Ads

 বর্তমান বিশ্ববাজারে oneplus কোম্পানিটির জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছে যে প্রায় অনেকেই সিদ্ধান্ত করে বসেছে যে তাদের কোম্পানির নিউ স্মার্টফোনটি ব্যবহার করার জন্য। বর্তমানে গ্রাহকদের নজর পরে প্রায় যেকোনো ডিভাইসের বডি লুকিং এর দিকে । আর এই দিকটি সম্পূর্ণ করে oneplus কোম্পানিটি জনপ্রিয়তা আরো বেশি হাতিয়ে নিয়েছে বললেই চলে। Oneplus ব্র্যান্ডটির অন্যতম একটি সিরিজ হল T । আর যার হাত ধরে নিয়ে এলো ওয়ানপ্লাস কোম্পানিটি oneplus 10 T মডেলের স্মার্টফোনটি। নিউ মডেলটিতে ওয়ান প্লাস কোম্পানিতে তাদের গ্রাহকদের 5 G নেটওয়ার্কিং সিস্টেম দিচ্ছে। যা আমরা এই মিডিয়াম বাজেটের ক্যাটাগরির স্মার্টফোনগুলোর ভিতরে খুব কমই লক্ষ্য করতে পেরেছি। তাছাড়া আমাদেরকে ওয়ান প্লাস  কোম্পানিটি তাদের নিউ মোবাইল ফোনটির কালারে দুটি কালার অফার করেছে। যেখানে আমরা একাধিক কালার বেছে নিতে সক্ষম হবো। তবে এবার দেখে নেওয়া যাক যে ওয়ানপ্লাস কোম্পানিটি তাদের এই নিউ স্মার্টফোনটির ভিতরে কি শুধু এই 5 G  এবং দুটি কালারি অফার করছে নাকি তার সাথে হাই কিছু অফার করছে তাদের গ্রাহকের জন্য। যদি আপনি স্মার্ট ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি থাকছে আপনার জন্য ।

Oneplus 10t price in  india  | oneplus 10t  specifications and full reviews


Oneplus 10 T বডি ডিজাইন 


মোবাইল ফোনের বডি বিল্ডিং অ্যালুমিনিয়ামের বদলে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে । যার কারণে হয়তো ডিভাইসের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্টের ছাপ বসে যেতে পারে তবে এখানে ব্যাক কভার ইউসের সাজেশন থাকছে। তবে ওয়ান প্লাস কোম্পানি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে স্মার্ট ফোনটির ব্যাকসাইডেও ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5। যেটা মূলত এই স্মার্টফোনটি পড়ে ভেঙ্গে যাওয়া থেকে প্রটেকশন করার জন্য ব্যবহার করেছে। যার ফলে স্মার্টফোনটি 204 গ্রাম ওজন একটু বেশি বলে মনে হতে পারে । তাছাড়া এই স্মার্টফোনটির উচ্চতা হল 8.8 মিলিমিটার। যাকে মিডিয়াম সাইজের একটি বডি সাইজ বলতে পারি আমরা খুব সহজেই। সবুজ, নীল দুইটি চমৎকার কালারে আমরা পেয়ে যাব স্মার্টফোনটি। ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট,3.5mm হেডফোন জেক আমরা দেখতে পেয়েছি স্মার্টফোনটি বডির নিচের সাইটে। তাছাড়া বডির বাম পাশে সিম কার্ড  ট্রে স্লট থাকছে। যেখানে আমরা দুটি সিম ব্যবহার করতে পারব খুব সহজভাবে। তাছাড়া মোবাইলে ফোন টির ডান সাইডে আমরা দেখতে পেয়েছি ভলিউম আপ ডাউন বাটন এবং তার কিছুটা নিচে পাওয়ার বাটন। যার সঙ্গে অ্যাড করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটাকে আমরা অনেক দ্রুত পরিমাণে কাজ করতে দেখেছি।

ডিসপ্লে এবং ব্যাটারি 


6.7 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করেছে ওয়ান প্লাস তাদের এই নিউ স্মার্টফোনটির ভিতরে। এই মোবাইল ফোনটির ভিতরে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা মূলত AMOLED টাইপের ডিসপ্লে। যেটা কি আমরা ভালো মানের ডিসপ্লে টাইপ বলতে পারি। এই ছাড়া স্মার্ট ফোনটির ডিসপ্লেতে আমরা পেয়ে যাব 120 Hz রিফ্রেশ রেট। যার ফলে স্মার্টফোন টি দিয়ে যেকোনো ভিডিও দেখার সময় কালারের কোন ঘাটতি দেখতে পাবো না আমরা। তাছাড়াও ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছো ওয়ান প্লাস তাদের নিউ স্মার্ট ফোন টিতে যেখানে থাকছে 1800×2412 পিক্সেল। যা একটি অসাধারণ বিষয় বলে গণনা করা যায়। 394 ppi ডেনসিটি ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটি ডিসপ্লে। তবে এই স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি তে ব্যবহার করা হয়েছে 4800 MAH পাওয়ারের ব্যাটারি। যে এই ব্যাটারিটিকে চার্চ দেওয়ার জন্য মোবাইলটির সঙ্গে আমাদেরকে ওয়ানপ্লাস কোম্পানিটি ফ্রিতে কেবল দিচ্ছে সকলকে। যার পাওয়ার হচ্ছে 150 ওয়ার্ড। যার মাধ্যমে এটা বলা যায় যে আপনি স্মার্টফোনটি চার্জ দিয়ে চোখ বুজে আপনার নিজের নাম ৫ থেকে ১০ বার বলার সঙ্গে সঙ্গে  মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে গেছে তা দেখতে পাবে। যা ওয়ানপ্লাস তাদের প্রিয় গ্রাহকদের কথা মাথায় রেখে এই ব্যাটারি ব্যাকআপ আমাদের সকলকে অফার করছে।

ক্যামেরা এবং প্রসেসর পারফরম্যান্স 


মোবাইল ফোনটি ব্যাকসাইডে ওয়ানপ্লাস কোম্পানিটি তিনটি ক্যামেরা সেট করেছে।ওয়ানপ্লাস কোম্পানিটি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে স্মার্টফোনটির ক্যামেরায় ব্যবহার করেছে মেইন ক্যামেরা হিসেবে   50 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের আলফা হোয়াইট সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। এবং ডিসপ্লের উপরে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে।  যেটি কিনা আমাদের সেলফি তুলার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে । এটা খুব সহজেই বলা যায় যে এই মোবাইল ফোনে তোলা ছবি মোটামুটি মানে ডিএসএলআর কে হার মানাতে সক্ষম হবে। তাছাড়া স্মার্টফোনটি কে অপারেটিং সিস্টেমে রান করার জন্য ব্যবহার করেছে Android 12 ভার্সন । তবে এইখানে আরে ও একটি  সুবিধা জনক বিষয় হলো একটি আপডেটের মাধ্যমে আমরা স্মার্টফোনটিকে অপারেটিং সিস্টেম Android 13 ভার্সন পর্যন্ত নিতে সক্ষম হব। তাছাড়া জিপিইউতে আমরা আরও পেয়ে যাব Adreno 730 পর্যন্ত সাপোর্টে।

Oneplus 10 T মূল্য


তবে এখানে একটি বিষয় হলো এই স্মার্টফোনটি আমরা শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবেই পেয়ে যাব। যেখানে থাকছে 16 GB Ram / 256 GB Rom। তবে এখানে একটি সুবিধা জনক বিষয় আমরা সকলে মিস করব সেটি হল এক্সট্রা ভাবে এই মোবাইল ফোনটিতে কোন মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তবে আমাদের যাদের  16 GB Ram / 256 GB Rom যথেষ্ট তারা এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন।84,990 টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমান বাংলাদেশের যেকোনো বাজারে। তবে এই স্মার্টফোনটির প্রাইসটা অফিসিয়াল ভাবেই নির্ধারণ করা হয়েছে। তাই প্রাইস টা আপডাউন করা প্রায় অসম্ভব হতে পারে । 39,999 €ব্যয় করলে আমরা ইন্ডিয়ান যেকোনো মার্কেট থেকে কিনতে সক্ষম হব স্মার্টফোনটি । 626.09$নির্ধারণ করা হয়েছে গ্লোবাল বা বিশ্ব বাজারে। আমার কাছে স্মার্টফোনটি ফিচারটা বেশ পারফেক্টলি লেগেছে তার পাশাপাশি প্রাইজটাও ঠিকই রয়েছে। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে এবং আপনারা কোন দেশ থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে চাচ্ছেন তা আমাদেরকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads