Lenovo এই নতুন মডেলটি রিসেন্টলি আমাদের মাঝে লঞ্চ করা হয়ে গেছে। যেখানে আমরা মডেলটি দেখতে পেয়েছি Lenovo IdeaPad 5 pro। এই ল্যাপটপের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটিকে আপনি ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না । সাধারণত এমনটা দেখা যায় না, আউট অফ দ্য বক্স চিন্তাভাবনাতেই নতুন বছরের ল্যাপটপ বাজার গরম করতে চাইছে লেনোভো কোম্পানি তাদের নতুন মডেলের মাধ্যমে। তার জন্য এই ডিভাইসের অডিও জ্যাকের ভিতরে lenovo কোম্পানির ব্যবহার করেছে 2 x 2W speakers Dolby Atmo যেটা থেকে আমরা স্পষ্ট এবং খুব সুন্দর ভাবে আওয়াজ শুনতে পেয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যায় ল্যাপটপটির সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে আলোচনায়।
বডি কোয়ালিটি
অ্যালুমিনিয়ামের তৈরি ফুল বডি বেশ শক্তপোক্ত এবং দেখতেও নজর করা ল্যাপটপটির বডি ডিজাইন। ল্যাপটপের গঠন প্রকৃতি নিয়ে ব্যাখ্যা না করলেই নয় । ল্যাপটপটির ওজন ১ কেজি ৯০০ গ্রাম হওয়ার কারণে এটিকে হ্যান্ডেল করাটা কিছুটা কষ্টসাধ্য বলে মনে হতে পারে । এছাড়াও বডিতে ইউএসবি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট এর অবস্থান সঠিক স্থানেই বলে মনে হয়েছে আমার কাছে । Lenovo IdeaPad 5 pro মডেলটি মূলত অসিয়ান গ্রে কালারের রয়েছে । আপনি যখন একটি মনোরম ওয়েদারে ল্যাপটপটি ব্যবহার করবেন তখন কিন্তু সেটি আপনাকে বেশ চমৎকার সুট করবে বলে আমার ধারণা করা যায়। সাউন্ড সিস্টেমে আমরা স্টেরিও স্পিকারের দেখা পেয়েছি যেটা আসলে অবাক হওয়ার মতো একটি বিষয়। এবার আমরা আলোচনা করবো ল্যাপটপটির কিবোর্ড সম্পর্কে । কিবোর্ডে আমরা বিভিন্ন ধরনের লে-আউট ব্যবহার করতে পারবো এবং এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার সুবিধা রয়েছে । এছাড়াও কিবোর্ড টি আমরা এই ল্যাপটপ থেকে খুব সহজেই আলাদা করতে পারব আবার জোরাও লাগাতে পারবো। এছাড়াও টাচপেটটি আমরা সাধারণত জাগা মতই দেখতে পেয়েছি।
ডিসপ্লে ফিচার
Lenovo কোম্পানি তাদের Lenovo IdeaPad 5 pro মডেলটিতে একটি খুবই আকর্ষণীয় মানের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটিকে আমরা বাজেট হিসেবে মোটামুটি ভালো বলতে পারি । ১৬ ইঞ্চি বা ৩৭.৫৬ সেন্টিমিটার সাইজের একটি এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে । যেটা আসলে আইপিএস টাইপের ডিসপ্লে ।ডিসপ্লেটির রেজুলেশনে আমরা দেখতে পেয়েছি (2560 x 1600) পিক্সেল । ব্রাইটনেস এর দিকে আমরা যদি একটু নজর দেই তাহলে দেখতে পাবো সেখানে ৩৫০ নিটস দেওয়া হয়েছে যেটিকে আমরা ইনডোরে ভালো দেখতে পারলেও আউটডোরে কিছুটা ঝামেলা হতে পারে অনেকের কাছে । কালারফুলের কথা যদি আমরা বলি তাহলে ডিসপ্লেতে কাজ করার সময় বেশ কিছু জায়গায় আমরা কালারফুলের দেখা পাবো । মিডিয়াম বাজেটের মধ্যে দাঁড়িয়ে ল্যাপটপটির ডিসপ্লে গ্রাহকদেরকে বেস্ট পারফরম্যান্স দিতে পারবে বলে আমার ধারণা রয়েছে । ডিসপ্লেটির যে সাইজ দেওয়া হয়েছে সেটা মূলত অনেকটা কমফরটেবল এবং ব্যবহারযোগ্য আসলে এমনটা আমার পার্সোনাল ভাবে মনে হয়েছে।
প্রসেসর এবং নেটওয়ার্ক সিস্টেম
lenovo কোম্পানি এবার তাদের এই নিউ মডেলের ভেতরে একটু ডিফারেন্স প্রসেসর ব্যবহার করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি Ryzen 7 5800H কোয়ালিটির। তবে এখানে আমাদের প্রায় অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে নতুন কোয়ালিটি হিসেবে প্রসেসরটি আমাদের কেরকম পারফরম্যান্স দিবে? তাদের জন্য আমি বলব এই ল্যাপটপের প্রসেসর আমাদেরকে অত্যন্ত মানের ভালো সার্ভিস দিতে পারবে। এছাড়াও এই ল্যাপটপটির ভেতরে প্রসেসরের দিকে কারড রাইডার ব্যবহার করা হয়েছে যেটার মডেল হল SD। যেটা থেকেও আমরা ভালো পারফরমেন্সের আশা করতে পারি। এছাড়াও ল্যাপটপের নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহার করা হয়েছে Wireless। যার সাথে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়ার এও সম্পূর্ণ পাওয়ার দেখেছি। আর ব্লুটুথ পাওয়ারে ব্যবহার করা হয়েছে Bluetooth 5.1। যার মাধ্যমে আমরা এই ল্যাপটপের ব্লুটুথ দিয়ে যেকোনো ডিভাইসের সাথে কানেক্ট করে যে কোন কিছু শেয়ার করতে পারব খুব সহজভাবে। এই প্রসেসর এবং নেটওয়ার্ক ফিচার আমরা আশা করি উপর থেকে জানতে পেরেছি যা থেকে আমরা খুব সহজে বলতে পারি যে এই ল্যাপটপের প্রসেসর এবং নেটওয়ার্ক নিয়ে আমাদের কোন সমস্যায় পড়তে হবে না।
Lenovo IdeaPad 5 pro কারেন্ট প্রাইস
এই ল্যাপটপের ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 16gb এবং রোম হিসেবে দেখতে পেয়েছি ৫১২ জিবি। তবে এইখানে আমরা মেমোরি পারফরম্যান্সেও ভালো দেখতে পেয়েছি। এই ল্যাপটপটির প্রাইজ বর্তমান বাংলাদেশ বাজার গুলোর ভিতর আমরা 126,000 টাকা নির্ধারণ করতে দেখেছি। এছাড়াও 66,990€নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার বাজার গুলোর ভিতরে। এছাড়াও আমরা যারা এই ল্যাপটপটি ডলারের মাধ্যমে কিংবা গ্লোবাল মার্কেট থেকে কর করতে চাচ্ছি তাদেরকে ব্যয় করতে হবে 749.99$। তবে এই ল্যাপটপের প্রাইস বেশি আপডাউন করার কোন চান্স নেই কারণ লেনোভো কোম্পানি এই ল্যাপটপের প্রাইস অফিশিয়াল ভাবে নির্ধারণ করেছে। এছাড়া ল্যাপটপের সাথে আমাদের সকলের জন্য lenovo কোম্পানি তিন বছরের ওয়ারেন্টি রেখেছে। যা আমরা এই ল্যাপটপের আরো একটি ভালো দিক বলতে পারি। তো বন্ধুরা এই ল্যাপটপটি আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন