Ads

ল্যাপটপ কেনার সময় মানুষ বেশ কিছু জিনিস চিন্তা করে। ধরুন আপনি যেখানে কম দামের মধ্যে ল্যাপটপ কিনতে চাইছেন সেখানে অন্য আরেকজন হয়তো বেশী দামের ল্যাপটপ খুঁজছেন। আরেকটি বিষয় যা অবশ্যই ভাবতে হবে তা হলো, মেশিনটি আপনি কী কাজে লাগাবেন। মূলত গেম খেলার জন্য হলে এর আলাদা গ্রাফিক্স কার্ড লাগবে, অপরদিকে মুভি দেখতে ভালো ফুল এইচডি স্ক্রিনের কম্পিউটার লাগবে। ল্যাপটপের রিভিউগুলোতে হাইলাইটেড ফিচারগুলোর কথা ভেবে দেখতে পারেন; যেমন, মেশিনে টাচ স্ক্রিন সুবিধা।এই পরামর্শগুলো ল্যাপটপ কেনার আগে আপনার জন্য কোন ডিভাইসটি ভালো হবে তা বুঝতে সহায়তা করবে। আর এসব কিছু সম্পূর্ণ Msi কোম্পানি নিয়ে এলো MSI gf 63।এখানে উল্লেখিত মেশিনটি অতি সম্প্রতি বাজারে এসেছে এবং এর পারফর্মেন্স আগের চেয়ে অনেক উন্নত। বাজারে আসা নতুন কম্পিউটার কেনার পরামর্শ দেয়া যাচ্ছে, কারণ সেগুলোতে নানা ধরনের আপগ্রেড ও সুযোগ-সুবিধা থাকে। এসব ডিভাইসের দাম একটু বেশী বা ওপরের দিকে হলেও এর কার্যক্ষমতার জন্য দামের ক্ষেত্রে আপোষ করা যায়। এভাবে দাম দিয়ে হলেও মানসম্পন্ন লেপটপটি কিনলে আপনাকে তার জন্য আর পস্তাতে হবে না। এই রিভিউতে আলোচনা করা হবে এই ল্যাপটপের ভিতরে আমরা কি কি সুবিধা পেতে চালেছি ।


এমএসআই জি এফ 63 চমৎকার ল্যাপটপ | Msi GF 63 price in India



বডি ডিজাইন এবং নেটওয়ার্ক

ডিজাইনের দিক দিয়ে এই মডেলটি কিন্তু যথেষ্ট পরিমাণ নজর কারা । এছাড়াও এর বিল্ট ডেকোরেশন এবং সাউন্ড সিস্টেম খুবই ভালো রয়েছে । 10.3 মিলিমিটার থিকনেসের ল্যাপটপ আমরা মার্কেটে খুব কম দেখে থাকি । ল্যাপটপটির বডি বিল্ট ডেকোরেশন গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেক্টেড এবং সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম ফ্রেমে আবদ্ধ । যার কারণে এটিকে ব্যবহার করার সময় আমরা কমফোর্টেবল ফিল অনুভব করতে পারবো । তবে ল্যাপটপটির যে ওয়েট ডিসট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু অনেক বেশি 2.00কেজি । যেটা অনেকের কাছে একটু বেশি বলে মনে হতে পারে । আকারের দিক দিয়েও ল্যাপটপটি কিন্তু অনেকটা বড় । যেটা ব্যবহার করতে অনেকের অসুবিধা মনে হতে পারে । এছাড়াও ল্যাপটপটিতে উন্নত মানের নেটওয়ার্কের পাশাপাশি ফাইভ জি নেটওয়ার্ক রাখা হয়েছে । এর পাশাপাশি এখানে থাকছে 5.2 ভার্ষণের ব্লুটোথ , এনএফসি , ওয়াই-ফাই হটস্পট , ইউএসবি টাইপ সি পোর্ট 3.5 mm হেডফোন জ্যাক।

ডিসপ্লে সাইজ

15.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি টাইপের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে মডেলটিতে । যেখানে 120 Hz রিফ্রেশ রেট এর পাশাপাশি screen-to-body রেটিও রেট থাকছে 83.4 । ডিসপ্লেটিকে কি দিয়ে প্রটেক্টেড করা হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি । সেজন্য অবশ্যই সাজেস্ট থাকবে আলাদাভাবে একটি প্রটেক্টেড গ্লাস ব্যবহার করার । ডিসপ্লের টপ সেন্টারে অর্থাৎ মাঝামাঝি ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে । এছাড়াও ল্যাপটপটির টাকি স্ক্রিন ব্যবহার করা হয়নি যার ফলে ল্যাপটপটি আমরা ফিঙ্গার দিয়ে ব্যবহার করতে পারবো না । তবে কিবোর্ডের মাধ্যমে খুব ইজি ভাবে ব্যবহার করতে পারব। এমনিতে ডিসপ্লেতে ভালো পরিমাণে কালার পাওয়া যাবে বলে ধারণা করা যায় । ডিসপ্লে ফিচারে এইচডি রেজুলেশন (1920 x 1080) পিকচ্যেল। লাইটিং পজিশন এর কথা বলতে গেলে দিরেক্ট সানলাইটে কিছুটা ঝামেলা হলেও বাকি পজিশনে অনেকটা দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

ব্যাটারি এবং প্রসেসর ফিচার

যারা কিনা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ খুঝতেছেন তাদের জন্য আসুসের এই মডেলের ল্যাপটপটি নিয়ে এসেছে 37 ওয়ার্ডের ব্যাটারি পাওয়ার। এবং এই ল্যাপটপটিকে চার্জ দেওয়ার জন্য এডাপ্টারে asus কোম্পানি পাওয়ার দিয়েছে 45 ওয়ার্ড। এই ল্যাপটপের ব্যাটারি মূলত 2S1P, 2-cell Li-ion কোয়ালিটি যা আমরা দেখতে পেয়েছি। তবে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থেকে আমরা ভালো মানের পারফরম্যান্স আশা করতে পারি। এছাড়াও এই ল্যাপটপটির ওপারেটিং সিস্টেমকে রান করার জন্য ব্যবহার করা হয়েছে windows 11 version। যেটা কে আমরা উইন্ডোজের লেটেস্ট ভার্সন হিসেবে গণনা করতে পারি। এই ল্যাপটপের প্রসেসরের মূলত ইন্টেল কোয়ালিটি প্রফেসর ব্যবহার করেছে Msi কোম্পানি। যেটার মডেল হল corei5-1135G7। যার ফলে এটা খুব সহজে বলা যেতে পারে যে এই ল্যাপটপে প্রফেসরটি আমাদেরকে লং টাইম পারফরম্যান্স দিতে পারবে।

মূল্য বা প্রাইস 

এই ল্যাপটপের স্টোরেজে আমরা রেম হিসেবে পেয়ে যাব 8 জিবি রেম। আর রুম হিসেবে থাকছে 512 জিবি রোম। তবে এখানে আমরা এক্সট্রা করে কোনোটিকে পরিবর্তন করতে পারবো না। সেই অপশনটি এই ল্যাপটপের ভিতরে আমাদেরকে আসুস কম্পানি দেয়নি। তবে আমাদের যাদের এই স্টোরেজে হয়ে যাবে তাদের জন্য এই ল্যাপটপটির দুর্দান্ত পারফরম্যান্সের একটি ল্যাপটপ হতে চলেছে। এই ল্যাপটপটির প্রাইস বর্তমান বাংলাদেশ বাজারে নির্ধারণ করা হয়েছে 83,500 টাকা।54,999€খরচ করার মাধ্যমে আমরা ল্যাপটপটি আমরা ইন্ডিয়ার যেকোনো মার্কেট থেকে ব্যবহার করতে সক্ষম হবে। আমাদের মধ্যে যারা এই মডেলের ল্যাপটপটি বিশ্ব বাজার থেকে বা ডলারের মাধ্যমে ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে ব্যয় করতে হবে 1095$। তবে এই ল্যাপটপটি ক্রয় করার সময় আপনারা কিছুটা অফিসিয়াল ভাবে ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তবে এই ল্যাপটপের সাথে Msi কোম্পানি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে তাদের গ্রাহকদের সব সময়ের জন্য। তবে বন্ধুরা আপনারা কোন দেশ থেকে ব্যবহার করতে থাকছেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads