Ads

রিয়েলমি কোম্পানিটি তাদের কাস্টমারদের জন্য মার্কেটে নতুন করে এড করছে তাদের সুপ্রিয় সিরিজ । তাদের সিরিজগুলো খুব দ্রুত মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে । জনপ্রিয়তার দিক থেকে এই কোম্পানিটির অবস্থান অন্যান্য কোম্পানি থেকে পিছিয়ে নেই এমনটা আমরা প্রায় সকলেই দেখছি । রিয়েলমির হাত ধরে মার্কেটে চলে আসলো Realme 10 pro plus মডেল । কোম্পানিটির সংস্থার দেওয়া তথ্যে দেখা গেছে পারফরমেন্সের দিক দিয়ে মোবাইলটি অনেকটাই ভালো সার্ভিস দিতে পারবে  । বিশেষ করে আমরা যারা গেম খেলার জন্য এই মোবাইলটিকে টার্গেট করবো নিশ্চিন্তে এই মোবাইলটি তাদের জন্য মার্কেটের সেরা ফোন হতে পারে । মোবাইলটির বডি বিল্ড এবং ডিজাইন আমার কাছে পার্সোনাল ভাবে অনেকটা ভালো লেগেছে । এই মোবাইলটিকে কয়েকটি ভেরিয়েন্টে মার্কেটে রিলিজ করা হয়েছে ‌‌। এখান থেকে আপনি আপনার পছন্দমত মডেলটিকে বেছে নিতে পারবেন । ফুল স্পেসিফিকেশন এর পাশাপাশি সুবিধা ও অসুবিধার দিকগুলো নিচের রিভিউতে তুলে ধরা হলো ।


Realme 10 pro plus সম্পূর্ণ বাংলা রিভিউ | realme 10 pro plus price in india


Realme 10 pro plus বডি ডিজাইন 

আকর্ষণীয় মানের বডি ডিজাইন এর সাথে ডিসপ্লেতে দেওয়া হয়েছে দারুণ ফিনিশিং । ডিসপ্লে ডিজাইন  মনোরঞ্জন  হওয়ার কারণে প্রথম নজরে যে কারো নজর কেড়ে নিতে পারে মোবাইল ফোনটি। মোবাইলটি আকারে 6.41 ইঞ্চি দৈর্ঘ্য , 2.98 ইঞ্চি প্রস্থ এবং 0.35 ইঞ্চি প্রশস্ত । মোবাইলটি ওজনে প্রায় 173 গ্রাম রয়েছে । ওজনে ততটা বেশি না হওয়ার কারণে হাতে অথবা পকেটে খুব সহজে ব্যবহারযোগ্য হবে মোবাইল ফোনটি। বডি ম্যাটারিয়ালে রয়েছে গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক । কালো , সবুজ এবং নীল কালার সহ ‌ আরো ভিন্ন কালারে মার্কেটে পাওয়া যাবে । এই মোবাইল ফোনের উপরে সাইটে দেখতে পাবেন আপনারা হেডফোন। ডান পাশে বরাবরের মতো ভলিউম বাড়ানো কমানো বাটন, google আইকন বাটন। আর মোবাইল ফোনটি নিচে সাইটে দেখতে পাবেন ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট,3.5mm হেডফোন জেক। এবং বাম সাইডে সিম কার্ড ট্রে স্লট থাকছে যেখানে আপনারা দেখতে পাবেন ব্যবহার করার অপশন। এই মোবাইল ফোনের বডি ডিজাইন হাই ক্যাটাগরির হওয়ায় ফোনটি যে কারো পছন্দ হয়ে যেতে পারে প্রথম দেখায়।

Realme 10 pro plus ডিসপ্লে ও প্রসেসর 

Realme 10 pro plus নতুন মডেলের ভিতরে realmi কোম্পানি এমনের টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে যেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড। যেটা দৈর্ঘ্য হল 6.7 ইঞ্চি। এছাড়াও ফোনটির ভিতরে আপনারা ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন 800 নিটস ব্রাইটনেস যেখানে আপনারা আপনাদের পরিমাণ মত ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে সক্ষম হবেন। এছাড়াও ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছে মোবাইল ফোনটির ভেতরে রিয়েল মি কোম্পানি যেখানে আমরা দেখতে পেয়েছি 1080 x 2412 পিক্সেল।120Hz রিফ্রেস রিটে রেখেছে realme কোম্পানি যাতে তাদের গ্রাহকদের মোবাইল ফোনের ডিসপ্লে তে কোন কালারের অভাব না পড়ে। 394 পি পি আই ডেন্সিটি দেখা পেয়ে যাবেন আপনারা  মোবাইল ফোনটির ডিসপ্লের ভিতরে। এই মোবাইল ফোনে ডিসপ্লে ফিনিশিং এতটাই সুন্দর হয়েছে যে মোবাইল ফোনের বডি র সাথে ডিসপ্লের কোন ফাঁক থাকবে না সম্পূর্ণ মিস এমনটা দেখতে পাবেন। অ্যান্ড্রয়েড 13 ভার্সন ব্যবহার করেছে realme কোম্পানি এই মডেলের ফোনটিকে অপারেটিং সিস্টেমকে রান করার জন্য।Mediatek MT6877V quality চিপসের ব্যবহার করা হয়েছে ফোনটির প্রসেসরের ভিতরে। এটা থেকে আমরা অস্থির লেভেলের পারফরম্যান্স পেতে পারবো এটা আশা করা যায়।

ব্যাটারি ও ক্যামেরা ফিচার 

বরাবরের মতোই realme কোম্পানি এই মোবাইল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি তে 5,000MAH পাওয়ার ব্যবহার করেছে যেটার non removable lipo ধরনের ব্যাটারি। এছাড়াও ব্যাটারি ফাস্ট চার্জিং এর জন্য কেবলের পাওয়ার ব্যবহার করেছে realme কোম্পানি 67w। যেটা ব্যবহার করার ফলে মোবাইল ফোনটি সম্পূর্ণ বা পরিপূর্ণ চার্জ হতে ৩০ মিনিট সময় নেবে প্রায়। তো বুঝতেই পারতাছেন বন্ধুরা এই জায়গায় ব্যাটারির সম্পর্কে আমাদের কোন দুশ্চিন্তা করা প্রয়োজন হবে না বলে আশা করা যায়। এছাড়াও মোবাইল ফোনটি দিয়ে আমরা এক থেকে দেড় দিন সুন্দর মতো ব্যবহার করতে পারব। এই মোবাইল ফোনের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেট করেছে রিয়েল মি কোম্পানি। পুরোপুরি ত্রিভুজ আকারে ফ্রেম প্রতিটা এক্সট্রা করে এক একটা ফ্রেমে বন্দী। যেখানে আপনারা মেইন ক্যামেরার হিসেবে দেখতে পাবেন 108 মেগাপিক্সেলের সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের মেক্রো ক্যামেরা সেন্সর, আর সেলফি ক্যামেরা জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এই মোবাইলে তোলা ছবিগুলো আমাদেরকে খুব সুন্দর ও ভালো মানের পারফরম্যান্স দিতে পারবে এমনটাই বুঝা যাচ্ছে ক্যামেরা সেন্সর গুলো দেখে।

Realme 10 pro plus বর্তমান মূল্য 

এই মোবাইল ফোনটি আমরা সর্বোচ্চ একটি স্টোরেজ হিসেবে বর্তমান মার্কেটপ্লেইজে দেখতে পেয়েছি যেখানে আপনারা দেখতে পাবেন 12 GB Ram/
256 GB Rom।36,000 টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমান বাংলাদেশের যে কোন বাজারে। ইন্ডিয়া থেকে ক্রয় করতে হলে আমাদেরকে ব্যয় করতে হবে 24,999€। আর আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা এই মোবাইল ফোনটি ডলারের মাধ্যমে বা গ্লোবাল বাজার করতে চাচ্ছেন তাদেরকে খরচ করতে হবে মোবাইল ফোনের পেছনে 156.99$। তবে এই মোবাইল ফোনটি যদি  আপনারা বাংলাদেশ থেকে ক্রয় করেন তাহলে অবশ্যই যে কোন শোরুম থেকে ক্রয় করার মাধ্যমে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং তার সাথে কিছুদিনের গ্যারান্টি ওয়ারেন্টিও পেয়ে যাবেন তবে নির্দিষ্ট করে কোন সময় দেয়নি realme কোম্পানি। তবে এটা আপনারা শুরুম থেকে কিনার মাধ্যমে এই সুযোগটা পাবেন। তো অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা আপনারা কোন দেশ থেকে এ মোবাইল ফোনটি ক্রয় করতে চাচ্ছেন এবং রিভিউটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads