Ads

বর্তমান সময়ে ল্যাপটপ হলো আধুনিক ডিভাইস গুলোর মধ্যে অন্যতম একটি ডিভাইস। আর এই ল্যাপটপ বিশ্ব বাজারে রিলিজ করার জন্য বর্তমান সময়ে Hp কোম্পানির অবদান অপরিসীম রয়েছে। তবে এইচপি ব্রান্ড টি অতি রিসেন্টলি আমাদের মাঝে নিয়ে এলো আরো একটি উন্নত মানের ল্যাপটপ। যেটা বলা যাচ্ছে যে এসপি কোম্পানি S সিরিজের হাত ধরে নিয়ে এলো Hp 14s মডেলটি। যেটা মূলত এইচপি কোম্পানি 12th জেনারেশনের ব্যবহার করেছে।
তার সাথে আমরা ভালো একটি প্রসেসরের দেখা পেয়েছি। ল্যাপটপটির ভিতরে এসপি কোম্পানি ডুয়েল স্পিকার সেট করেছে। যেটা থেকে আমরা খুব স্পষ্টভাবে যেকোনো আওয়াজ শুনতে পাবো খুব সহজে। এছাড়াও যারা একটি গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই hp কোম্পানির নতুন মডেলটি ভালো পারফরম্যান্সে বয়ে আনতে পারবে। এছাড়াও এই ল্যাপটপটি দিয়ে নিজেদের অফিসিয়াল কাজগুলো খুব ভালোভাবেই করা যাবে। তো  দেখে নেওয়া যাক এই মডেলের ল্যাপটপের ভিতরে এইচপি কোম্পানি এই সুবিধা গুলোর সাথে আর কি কি সুবিধা অফার করছে।

Hp 14 s সম্পূর্ণ বাংলায় স্পেসিফিকেশন | Hp 14 s price all in



বডি ডিজাইন


এই আকর্ষণীয় ডিভাইসটির বডি ডিজাইন এর সেটআপের কথা না বললেই নয়। এই ল্যাপটপটির বডি ডিজাইন প্লাস্টিকের পরিবর্তে অ্যালুমিনিয়ামের আবরণের ফিনিশিং দেওয়া হয়েছে। এই ল্যাপটপটির বডি ডিজাইনের অ্যালুমিনিয়ামের  আবরণের উপরে কার্বনের পলি ইউজ করা হয়েছে যার ফলে এই ল্যাপটপটির বডি ডিজাইনে কোন দাক
লাগলে সে টি মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ল্যাপটপটির বডি ডিজাইন এর একেবারে সাইড কর্নারে বাম পাশে এবং ডান পাশের উপরের কর্নারে ,HP লোগো সেটআপ করা হয়েছে যেটা এই ল্যাপটপটিকে আরো একটু গর্জেস করে তুলেছে। বডি ডিজাইনের বাম পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো 3.5 mm অডিও হেডফোন জেক এবং তার সাথে ইউএসবি টেস্ট পোর্ট রয়েছে । এবার আসা যায় ল্যাপটপে ডান পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথমেই E সাটার বাটন রয়েছে । যার ফলে আপনারা এই E শাটার বাটন দিয়ে আপনারা ল্যাপটপটি অফ করে দিতে পারবেন। ওইটা আপনার ইচ্ছা মত করে নিতে পারবেন। এবং এই পাশেও আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাব। অন্যান্য কোম্পানি থেকে একটু আপডেট করে সে বলে আমার মনে হয়েছে । তবে এই ডিভাইসটির পিছনে দিকে দেখে আমার সকল আকর্ষণীয় পোড পেয়ে যাব যেমন যেখানে থাকছে তিনটি ফুল ইউএসবি A পোর্ট রয়েছে। এছাড়াও এই ল্যাপটপটি আমরা শুধু  গ্রে কালারই দেখতে পেয়েছি বর্তমান মার্কেট গুলোর ভিতরে। 

ডিসপ্লে সেটআপ


 Hp 14s এই দুর্দান্ত ডিবাইস টিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি এই সাইজ টিকে আমরা মাঝারি আকারের সাইজ হিসেবে গণনা করতে পারি। তবে আমার কাছে ডিসপ্লের ক্ষেত্রে একটি বিষয় মনে হয়েছে সেটি হলো এই ডিভাইসটির যে বেজেল লেন্স ব্যবহার করা হয়েছে সেটা আরো একটু কিছুটা নের রাখা হতো তাহলে এই ল্যাপটপ টির ডিসপ্লে সৌন্দর একটু বেরে যেত, যেটা আসোলে পার্সোনাল আমার কাছে পারফেক্ট বলে মনে হয়নি, তবে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। এই ডিভাইসটি ব্যবহার করার সময় ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন দেখতে পাব1080/2400। এছাড়াও ভিডিও প্লে ব্যাক দেখার সময় রেজুলেশন কোন ঘাটতি দেখতে পাবো না। এছাড়াও আপনি ইনডোরে ব্যবহার করার সময় ব্রাইটনেস অসাধারণ পাওয়া যাবে। তবে আউটডোরে কোন সমস্যা হবে বলে মনে হয় না। আমাদের বাজেট হিসেবে কলম ডিসপ্লের পারফরম্যান্স ভালো পরিমাণেই পেয়েছি।

ব্যাটারি এবং প্রসেসর ফিচার

 

এই ডিভাইসের ব্যাটারির ক্যাপাসিটিতে এসপি কোম্পানি ব্যবহার করেছে  41 ওয়ারলে সেটার ব্যাটারি টাইপ মূলত 3 cell lilon কোয়ালিটির। আর যেটারে এডাপটার পাওয়ারে থাকছে 48 ওয়ার্ড সাপোর্টে। যেটা দেখে আমরা বলতে পারি যে এই ল্যাপটপের ভিতরে এসপি কোম্পানি ভালো মানের একটি ল্যাপটপের ক্যাপাসিটি ব্যবহার করেছে। যেটা থেকে আমরা ভালো মানের পারফরমেন্সের আশা করতে পারি খুব সহজেই। এই ল্যাপটপটির ব্যাটারি কেবলের মাধ্যমে চার্জ দিয়ে সম্পূর্ণ  সময় নেবে প্রায় এক ঘন্টা যা থেকে আমরা প্রায় যারা টুকটাক কাজ করে থাকি তাদেরকে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ দিয়ে যা থাকবে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত। উইন্ডোজ ১১ ভার্সন ব্যবহার করা হয়েছে ল্যাপটপটির অপারেটিং সিস্টেমকে রান করার জন্য। এছাড়াও এই ল্যাপটপের প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোয়ালিটির।
এই ল্যাপটপটি মূলত 12 TH জেনারেশনের। ল্যাপটপের প্রসেসরটি মূলত Core i5 সিস্টেমের।

প্রাইজ বা মূল্য 


এই ল্যাপটপটি প্রাইস জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে এই ল্যাপটপের স্টোরেজ ফিচার  সম্পর্কে যেখানে রেম হিসেবে আমরা পেয়ে যাব
8 জিবি র‍্যাম এবং 512 জিবি রুম। তবে এখানে এক্সট্রা করে কোন মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ দিচ্ছে না এইচপি কোম্পানি। তো আর যাই হোক বর্তমান বাংলাদেশে এই ল্যাপটপের প্রাইস বাজারগুলোতে নির্ধারণ করা হয়েছে 45,000 টাকা।36,359€রুটি নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস গুলোর ভিতর। আর আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই ল্যাপটপটি বিশ্ব বাজার থেকে বা ডলারের মাধ্যমে করতে চাচ্ছেন তো তাদেরকে খরচ করতে হবে 214.99$। তবে এই ল্যাপটপের ক্ষেত্রে এইচপি কোম্পানি ২ বছরের ওয়ারেন্টি রেখেছে সব সময়ের জন্য।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads