Ads

আবার মার্কেট কাঁপাতে রেডমি কোম্পানি আরো একটি মডেল নিয়ে এলো । রেডমি কোম্পানি c সিরিজের হাত ধরে নিয়ে এলো redmi 12c মডেল টি। রেডমি কোম্পানির আগে ও আমরা c সিরিজের মাধ্যমে ভালো মডেলের ফোনগুলো আমাদের সকলের সামনে নিয়ে আসতে দেখেছি। তবে এবারও রেডমি কোম্পানি ব্যতিক্রম কিছু করেনি। রেডমি কোম্পানি এবার তাদের ডিভাইসে ব্যতিক্রম কিছু প্রসেসর টাইপ ব্যবহার করেছে যেমনটা হলো , ওয়াইফাই নেটওয়ার্ক ৮০২ স্পিড দিয়েছে। যার মাধ্যমে আপনারা চাইলে যেকোনো wi-fi এর রাউটার থেকে বেশ কিছু দূরে থেকেও ভালো সার্ভিস পেয়ে যাবেন। তাছাড়াও ব্রাউজারে দিচ্ছে HTML5 সিস্টেম। তাছাড়াGPRS /EDGE দিচ্ছে তাদের গ্রাহকদের ভালো মানের নেটওয়ার্ক ইস্পিড এ মডেলের  স্মার্টফোনটিতে পাওয়ার জন্য । তবে এবার দেখে নেওয়া যাক redmi কোম্পানি কি শুধু তাদের গ্রাহকদের জন্য ওয়াইফাই স্পিড বা GPRS এই সুবিধা গুলি দিচ্ছে নাকি তার সাথে আরো ভালো মানের সুবিধা দিচ্ছে চলুন নিচের রিভিউতে একবার চোখ বুলিয়ে নতুন মোবাইল ফোনটির সম্পূর্ণ ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
Redmi 12c  price in India | redmi 12c full Bangla review and specifications


বডি ও নেটওয়ার্ক 


রেডমি কোম্পানি তাদের নতুন মোবাইল ফোনটির বডির ভিতরে ব্যবহার করেছে ডিমেনসিয়েশনে 168.8। মোবাইল ফোনটির ব্যাক সাইড গ্লাসের ফ্রেম ব্যবহার করেছে রেডমি কোম্পানি। মোবাইল ফোনটির হাইট বা উচ্চতা হল 8.8 মিলিমিটার। তবে আপনারা যারা একটু বড় সড় সাইজের মোবাইল ফোন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এই মোবাইল ফোনটি পারফেক্ট হবে বলে মনে করা যাচ্ছে।192 গ্রাম ওজন রয়েছে মোবাইল ফোনটির সম্পূর্ণ বডি।
কালো, নীল, মিন্ট, ভায়োলেট এইসব কালারগুলোতে আমরা এই নতুন মোবাইল ফোনকে বর্তমান মার্কেটে দেখতে পেয়েছি। যেখানে রেডমি কোম্পানি তাদের গ্রাহকদের কে একাধিক কালার পছন্দ করে যে কোন একটা মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিয়েছে। এই মোবাইল ফোনটিতে দুইটি ক্যামেরা সন্ধান আমরা পেয়েছি। যেটার একটি লম্বা ফ্রেমের ভিতরে বন্দী । তবে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা পেয়েছি আমরা যেটা মূলত গোল আকৃতির।  হেডফোন  জেক আমরা দেখতে পেয়েছি মোবাইল ফোনের উপরের সাইটে। বরাবরের মতো রেডমি কোম্পানি  সাউন্ড কমানো বাড়ানো বাটনটি ও মোবাইল ফোনটি অন অফ করার বাটন মোবাইল ফোনের ডান সাইটে রেখেছে।
3.5mm অডিও জ্যাক পোর্ট, দ্রুত চার্জ দেওয়ার জন্য USB  c সিস্টেম রয়েছে।
এছাড়াও মোবাইল ফোনটির নেটওয়ার্ক স্পিডে আমরা সর্বোচ্চ 4G পর্যন্ত সাপোর্টে দেখতে পেয়েছি। যেটা আমরা দৈনন্দিন কাজে বর্তমান সময়ে প্রায় সকলেই ব্যবহার করতেছি।

ডিসপ্লে এবং ব্যাটারি কোয়ালিটি 

রেডমি কোম্পানি তাদের নতুন মোবাইল ফোন মডেলের ভেতরে IPS LcD কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করেছে যেটার সম্পূর্ণ দৈর্ঘ হচ্ছে 6.71 ইঞ্চি।500 ব্রাইটনেস পেয়ে যাব আমরা মোবাইল ফোনের ডিসপ্লের ভেতরে। তবে ব্রাইটনেস আমরা আমাদের প্রয়োজন মত ব্যবহার করতে পারব সেই অপশনটি থাকছে মোবাইল ফোনটি ডিসপ্লেতে।268 সিপিআই ডেনসিটি রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লেতে। তাছাড়া মোবাইল ফোনের ডিসপ্লেতে আমরা ১৬ মিলিয়ন কালারস দেখতে পেয়েছি। যা অসাধারণ বিষয় বলে মনে করা যায়।720 x 1650 পিক্সেল রেজুলেশন পেয়ে যাব যেটাকে আমরা মোটামুটি রেজুলেশন পিক্সেল বলতে পারি।90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে যেটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। তাছাড়া ডিসপ্লের চমৎকার Multitouch রয়েছে যা অন্যতম বিষয় বলে মনে করা যাচ্ছে। এছাড়াও Non-removable Li-Po কোয়ালিটি ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনের ভিতরে। যেটার পাওয়ার হচ্ছে 5,000 MAH। এই ব্যাটারি  চার্জ দেওয়ার জন্য রেডমি কোম্পানি তাদের গ্রাহকে সম্পূর্ণ মোবাইল ফোনটির সাথে ফ্রিতে দিচ্ছে একটি কেবল । যেটার পাওয়ার হচ্ছে 10W। যার মাধ্যমে এই মোবাইল ফোনটি পরিপূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত।

ক্যামেরা ও প্রসেসর ফিচার  

আমরা উপরের আলোচনায় আগে জানতে চেয়েছি যে মোবাইল ফোনের ডিসপ্লের বিপরীত সাইডে দুইটি ক্যামেরা সেট করে রেখেছে রেডমি কোম্পানি। যেখানে আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেলের সেন্সর যেটা কিনা মেইল ক্যামেরা লেন্স হিসেবে থাকতে ও অন্যদিকে ,,2 মেগাপিক্সলে ম্যাক্রো ক্যামেরা সেন্সর। তবে এখানে আমার পার্সোনাল হিসেবে আরও একটি ক্যামেরা সেন্সর রাখা হলে পারফেক্ট বলে মনে হতো তবে বাজেট ক্যাটাগরি হিসেবে আমাদেরকে চালিয়ে যেতে হবে।5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লের উপরে সাইটে। যেটা কিনা রেডমি কোম্পানি তাদের গ্রাহকদের সেলফি তোলার সুবিধার জন্য ব্যবহার করেছে। মোবাইল ফোনটি ক্যামেরার সামনে সাইটে ও অপর সাইডেও ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে 1080 পর্যন্ত। তাছাড়া মোবাইল ফোনটি ক্যামেরা যে ফ্রেমের ভিতরে বন্দী সেই ফ্রেমে আমরা আরো টুকটাক কিছু দেখে পেয়েছি যেমন LED flash, HDR, panorama
HDR। এছাড়াও এই ডিভাইসটির google অপারেটিং সিস্টেম MiUi 13 ভার্সন ব্যবহার করেছে রেডমি কোম্পানি এই মোবাইল ফোনকে রান করার জন্য। মোবাইল ফোনটির প্রসেসরে CPU তে পেয়ে যাব আমরা অক্টোবর, মিডিয়াটেক হেলো টাইপের।

Redmi 12c কারেন্ট বর্তমান মার্কেট  

রেডমি কোম্পানি তাদের গ্রাহকদের এই নতুন মডেলটির ভিতরে দুটি মেমরি স্টোরেজ ভাগে ভাগে ব্যবহার করেছে যেখানে থাকছে 4GB Ram/64GB Rom, অন্যটি হলো 4GB Ram/128GB Rom। তবে এই মোবাইল ফোন দিয়ে ভিতরে আমরা আলাদা কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারব না। তবে যাদের হয়তো এই স্টোরেজ গুলোতে হয়ে যাবে তাদের জন্য এই নতুন মোবাইল ফোনটি হতে চলেছে একটি ধামাকা দাড়ি স্মার্টফোন।4GB Ram/64GB Rom, এই মডেলটির ফোনটি 15,000 টাকা ব্যয় করার মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশের যে কোন মার্কেট থেকে ব্যবহার করতে পারব।8390€নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়ার মার্কেটপ্লেসগুলোতে। তবে এই মোবাইল ফোনটির প্রাইজ বা মূল্য আপডাউন করার কোন চান্স নেই কারণ redmi কোম্পানি অফিসিয়াল ভাবে প্রাইস নির্ধারণ করে রেখেছে। আশা করি 15,000 টাকার ভেতরে রেডমি নতুন মডেলের স্মার্টফোনটি সেরা হতে চলেছে এই সময়ের মার্কেটে। তবে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় বা আপনারা এই স্মার্টফোনটি কোন দেশ থেকে ব্যবহার করতে চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads