প্রযুক্তি অথবা যোগাযোগ ব্যবস্থার উন্নতির বিকাশ সাধনের অন্যতম একটি বাহক হল স্মার্টফোন ডিভাইস টি । মিডিয়াম বাজেটের Redme কোম্পানির রিলিজ করা স্মার্টফোন গুলো বেশ ভালই চোখে পড়ছে । কোম্পানিটির রিলিজ করা মডেলের মোবাইল ফোনটি সম্পর্কে আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হবে । কোম্পানিটি তাদের মডেলগুলোতে বেশ সুন্দর একটি লুক দিয়ে থাকে যা গ্রাহকের নজর কেড়ে নিতে পারে । নারী বা পুরুষ নির্বিশেষে আমরা প্রায় সকলের হাতেই Redme সিরিজগুলোর মোবাইল ফোনের দেখা পেয়ে যাই । এই মডেলটির পারফরম্যান্স তার ব্যতিক্রম কিছু নয় । নতুুুন মডেলটি রয়েছে একটি আকর্ষণীয় লুক যা প্রথম দেখায় আপনার নজর কেড়ে নিতে সক্ষম হবে । এই মডেলটি অনেকের কাছেই নতুন মডেল বলে মনে হতে পারে কারণ কিছুদিন আগেই স্মার্টফোনটি বিভিন্ন দেশের বাজারে লঞ্চ হয়েছে। নিউ মোবাইল ফোনটির মডেল হল Redme 10। যা কয়েকটি দারুন পারফরমেন্সের সাথে আমাদের মাঝে নিয়ে এলো Redme কোম্পানিটি। এই মোবাইল ফোনটিতে আমরা 4G নেটওয়ার্কিং সিস্টেম পর্যন্ত সাপোর্ট পেয়ে যাব। তাছাড়া Redme কোম্পানিটি আমাদেরকে মিড রেঞ্জের বাজেটের ভিতরে আমাদেরকে কি কি অফার করছে তার নিজের আলোচনা করা হলো।
ডিসপ্লে এবং প্রসেসর
LED টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে ভিভো কোম্পানিটি তাদের এই নিউ মডেলের স্মার্টফোন টিতে যেখানে থাকছে 6.5 ইঞ্চির একটি মিডিয়াম সাইজে ডিসপ্লে। যাকে আমরা মোটামুটি মানের একটি ডিসপ্লে টাইপ বলতে পারি। তাছাড়া স্মার্ট ফোনের ডিসপ্লেতে আমরা আরো পেয়ে যাব 530 Nits ব্রাইটনেস। যার মাধ্যমে আমরা ইন্দোর কিংবা আউটডোরে খুব ইজি ভাবে ব্যবহার করতে পারবো মোবাইল ফোনটি। এছাড়া এইচডি রেজুলেশনে আমরা পেয়ে যাব1080×2400 পিকচ্যেল। যেটাকে আমরা ফুল এইচডি রেজুলেশন বলতে পারি খুব সহজে। আরো পেয়ে যাব 490 ppi ডেনসিটি । তা ছাড়াও ডিভাইসটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে কর্নিংং গরিলা গ্লাস ৩। তার সাথে ৯০hz repress rate রয়েছে । যার মাধ্যমে বলা যেতে পারে এই মোবাইল ফোনটি ডিসপ্লে আমাদের ভালো কিছু বই আনতে চলেছে। Android 11ভার্সন ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমে রান করার জন্য। তাছাড়া প্রসেসরটি মূলত মিডিয়াটেক hiসেটা হল হেলিউ টাইপের প্রসেস। জামরা ভালো মানের একটি প্রসেসর বলতে পারি। GPU তে ব্যবহার করা হয়েছে Mali G 52।
বডি ডিজাইন
181 গ্রাম ওজন ব্যবহার করেছে এই স্মার্টফোনটিতে Redme কোম্পানিটি। এই স্মার্ট ফোনটির ব্যাকসাইডে প্লাস্টিকের বদলে গ্লাসের ফ্রেম ব্যবহার করা হয়েছে। যার ফলে এই স্মার্টফোনটির ব্যাকসাইডের লুক মোটামুটি প্রায় সকলেরই চোখের নজর কেড়ে নিতে সক্ষম হবে। নীল, সবুজ , স্কাই ব্লু এই কালারগুলোতে আমরা এই স্মার্টফোনটি লঞ্চ হতে দেখেছি। তাছাড়া স্মার্টফোনটির ব্যাকসাইডে 4 টি ক্যামেরা সেট করা হয়েছে । যার সঙ্গে আরো থাকে এলইডি ফ্ল্যাশ। যার মাধ্যমে আমরা টুকটাক লাইট এর কাজগুলো এই ডিভাইসটি দিয়ে করতে সক্ষম হব । স্মার্টফোনটির রাইট সাইডে বরাবরের মতোই আমরা পেয়ে যাব পাওয়ার বাটন এবং ভলিউম আপডাউন বাটনে দেখা। তবে এখানে আরেকটি সুবিধাজনক বিষয় হলো পাওয়ার বাটন এর সঙ্গে অ্যাড করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্স। যেটাকে আমরা মোটামুটি ফাস্টলি কাজ করতে দেখেছি। এবং স্মার্টফোনটির উপরে সাইডে আমরা পেয়ে যাব সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা দুইটি সিম ব্যবহার করতে পারব খুব সহজভাবে। তবে কোন মেমোরি কার্ডের অপশন আমরা দেখতে পাইনি স্মার্টফোনটির ট্রে স্লটে। এবং বাম সাইডটা একবারে ক্লিন দেখতে পেয়ে যাব। কিন্তু নিচে আমরা পেয়ে যাব ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার ট্রে। যেটা থেকে আমরা মোটামুটি ভালো ভাবেই যে কোন আওয়াজ খুজে পেয়েছি।
ক্যামেরা ও ব্যাটারি ফিচার
এই মোবাইল ফোনটি ব্যাকসাইডে আমরা দেখতে পেয়েছি 4টি ক্যামেরা সেট করা হয়েছে। যেখানে আমরা মেইন ক্যামেরা সেনসর হিসেবে পেয়ে যাব 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স,5 মেগাপিক্সেলের ডেপটফ ক্যামেরা লেন্স,2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। তাছাড়া স্মার্টফোনটির ডিসপ্লের উপরের সাইডে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্স। যেটার মাধ্যমে আমরা সেলফি তুলতে পারব এবং তা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারব কারণ এই মোবাইল ফোনটি তোলা ছবিগুলো ভালো মানের পারফরম্যান্স দিতে চলেছে আমাদেরকে। তবে মোবাইল ফোনটি ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে 1080 পর্যন্ত। যা আমরা সচরাচর মোবাইল ফোনগুলো তে দেখতে পাই । এই মোবাইল ফোনটির ব্যাটারি মূলত non removable lipo টাইপের ব্যাটারি । যেখানে আমরা পেয়ে যাব 5,000 MAH পাওয়ারের ক্যাপাসিটির ব্যাটারি। যার সাথে আমরা আরো পাব 18 W এরফাস্ট চার্জিং সিস্টেম ক্যাবল। যার মাধ্যমে এই মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় 50 মিনিট পর্যন্ত প্রায়। এটা থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব 1 দিন সুন্দর মত।
Redme 10 দাম
Redme কোম্পানি তাদের গ্রাহকদেরকে এই মডেলের মধ্য দিয়ে শুধুমাত্র একটি স্টোরেজ অফার করছে যেখানে আমরা দেখতে পেয়েছি 4 GB Rom এবং 128 GB Rom তবে এইখানে আমরা বেশি বা এক্সট্রা কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারব না। বর্তমান বাংলাদেশের যে কোন বাজারে এই মডেলের মোবাইল ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,999 টাকা।আর 9,499€নির্ধারণ করেছে বর্তমান ইন্ডিয়ার যে কোন বাজারে। আর বিশ্ব বাজার থেকে এই মডেলের ফোনটি ক্রয় করতে হলে আমাদের ব্যয় করতে হবে 149.99$। তবে এই মোবাইল ফোনের ফিচার পারফরম্যান্সের ধারণা পেয়ে এটা খুব সহজেই আমি বলতে পারতেছি যে মোবাইল ফোন টির ফিচারগুলো অনুযায়ী প্রাইস বেশ কমই রয়েছে । তবে যেহেতু Redme কোম্পানি এই মোবাইল ফোনের প্রাইস টা আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করেছে আন্তর্জাতিক মার্কেটে সুতরাং প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে বর্তমান মার্কেট গুলোর মধ্যে। তবে যখন কমবে তখনই আমরা ক্রয় করার চেষ্টা করব। তবে কারা কারা এই মোবাইল ফোনটি ব্যবহার করতে আগ্রহি হয়েছে এবং কোন দেশ থেকে ব্যবহার করতে চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে আপনার একটি সুন্দর আঙ্গুলের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন