Ads

5 জি নেটওয়ার্ক এর স্মার্টফোন গুলোর বর্তমান সময়ে মার্কেটপ্লেস এর পাশাপাশি গ্রাহকদের কাছেও ব্যাপক জনপ্রিয় । আর সে কথা মাথায় রেখে Realme  কোম্পানি তাদের গ্রাহকের জন্য নতুন একটি ফাইভ-জি নেটওয়ার্ক সম্পন্ন স্মার্টফোন বিশ্ব  মার্কেটে রিলিজ করল । আর সেই স্মার্টফোনটির নাম হল Realme GT NEO 3 T। এর আগেও Realme কোম্পানীটি তাদের   GT প্রিভিয়াস ভার্সনের মাধ্যমে মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে পেরেছিল । আর সেজন্যই তারা তাদের গ্রাহকদেরকে GT  সিরিজের হাত ধরে আরো একটি মডেল অফার করল । বর্তমান মার্কেট প্লেসে Realme কোম্পানি খুবই জনপ্রিয় একটি কোম্পানি হয়ে উঠেছে । সাধারণ মানুষের চাহিদা থাকার কারণে তাদেরকে কিন্তু নিত্য নতুন স্মার্টফোন মার্কেটে রিলিজ করতে হয় । Realme GT NEO 3 T মডেলটির মাধ্যমে স্মার্টফোনটি মার্কেটে কি পরিমান জায়গা দখল করতে পারবে সেটাই এখন দেখার পালা । এখন আমরা চলে যাব স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে।


রিয়েলমি জিটি এনইও ৩ টি মোবাইল ফোন রিভিউ | Realmi gt neo 3t price in India



ক্যামেরা এবং নেটওয়ার্ক পারফরমেন্স

 Realme GT NEO 3 T মডেলের স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ফাংশনে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে । প্রাইমারি ফাংশনের যে বিষয়টির জন্য শাওমিকে অবশ্যই একটি ধন্যবাদ জানাতে হয় আর সেটি হল প্রাইমারি ক্যামেরা ফাংশনে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ফাংশন দেওয়া হয়েছে । প্রাইমারি ক্যামেরার ডিজাইনের ডুয়েল সেন্সর সেটআপ আমার কাছে বেশ ভালো লেগেছে । এছাড়াও সেলফি তোলার জন্য থাকছে ফ্রন্ট ক্যামেরায় 8 মেগা পিক্সেলের একটি মানসম্মত সেলফি ক্যামেরা । প্রাইমারি এবং সেলফি ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাব ডিজিটাল জোম , এইচডি আর , পানোরামা সহ আরো অনেক । 1080 পিক্সেলে যে কোন ভিডিও ধারণ করার ক্ষমতা থাকছে ক্যামেরা গুলোর । উপরের আলোচনায় আমরা জানতে পেরেছি স্মার্টফোনটির মাধ্যমে সর্বোচ্চ ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে । এছাড়াও ফোরজি এবং থ্রিজি নেটওয়ার্ক অপশনে বিভিন্ন ভার্সন রয়েছে । তারবিহীন যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসেই ।

ডিসপ্লে সাইজ এবং প্রটেকশন ফিচার 

আইপিএস এলসিডি টাইপের ডিসপ্লেগুলো সচরাচর Realme কোম্পানিটি কিছুটা বেশি ব্যবহার করে থাকে । এই মডেলটির ক্ষেত্রেও আমরা আইপিএস এলসিডি দেখতে পাব । ডিসপ্লেটিতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড । 6.6 ইঞ্চি সাইজের ফুল এইচডি রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে । যে বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগবে বলেই আমার ধারণা । ডিসপ্লেতে থাকছে 399 পিপিআই পিক্সেল ডেনসিটি । এছাড়াও ডিসপ্লেটিকে কর্ণিং গরিলা গ্লাস থ্রি এর মাধ্যমে প্রটেকশন করে রাখা হয়েছে । নীল , হলুদ কালারসহ আরো বেশ কিছু কালার রয়েছে যেগুলোকে ডিসপ্লেটি ব্রাইট করে ধরতে পারে । এমনিতেও ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণ নজর কারা । ডিসপ্লের যে সাইজ দেওয়া হয়েছে সেটা মূলত একটি সুইটেবল সাইজ যা সবার কাছে ভালো লাগবে বলে ধারণা করা যায় । ফিজিক্যাল স্ক্যানার হিসেবে স্মার্টফোনটির সাইড মাউন্টেডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেট করা হয়েছে । শুধুমাত্র স্ক্যানার হিসেবে নয় ব্যবহার ক্ষেত্রেও এটাকে খুব ভালোভাবে ইউজ করা যাবে । 

বডি ডিজাইন এবং অপারেটিং সিস্টেম 

স্মার্টফোনটির চারদিকে অ্যালুমিনিয়ামের  আবরণ দিয়ে তৈরি । বডির ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে । আর ভালো খবর হচ্ছে এখানে পাওয়ার বাটন হিসেবে যেটা থাকছে সেটাকেই আপনারা ফিজিক্যাল স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন । বডির নিচের দিকে টাইপ সি ক্যাবল এবং স্পিকার দেওয়া হয়েছে । বাম পাশে থাকছে মেমোরি কার্ড ব্যবহারের জন্য মেমোরি কার্ড স্লট । স্মার্টফোনটির ওজন 195 গ্রাম হওয়ার কারণে এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবে যে কেউ । অপারেটিং সিস্টেমে স্মার্টফোনটিতে ব্যবহার করেছে গুগলের অ্যান্ড্রয়েড 12। গুগলের miui12.5 ভার্সন ব্যবহার করা হয়েছে । প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি , যেটা 6 ন্যানোমিটারে তৈরি হলেও , পুরনো একটি প্রসেসর । যেটা একটি অক্টা-কোর প্রসেসর । সিপিইউতে থাকছে G-57 MC2 । প্রসেসরের সব কিছু ঠিকঠাক থাকলেও এখানে যদি মিডিয়াটেক হেলিও থাকতো তাহলে বিষয়টি আরো ভালো হতে পারতো । 

Realme GT NEO 3 T দাম

এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 32,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 22,999€ (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর নিত্যনতুন স্মার্ট ফোন গুলোর ফিচার এবং বাজেট জানার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads