Ads

বর্তমান বিশ্ববাজারে Realme কোম্পানি যে রকম জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ততই তাদের C সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। আর সেই C সিরিজের হাতে হাত দিয়ে এবার বিশ্ববাজারে নিয়ে এলো Realme C 55 মডেলের স্মার্টফোন। এই মোবাইল ফোনটি কে আপনারা আকর্ষণীয় চমৎকার বেশ কিছু কালারের দেখতে পাবেন বর্তমান মার্কেট গুলোর ভিতরে। এই মোবাইল ফোনটির বিশেষ দিনগুলোর মধ্যে  অন্যতম একটি দিক হলো এই ডিভাইসটির ভিতরে ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করেছে realme কোম্পানি যেটা কিনা আমরা 
iPhone 14 এর ভিতরেও দেখতে পেয়েছি। তবে বুঝতেই পারতাছেন যে iPhone 14 এর বিশেষ কিছু দিক realme কোম্পানি তাদের নতুন স্মার্টফোনটির ভেতরে ব্যবহার করেছে। এই নতুন স্মার্টফোনটির কানেক্টিভিটিতে realme কোম্পানি GPS ব্যবহার করেছে এমনটা জানা গেছে তাদের   সংস্থা থেকে। এছাড়াও realme কোম্পানি তাদের জনপ্রিয় গ্রাহকদের নেটওয়ার্ক ভাল পরিমানে সার্ভিস পাওয়ার জন্য এই এই নতুন মোবাইল ফোনটিতে ব্যবহার করেছে GSM / HSPA / LTE কোয়ালিটির নেটওয়ার্ক সিস্টেম। তবে এবার চলুন দেখে নেয়া যাক রিয়েল মি কোম্পানি এই নতুন মোবাইল ফোনের ভিতরে আর কি কি ফিচারগুলো দিয়েছে এবং কিরকম দিয়েছে তা জানতে হলে অবশ্যই চোখ রাখুন পুরো রিভিউ জুড়ে।
Realme c 55 price in global | realme c 55 full Bangla review and specifications




ডিসপ্লে এবং প্রসেসর টাইপ


তবে যারা কিনা একটি বড়সড় সাইজের ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য রিয়েলমি কোম্পানির এই নতুন স্মার্টফোনটি একটি ধামাকাডার স্মার্ট ফোন হতে চলেছে। যেখানে আপনারা দেখতে পাবেন 6.72 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে এবং সেটা মূলত IPS LCD কোয়ালিটি ডিসপ্ল। এছাড়াও realme কোম্পানি এই স্মার্টফোনটির ভিতরে ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছে যেখানে আপনারা দেখতে পাবেন যে। 1080×2400 পিক্সেল। যার মাধ্যমে আমরা এটা সহজে বলতে পারি যে মোবাইল ফোনটি ব্যবহার করার সময় আমরা রেজুলেশনের কোন অপরিপূর্ণতা ফিল করব না।392 ppi ডেনসিটি দেখা পাবেন এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। এছাড়াও ডিসপ্লেতে আমরা আরো দেখতে পাবো Multitouch। যার মাধ্যমে ডিসপ্লের কাজগুলো আমরা খুব ইজি ভাবে করতে পারব। realme কোম্পানি এই মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমে এখানে সেট করেছে অ্যান্ড্রয়েড এবং তার ভার্শন হল 13। এই প্রফেসরের ভিতরে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করেছে যেটা মূলত হেলিউ কোয়ালিটি। যার মাধ্যমে এই মোবাইল ফোনের ডিসপ্লে এবং প্রসেসর নিয়ে কোন টেনশন করার প্রয়োজন হবে না বলে দাবি  এই কোম্পানির প্রতিপক্ষের।

বডি ডিজাইন 


এই মোবাইল ফোন বড় ডিজাইন এর কথা না বললেই নয় যেখানে আমরা দেখতে পেয়েছি অ্যালুমিনিয়ামের ফ্রেম। স্মার্টফোনে ইউজ করা অ্যালুমিনিয়াম হাই কোয়ালিটির হয় যে কেউ মোবাইল ফোনটি হাতে নিয়ে প্রিমিয়াম লেভেলের ফোনের অনুভব হতে পারবে। এই মোবাইল ফোনটির ব্যাকসাইড এর রং আনকমন কালার ব্যবহার করেছে realme কোম্পানি যেখানে আমরা দেখতে পেয়েছি বৃষ্টির রাতের মতো, রেইনফরেস্ট। এই মোবাইল ফোনটি আমরা হাতে ব্যবহার করার ফলে 189.5 গ্রাম ওজন ফিল মনে হবে। এছাড়া মোবাইল ফোনের বডি ভিতর আমরা Dimensions  165.6 x 75.9 x 7.9 mm দেখতে পাবো। যার ফলে মোবাইল ফোনের ব্যাকসাইটি প্রোটেকশন রাখা যাবে।USB টাইপ C পোর্ট চার্জিং সিস্টেম, 3.5mm হেডফোন জেক, অডিও জ্যাক এবং একটি স্পিকার গ্রিলের দেখা পাব মোবাইল ফোনটির বডির নিচের অংশে। আর মোবাইল ফোনটির বাম সাইডে একটা সিম কার্ডের ট্রে স্লট থাকছে। যেখানে আপনারা একটি সিম ব্যবহার করতে পারবেন অন্য কোন কিছু ব্যবহার করার অপশন থাকছেনা। আর বরাবরের মতোই ডান পাশে পেয়ে যাব ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন। তবে এখানে সুবিধা জনক বিষয় হলো পাওয়ার বাটন এর সাথে এড করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাকে আমরা অত্যন্ত ফাস্টলি কাজ করতে দেখেছি।

ব্যাটারি এবং ক্যামেরা ফিচার


এই মোবাইল ফোনের ভেতরে রিয়েল মি কোম্পানি non removable lipo কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করেছে। যেখানে ব্যাটারির ক্যাপাসিটির পাওয়ার ব্যবহার করেছে 5,000 MAH। আরো এই মোবাইল ফোনের ব্যাটারিকে সতেজ রাখতে realme কোম্পানি এই মোবাইল ফোনের সাথে সকলকে একটি চার্জার, কেবল ফ্রিতে দিচ্ছে যেটার পাওয়ার হচ্ছে ,33 w। যার মাধ্যমে এই মোবাইল ফোনটি পরিপূর্ণ চার্জ হতে সময় নেবে 55 মিনিট সময়ের কিছুটা বেশি পর্যন্ত। এবং তা থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো একদিনে থেকে বেশি সময় পর্যন্ত। এই মোবাইল ফোনের ব্যাকসাইটে দুইটি ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে দুইটি এক্সট্রা করে দুইটি গোল্ড ফ্রেমে বন্দি এমনটা আপনারা দেখতে পাবেন। যেখানে থাকছে 64, মেগাপিক্সেলের ক্যামেরা যেটা মূলত প্রাইমারি মেইন ক্যামেরার সেন্স,,2 মেগাপিক্সেলের (depth) ক্যামেরা সেনসর। আর সামনে দিকে ডিসপ্লের উপরে একটি গোল আইকন এর মত ক্যামেরা দেখা পেয়ে যাব যেখানে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেটা মূলত সেলফি তোলার সুবিধার জন্য ব্যবহার করেছে realme কোম্পানি। আর এই মোবাইল ফোনের ছবিগুলো আমাদেরকে ভালো পরিমাণের পারফরম্যান্স দিতে পারবে এমনটা আশা করা যায়।

Realme C 55 বর্তমান কারেন্ট প্রাইস


8 GB Ram / 256GB Rom শুধু এই একই স্টোরেজ ভেরিয়েন্টে আপনারা দেখতে পাবেন এই স্মার্টফোনটি।18,000 টাকা ব্যয় করলে আমরা বর্তমান বাংলাদেশের যেকোনো বাজার থেকে ক্রয় করতে পারব স্মার্টফোনটি। আর ইন্ডিয়ার বর্তমান যে কোন মার্কেটে স্মার্টফোনটি প্রাইস নির্ধারণ করে রাখা হয়েছে 13,990€। 150$ব্যয় করার মাধ্যমে আমরা মোবাইল ফোনটি বিশ্ব বাজার থেকে ভাগ্যবান মার্কেট থেকে ব্যবহার করতে পারব। তবে ফিচারগুলো অনুযায়ী মোবাইল ফোনটির দাম বা মূল্য বেশ কমই রয়েছে‌। এই মোবাইল ফোনটি  ক্রয় করার সময় ফোনের সাথে আমাদেরকে realme কোম্পানি একই চার্জার অ্যাডপ্টার এবং চার্জার কেবল, একটি ইয়ারফোন সম্পূর্ণ ফ্রিতে দিবে realme কোম্পানি তাদের প্রতিটা গ্রাহকদের। তবে বন্ধুরা আপনাদের মোবাইল ফোনটির ফিচার অনুযায়ী প্রাইস টা কিরকম লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads