বর্তমান বিশ্ববাজারে hp কোম্পানিটির জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছে যে প্রায় অনেকেই সিদ্ধান্ত করে বসেছে যে তাদের কোম্পানির নিউ ল্যাপটপ ব্যবহার করার জন্য। বর্তমানে গ্রাহকদের নজর পরে প্রায় যেকোনো ডিভাইসের বডি লুকিং এর দিকে । আর এই দিকটি সম্পূর্ণ করে Hp কোম্পানিটি জনপ্রিয়তা আরো বেশি হাতিয়ে নিয়েছে বললেই চলে। Hp ব্র্যান্ডটির অন্যতম একটি সিরিজ হল s সিরিজ । আর যার হাত ধরে নিয়ে এলো Ho কোম্পানিটি Hp 15 S eq 2171 au মডেলের ল্যাপটপটি । নিউ মডেলটিতে Hp কোম্পানিতে তাদের গ্রাহকদের উন্নত মানের নেটওয়ার্কিং সিস্টেম দিচ্ছে। যা আমরা এই মিডিয়াম বাজেটের ক্যাটাগরি ল্যাপটপ গুলো ভিতরে খুব কমই লক্ষ্য করতে পেরেছি। তাছাড়া আমাদেরকে Hp কোম্পানিটি তাদের নিউ ল্যাপটপটির কালারে দুটি কালার অফার করেছে। যেখানে আমরা একাধিক কালার বেছে নিতে সক্ষম হবো। তবে এবার দেখে নেওয়া যাক যে Hp কোম্পানিটি তাদের এই নিউ ল্যাপটপটির ভিতরে কি শুধু এই ভালো মানের নেটওয়ার্ক সিস্টেম এবং দুটি কালারি অফার করছে নাকি তার সাথে হাই কিছু অফার করছে তাদের গ্রাহকের জন্য। যদি আপনি ল্যাপটপটির স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি থাকছে আপনার জন্য ।
বডি ডিজাইন
ল্যাপটপটির বডি বিল্ডিং অ্যালুমিনিয়ামের বদলে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে । যার কারণে হয়তো ডিভাইসের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্টের ছাপ বসে যেতে পারে তবে এখানে প্রটেকশনের জন্য কিছু ইউসের সাজেশন থাকছে। তবে Hp কোম্পানি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে ল্যাপটপটির ব্যাকসাইডেও ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস। যেটা মূলত এই ল্যাপটপটির পড়ে ভেঙ্গে যাওয়া থেকে প্রটেকশন করার জন্য ব্যবহার করেছে। যার ফলে ল্যাপটপটির 1.69 কেজি ওজন একটু বেশি বলে মনে হতে পারে । তাছাড়া এই ল্যাপটপটির উচ্চতা হল 18.8 মিলিমিটার। যাকে মিডিয়াম সাইজের একটি বডি সাইজ বলতে পারি আমরা খুব সহজেই। Selver and black দুইটি চমৎকার কালারে আমরা পেয়ে যাব ল্যাপটপটি । ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট,3.5mm হেডফোন জেক আমরা দেখতে পেয়েছি ল্যাপটপটির বডির নিচের সাইটে। তাছাড়া বডির বাম পাশে সিম কার্ড ট্রে স্লট থাকছে। যেখানে আমরা দুটি সিম ব্যবহার করতে পারব খুব সহজভাবে। এছাড়াও ল্যাপটপটির ডান সাইডে ঠআন্ডআর পোর্ট। তাছাড়া ল্যাপটপটির কিবোর্ডে আমরা ফুল সাইজের একটি কিবোর্ড দেখতে পেয়ে। যেখানে এইচপি কোম্পানি তাদের গ্রাহকদের কে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করার সুযোগ দিয়েছে । এ ছাড়াও ল্যাপটপ টির টাচপেটটা আমরা বরাবর ঠিক জায়গায় দেখতে পেয়েছি।
ডিসপ্লে সাইজ
15.5 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করেছে Hp তাদের এই নিউ ল্যাপটপ টির ভিতরে। এই ল্যাপটপ টির ভিতরে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা মূলত AMOLED টাইপের ডিসপ্লে। যেটা কি আমরা ভালো মানের ডিসপ্লে টাইপ বলতে পারি। এই ছাড়া ল্যাপটপ টির ডিসপ্লেতে আমরা পেয়ে যাব 120 Hz রিফ্রেশ রেট। যার ফলে ল্যাপটপ টি দিয়ে যেকোনো ভিডিও দেখার সময় কালারের কোন ঘাটতি দেখতে পাবো না আমরা। তাছাড়াও ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছো hp তাদের নিউ ল্যাপটপ টির মধ্যে যেখানে থাকছে 1800×2412 পিক্সেল। যা একটি অসাধারণ বিষয় বলে গণনা করা যায়। 394 ppi ডেনসিটি ব্যবহার করা হয়েছে ল্যাপটপ টির ডিসপ্লেতে। এটা খুব সহজেই বলা যায় যে এই ল্যাপটপে যে ডিসপ্লে টাইপ ব্যবহার করেছেন উন্নত মানের ডিসপ্লে টাইপ। যেখানে আমরা আরও পেয়ে যাব 500 নিটস ব্রাইটনেস। যেটা থেকে আমরা ল্যাপটপটি ব্যবহার করার সময় ইনডোরে কিংবা আউটডোরে এই যেভাবে ব্যবহার করতে পারো যেখানে আমাদের কোন সমস্যা হবে বলে মনে হয় না।
একটি মন্তব্য পোস্ট করুন