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ এর সুবিধা । ডিসপ্লেতে কর্নিং গরিল্লা গ্লাস 5 ব্যবহার করার কারণে এলসিডি প্যানেলটি সুরক্ষিত থাকবে। তো বুঝতেই পারতেছেন বন্ধুরা hp company তাদের এই মডেলের ভিতরে ডিসপ্লের দিকে কতটা খেয়াল রেখেছে।

অপারেটিং সিস্টেম এবং ব্যাটারি 

মডেলটির অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ভার্সন 11 ব্যবহার করা হয়েছে নতুন ল্যাপটপের মডেলদের ভিতরে । এ এম ডি টাইপে চিপসের ব্যবহার করা হয়েছে, এছাড়াও  অক্টা -কোর (2×2.0 গিগাহার্টজ কর্টেক্স -এ75 & 6×1.8 গিগাহার্টজ কর্টেক্স -এ55 এর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি ল্যাপটপের ভিতরে । উইন্ডোজ ভার্সন 11 এর HP 255 g9   মডেল ব্যবহার করা হয়েছে । সচরাচর hp কোম্পানির মডেল গুলোতে গুগোল এর লেটেস্ট ভার্সন ব্যবহার করা হয়ে থাকে । এই মডেলটিতেও গুগোল এর লেটেস্ট ভার্সন ব্যবহার করার কারণে ভালো গ্রাফিক্স এর সাথে যেকোনো সফটওয়্যার অথবা অ্যাপস খুব সহজেই রান করে নেওয়া যাবে । গুগল প্লে স্টোর থেকে প্রতিনিয়ত আপডেট করার ফলে সফটওয়্যারগুলোর লেটেস্ট ভার্সন উপভোগ করা যাবে খুব সহজেই । Windows সিস্টেমের দিক দিয়ে এর ল্যাপটপটির হতে পারে আপনার কাছে মার্কেটের সেরা বলে মনে হতে পারে। কেননা ল্যাপটপের প্রসেসরে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় মডেল অক্টো কোর । এছাড়াও ব্যাটারি ক্যাপাসিটি তে আমরা দেখতে পেয়েছি ৪১ ওয়ার্ডের ব্যাটারি ক্যাপাসিটি পাওয়ার যার সাথে অ্যাডাপ্টার এর পাওয়ার ব্যবহার করা হয়েছে ৪৫ ওয়াট। এবং যেই ব্যাটারীতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেটি মূলত 3-cell কোয়ালিটির । যেটা থেকে আমরা ছয় থেকে সাত ঘন্টা খুব ইজি ভাবে ব্যাকআপ পেয়ে যাব ।

HP 255 g9   দাম 

এভারেজ প্রাইজে দারুণ পারফরম্যান্স নিয়ে আমাদের মাঝে HP কোম্পানি  এর নতুন মডেল HP 255 g9  ।61,999 টাকার নির্ধারণ করা হয়েছে বর্তমান বাংলাদেশের বাজারগুলোর ভিতরে। আর আমরা যদি এই ল্যাপটপ ইন্ডিয়ান মার্কেটে ক্রয় করতে চাই তাহলে আমাদেরকে ব্যয় করতে হবে 49,990€। $899.00 ডলার নির্ধারণ করা হয়েছে বিশ্ববাজার গুলোর ভিতরে । প্রায় 60,000 টাকার মধ্যে HP আমাদের সবার মাঝে এমন একটি ল্যাপটপ রিলিজ করবে এটা আসলেই অনেকটা আমাদের ভাবনার বাইরে ছিল । Hp কোম্পানির  লাভারদের জন্য এবারেজ বাজেট পজিশনে এই মডেলটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লেগেছে এবং গ্রাহকদের কাছে ভালো লাগবে বলে আমি আশাবাদী । বেশ কিছু জায়গায় আমরা বাজেট হিসেবে ওভার অল পারফরমেন্স দেখতে পেয়েছি আবার কিছু কিছু জায়গায় আপডেট আনলে হয়তো ভালো হতো । তবে আমাদেরকে বাজেট হিসেবে মানিয়ে নিতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads