Ads

ল্যাপটপ একটি উন্নত মানের প্রযুক্তি যেটা ব্যবহার করার ইচ্ছা প্রায় সবার মধ্যে রয়েছে । তো একজনের রুচি একেক রকম কারো কাছে একটি ভারি বেশ বড়সড় ল্যাপটপ ব্যবহার করতে ভালো লাগে আবার কারো কাছে স্লিম বা চিকন ল্যাপটপ ভালো লাগে । আপনার কাছে যদি চিকন একটা ল্যাপটপ ভালো লেগে থাকে যে কোন ল্যাপটপ ব্যবহারের ইচ্ছা জেগে থাকে তাহলে hp কোম্পানি আপনার জন্যই তাদের মার্কেটে লঞ্চ করে দিল hp GK 400y
। Hp সিরিজ আমাদের পরিচিত একটি সিরিজ যারা নিয়মিত মার্কেটে তাদের নিজস্ব ল্যাপটপগুলোকে রিলিজ করে থাকে । কোম্পানিটি ইতিমধ্যেই মার্কেটপ্লেসে ল্যাপটপ রিলিজে স্পেশাল জনপ্রিয়তা অর্জন করতে সফল হয়েছে । আমরা এখন দেখে নেব কোম্পানিতে এই ল্যাপটপটির মাধ্যমে আমাদেরকে কি কি অফার করছে । সম্পূর্ণ রিভিউজুড়ে ল্যাপটপটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলো তুলে ধরা হলো । 


Hp GK 400y ল্যাপটপ রিভিউ-Hp GK 400y full specification




ডিসপ্লে ফিচার

একটু প্রিমিয়াম বাজেটের ল্যাপটপগুলোর পারফরম্যান্স অনেকটা প্রিমিয়াম হয়ে থাকে এটা তো আমরা জানি । প্রথমেই আমার এই ল্যাপটপটির দিকে লক্ষ্য করলে দেখতে পারব এখানে ১৪ ইঞ্চির সাইজের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে । ডিসপ্লে সাইজ এক কথায় ভেরি গুড । ডিসপ্লেতে যে বেজেল এর পরিমাণ দেওয়া হয়েছে সেটিকে কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে যার কারণে ডিসপ্লেটি দেখতে অনেকটাই নজর কারা । এখানে OLED টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি অনেকটাই টেকসই । ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট পরিমাণ কালারফুল এবং এখানে ব্রাইটনেস এর পরিমাণ আমরা ভালো পেয়েছি । এছাড়াও ডিসপ্লেটিতে আরও থাকছে 2.8k রেজুলেশন তবে আমার কাছে যে বিষয়টি মনে হয় এখানে যদি 4k রেজুলেশন দেওয়া হতো তাহলে অনেকটাই ভালো হতে পারতো । এছাড়াও ল্যাপটপটির ভিতরে ব্রাইটনেসে আমরা উন্নত মানের ব্রাইটনেস দেখতে পেয়েছি যার ফলে ল্যাপটপটি আমরা ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ইজিভাবে ব্যবহার করতে পারব সেখানে আমাদের  ব্রাইটনেসের কোন ঘাটতি দেখা করবে না।

বডি ডিজাইন

ডিজাইন এর কথা বলতে গেলে ল্যাপটপটি কিন্তু আমার কাছে পার্সোনালি ভাবে অনেক ভালো লেগেছে আমি এটাও আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে । এখানে একটি প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ম্যাট ফিনিশিং বলতে পারি । ল্যাপটপটির ওজন কিন্তু 1 কেজি 400 গ্রাম । ল্যাপটপটির দিকে আমরা ইউএসবি সি পোর্ট । ল্যাপটপটির ওপরে পাশে আমরা Hp কোম্পানির খুব একটি দারুন ব্র্যান্ডিং দেখতে পেরেছি । এখানে যে টাইপিং বাটন গুলো আমরা পেয়েছি সেগুলো মূলত ব্যাকলিন টাইপিং বাটন । যার কারণে আমরা বলতে পারি এখানে টাইপিং এক্সপেরিয়েন্স খুব ভালো পেয়ে যাবো । আর টাইপিং বাটনগুলোর নিচে একটি টাচপ্যাড দেওয়া হয়েছে । এছাড়াও ডিওএইচটি আমরা  বেশ কিছু কালারের মার্কেটে দেখতে পেয়েছি। যেখানে এইচপি কোম্পানি তাদের গ্রাহকদেরকে একাধিক কালার থেকে যে কোন একটি কালার পছন্দ করে ক্রয় করার অফার দিচ্ছে। এছাড়াও ল্যাপটপের টাচপেট কি আমরা জায়গামতো দেখতে পেয়েছি। এছাড়া ডিভাইসটির বডির উপরে এসপি কোম্পানির লোগো ব্যবহার করা হয়েছে যেটি মূলত গোল আইকন এর ভিতরে রয়েছে। তবে বডি পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা পেয়ে যাব ভালো পারফরমেন্স এমনটা আশা করা যায়।

প্রসেসর এবং ব্যাটারি ফিচার

ল্যাপটপটির অন্যতম ফিচারগুলোর মধ্যে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে না ধরলেই নয় সেটি হল এখানে উইন্ডোজ 11 এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এবং Intel core i7 প্রসেসর ব্যবহার করা হয়েছে । প্রসেসরটি একটি আপডেট প্রসেসের । যেহেতু প্রিমিয়াম একটি ল্যাপটপ সেহেতু বলা যেতে পারে এখানে একটি ভালো পারফরম্যান্স রয়েছে । এছাড়াও এই ডিভেস্টির ভিতরে চিপসেট হিসেবে আমরা পেয়ে যাব Gh8324। যেটা থেকেও আমরা ভাল পারফরমেন্সের আশা করতে পারি। তবে আমাদের মধ্যে যারা রয়েছে কিনা গেমপ্লে এর জন্য এই ল্যাপটপটি চায়েছ করেছে তো তাদেরকে এই ল্যাপটপের প্রসেসরটি ভালো মানের পারফরম্যান্স দিতে পারবে। এছাড়াও ল্যাপটপের ব্যাটারিতে মূলত ফোর সি এল টাইপের। যেটা থেকে আমরা ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এমনটা আশা করা যায় যেখানে আমরা ল্যাপটপের এডপ্টারে দেখতে পেয়েছি 68w। এছাড়াও ব্যাটারির মূল পাওয়ার হলো 48w। তবে এই এডাপ্টার এর মাধ্যমে ডিভাইসটি পরিপূর্ণ চার্জ হয়ে যাবে প্রায় ৬০ মিনিটের কাছাকাছি সময়ে। যা থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ইজি ভাবে।

Hp GK 400y কারেন্ট মার্কেট 

 Hp কোম্পানিটি  পুরাতন  ব্র্যান্ড হিসেবে আমাদের মাঝে যেই কোন ডিভাইসের পারফরম্যান্স অনুযায়ী প্রাইজ বা মূল্য খুব স্বল্প পরিমাণেই লঞ্চ করে থাকে। যে বিষয়টি আমরা hp GK 400y মডেলটিতে দেখতে পাই।
ল্যাপটপটি আমরা যদি বাংলাদেশ মার্কেট থেকে ব্যবহার করতে চায় তাহলে আমাদের খরচ করতে হবে 65,000 টাকা। ল্যাপটপটির পারফরম্যান্স এবং ফিচার সম্পর্কে আশা করি সকলের আইডিয়া হয়ে গেছে। তবে বাজেট হিসেবে এই ল্যাপটপটির পারফরম্যান্স আমার কাছে ফ্রেন্ডলি মনে হয়েছে।
তো আপনাদের কাছে এই ডিভাইসটির বডি ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ প্রসেসর এবং মেমোরি সেটআপ এর পারফরম্যান্স আপনাদের কাছে কেরকম লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads