Oneplus 11r এই মডেলের নিউ মোবাইল ফোনটি। যেখানে oneplus কোম্পানিটি সকলকে অফার করছে 5G পর্যন্ত নেট সার্ভিসিং সিস্টেম। তার সাথে তো 2G,3G,4G তো থাকছেই। আরো দেখতে পেয়েছি আমরা এই মোবাইল ফোনটির ভিতরে GpRS । যা ওয়ানপ্লাস কোম্পানিটি একটি দুর্দান্ত পারফরমেন্সের প্রসেসর ব্যবহার করেছি । তবে কি ওয়ানপ্লাস কোম্পানিটি এ মোবাইল ফোনটিতে শুধু এই অফার করছে নাকি তার সাথে আরো কিছু অফার করছে তাদের গ্রাহকে দের জন্য । আপনারা সকলে যদি এ মোবাইল ফোন টির সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে চান তাহলে নিচের আর্টিকেলটি শুধু আপনার জন্যই থাকছে।
বডি কোয়ালিটি
বডির ডিজাইন বা বডি কোয়ালিটির কথা বলতে গেলে oneplus ব্র্যান্ডটির ডিভাইস গুলোর বডির কথা না বললেই নয় । যেখানে অন্যান্য কোম্পানিরা সেম বডি ডেকোরেশন দিয়ে যেকোনো ডিভাইসের প্রাইস টা আরো আকর্ষণীয় করে আগিয়ে নেয় । তবে ওয়ানপ্লাস কোম্পানিটি সেই সেইম বডি ডিজাইন এর ডিভাইসটি solve মূল্যে সকলের মাঝে এনে দেখায়। তবে নিউ রিলিজ হওয়া মোবাইল ফোনটি ক্ষেত্রেও ওয়ানপ্লাস কোম্পানিটি এরকম কিছুই করে দেখিয়েছে তা বলা যেতে পারে। যেখানে ডিভাইসটির ব্যাকসাইডে আমরা পেয়ে যাব অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং তাকে প্রটেক্ট করার জন্য ওয়ানপ্লাস কোম্পানি টি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে ব্যাক সাইডেও ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিকটূস। যেহেতু এই ডিভাইসটির বডিতে ওয়ানপ্লাস কোম্পানিটি এত কিছু ব্যবহার করেছে সেহেতু একটু বেশি বলে মনে হতে পারে 202 গ্রাম ওজন।USB টাইপ C পোর্ট চার্জিং সিস্টেম,3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোনের দেখাও আমরা পেয়েছি মোবাইল ফোনকে বডির নিচের সাইটে।
তবে বাম সাইডে দেখতে পেয়েছিস সিম কার্ড ট্রে সলট । যেখানে আমরা সকলে দুটি সিম ব্যবহার করতে পারব তবে অতিরিক্ত মেমোরি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ডান সাইডে আমরা দেখতে পেয়েছি ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। তবে পাওয়ার বাটন এর সাথে ওয়ান প্লাস কোম্পানিটি অ্যাড করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটাকে আমরা ফার্স্টলি কাজ করতে দেখেছি। তবে এই মোবাইল ফোনটি বডি ক্যাটাগরি বলতে গেলে প্রিমিয়াম লেভেলের বডি ব্যবহার করেছে ওয়ানপ্লাস কোম্পানিটি তাদের এই মডেলটির ভিতরে।
ব্যাটারি এবং ক্যামেরা
এই মোবাইল ফোনটির ডিসপ্লের বিপরীত সাইডে ওয়ান প্লাস কোম্পানিটি 3 টি ক্যামেরা সেট করেছে। যেটাকে আমরা গোল এবং কিছুটা ন্যারো টাইপের দেখতে পেয়েছি। তবে সেখানে একটি ব্যাক কভার ইউজ করলে হয়তো সেটা আমরা সুন্দর একটি ফিনিশিং এ পেয়ে যাব। এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরায় হিসেবে আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট সেনসর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। তাছাড়া সামনের ক্যামেরায় বা সেলফি তোলার জন্য আমাদের ওয়ানপ্লাস কোম্পানিটি এই মডেল এ অফার করছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। যাতে আমরা বলতে পারি খুব সহজেই এই মোবাইল ফোনটির ক্যামেরা নিয়ে আমাদের কোন চিন্তা করার দরকার হবে না।5,000 MAH পাওয়ারের ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করেছে এই মোবাইল ফোনটিতে ওয়ানপ্লাস কোম্পানিটি। এই ব্যাটারিটির মূলত non removable lipo কোয়ালিটির । তাছাড়া এইখানে ওয়ান প্লাস কোম্পানি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে ব্যাটারিকে ফাস্ট চার্জ দেওয়ার জন্য সকলের মাঝে নিয়ে এলো 100W এর ফাস্ট চার্জিং সিস্টেম ক্যাবল। যেটা দিয়ে আমরা বলতে পারি মোবাইল ফোনটি চার্জে দিয়ে আপনি চোখ বুজে এক থেকে ৫০ পর্যন্ত গুনলে দেখতে পাবে মোবাইল ফোনটি এই ফাঁকে ফুল চার্জ হয়ে গেছে। যা আমরা একে সারপ্রাইজ হিসেবে পেয়ে যাব।
ডিসপ্লে এবং প্রসেসর টাইপ
তবে আমাদের মাঝে অনেকেরই প্রশ্ন থাকতে পারে ওয়ানপ্লাস কোম্পানিটি কি শুধু তাদের এই নিউ ডিভাইসটির ভিতরে ক্যামেরা, ব্যাটারি, বডির পারফরম্যান্স ভালো দিচ্ছে। তাদের জন্য বলব এইটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে থাকছে Fluid AMOLED টাইপের ডিসপ্লে। যেটা আমরা 6.74 ইঞ্চি সাইজ ডিসপ্লে ব্যবহার করতে দেখেছে। এই মোবাইল ফোনটি রিফ্রেশ একসঙ্গে আমরা পেয়ে যাব 120 Hz রিফ্রেশ রেট। যার মাধ্যমে আমরা এই মোবাইল ফোনটি দিয়ে যেকোনো ভিডিও দেখার সময় কোন কালারের অভাব দেখতে পাবো না । 1450 nits ব্রাইটনেস ব্যবহার করেছে এই মোবাইল ফোনটি ডিসপ্লে তে ওয়ানপ্লাস কোম্পানিটি। এটা বলা যায় যে এই মোবাইল ফোনটি আমরা ইনডোর কিংবা আউটডোর এবং রোদের সামনে গিয়েও ব্যবহার করতে পারব খুব সুন্দরভাবে সেখানে ব্রাইটনেসের কোন ঘাঁরটি দেখতে পাবো না আমরা। তাছাড়া ডিসপ্লেতে আরো পেয়ে যাব আমরা 1240 x 2772 পিক্সেল রেজুলেশন। যেটাকে আমরা সকলেই হাই কোয়ালিটির ও ফুল এইচডি রেজুলেশন বলতে পারি।
তাছাড়া এই মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেমকে রান করার জন্য Android 13 ভার্সন ব্যবহার করেছে ওয়ানপ্লাস কোম্পানিটি তবে, একটি আপডেটের মাধ্যমে আমরা OxygenOS 13 ভাষণ করে নিতে পারব।
Oneplus 11r কারেন্ট বাজার
এই মোবাইল ফোনটি আমরা দুটি স্টোরেজের ভাগে পেয়ে যাব যেখানে থাকতে 8 GB Ram / 128 GB Rom এবং অন্যটি হলো 16 GB Ram / 256 GB Rom । এই মোবাইল ফোনটি সাধারণত যারা ক্যামেরা, ডিসপ্ল, বডি ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ এবং আরো ইত্যাদি বিষয়গুলো ভালো মানের পেতে চান বা ব্যবহার করতে চান তাদের জন্যই ওয়ানপ্লাস এই কারেন্ট ডিভাইসটি নিয়ে হাজির হয়েছে আমাদের সকলের মাঝে।8 GB Ram / 128 GB Rom এই মডেলটি প্রাইস বর্তমান বাংলাদেশ বাজারে নির্ধারণ করা হয়েছে
55,000 টাকায়। এবং অন্যদিকে 60,000 টাকা ব্যয় করলে আমরা 16 GB Ram / 256 GB Rom এই স্টোরেজের মডেলটি পেয়ে যাব। 44,999 €ব্যয় করলে আমরা 16 GB Ram / 256 GB Rom এই স্টোরেজদের মডেলটি ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রয় করতে সক্ষম হব এবং অন্যদিকে 8 GB Ram / 128 GB Rom স্টোরেজের মডেল কি প্রাইস বর্তমান ইন্ডিয়ান যেকোনো বাজারে নির্ধারণ করা হয়েছে 39,999€। ওয়ানপ্লাস কোম্পানিটি তাদের এই নিউ মডেলের স্মার্টফোনটির ফিচারগুলো অনুযায় প্রাইজটা এরকম বলা যেতে পারে যে দামে কম মানে ভালো । তবে আপনাদের কাছে কিরকম লেগেছে এবং কোন মডেলটি নিতে ইচ্ছুক তা আমাদেরকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম ।
একটি মন্তব্য পোস্ট করুন