ব্যাটারি এবং ক্যামেরা পারফরম্যান্স
samsung কোম্পানির দিকে আমরা সাধারণত তাদের ডিভাইস গুলো টুকিটা কি দিকে একটু বেশি ভালোই লক্ষ্য দিতে দেখে থাকি। তবে এই মোবাইল ফোনটির ব্যাটারির ক্যাপাসিটিতে 5,000 MAH পাওয়ারের ক্যাপাসিটি ব্যবহার করেছে স্যামসাং কোম্পানি। তবে বরাবরের মতোই চার্জিং সিস্টেমের জন্য কেবল দিচ্ছে সকলকে ফ্রিতে ফোনটির সঙ্গে। যেখানে আমরা দেখতে পেয়েছি 15 W এর ফার্স্ট চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ বা পরিপূর্ণ চার্জ হতে 90 মিনিট সময় প্রায় লেগে যাবে। তবে এখানে আমাদেরকে বাজেট ক্যাটাগরী হিসেবে মানিয়ে নিতে হবে। তাছাড়া মোবাইল ফোনটি বিপরীত সাইডে 3 টি ক্যামেরা সেট করা হয়েছে। যার ফলে স্মার্টফোনটির ব্যাকসাইড তাকে পরিপূর্ণভাবে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। তবে ক্যামেরায় আমরা পেয়ে যাব
50 মেগাপিক্সেল মেইল ক্যামেরা হিসেবে,2 মেগাপিক্সেলের আলট্রা ওয়েট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। তার সাথে ডিসপ্লের উপরে সাইডে আমরা লক্ষ করতে পেরেছি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। যেটার মাধ্যমে মোবাইল ফোনটির ব্যবহারকারীর সেলফি তোলার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। এবং ক্যামেরা পারফরমেন্সে আমরা বলতে পারি যে বাজেট ক্যাটাগরী হিসেবে ভালোই দেখতে পেয়েছি।
চকচকে ববি ডিজাইন
আমরা যারা নতুন স্মার্ট ফোন কিনতে যাই তখন সাধারণত যে মোবাইল ফোনটির বডি ডিজাইন বা লুক একটু হাই লেভেলের হয় তবে ওই ডিভাইসটির প্রতি আগ্রহ একটু বেশিই হয়ে থাকি। তবে বডি লোক আকর্ষণীয় ময় দেওয়ার জন্যই samsung কোম্পানিতে অতি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এটা বলা যেতে পারে খুব সহজেই। কালা ,সবুজ, লাল ,সিলভার এ কালার গুলো ব্যবহার করে স্যামসাং কোম্পানিটি নতুন স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে। যেখানে আমরা একাধিক কালার চয়েস করে নিজের পছন্দের কালারটি বেঁচে নিতে পারে । এই নতুন রিলিজ হওয়া ফোনটির ব্যাক সাইডে গ্লাসের ফ্রেম ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে এই মোবাইলটির ওজন 202 গ্রাম একটু বেশি বলে মনে হতে পারে। তবে কিছুদিন ব্যবহারের ফলে আমরা তার সাথে খাপ খাইয়ে নিতে পারবো। বরাবরের মতোই samsung company এই ডিভাইসটি নিচে ব্যবহার করেছে ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য USB 2. টাইপ C পোর্ট, তবে, 3.5mm হেডফোন জ্যাক পোরট এর সুযোগ দিচ্ছে না, তবে আরো পেয়ে যাব
স্পিকার ট্রে গ্রিল। যেখান থেকে আমরা ভালোভাবে যেকোন সাউন্ড শুনতে পেয়েছি। তবে মোবাইল ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারব।
চমৎকার ডিসপ্লে এবং প্রসেসর
আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের কিনা মিডিয়াম সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করার আগ্রহ অনেকাংশই বেশি রয়েছে । তো তাদের কথা মাথায় রেখে samsung ব্র্যান্ড টি এই নিউ মোবাইল ফোনটির ডিসপ্লে তে ব্যবহার করেছে 6.6 ইঞ্চি। যেকোনো মোবাইল ফোনের ডিসপ্লে মিডিয়াম সাইজ হওয়ায় ব্যবহারের জন্য সুবিধার অন্যতম একটি দিক। তাছাড়া আর পেয়ে যাব মোবাইল ফোনটির ডিসপ্লেতে 90 Hz। তাছাড়া তারা 390 ppi ডেনসিটি ও পেয়ে যাব স্মার্টফোনটি ডিসপ্লেতে। যার ফলে মোবাইল ফোনটি দিয়ে ভিডিও কলে কথা বলার সময় বা যে কোন ভিডিও দেখার সময় মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমরা কালারের কোন অভাব দেখতে পাবো না। তাছাড়া রেজুলেশনে থাকতে 1080×2400 পিক্সেল। এটা কি আমরা খুব সহজেই বলতে পারি ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছে samsung কোম্পানিটি তাদের এই নতুন মোবাইল ফোনটিতে।13 Android ভার্সন ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম কে রান করার জন্য। তাছাড়াও অক্টআকোর টাইপের প্রফেসর ব্যবহার করেছে।
samsung A 14 সূলভ মূল্য
স্মার্টফোনটি আমরা পেয়ে যাব 4 GB Ram / 64 GB Rom স্টোরেজ হিসেবে। তবে এক্সট্রা ভাবে আমরা এটাকে 6 GB Ram / 128 GB Rom পর্যন্ত করার সুযোগ দিয়েছে স্যামসাং কোম্পানিটি আমাদের সকলের জন্য। তো দেখে নেয়া যাক samsung কোম্পানিটি আমাদেরকে ফিচারগুলো অনুযায়ী প্রাইস টা কিরকম রেখেছে। 4 GB Ram / 64 GB Rom স্টোরেজের ভেরিয়েন্ট টি আমরা পেয়ে যাব বর্তমান বাংলাদেশ যেকোনো বাজারে 25,000 টাকা ব্যয় করলে। তাছাড়া 16,499 €ব্যয় করার মাধ্যমে আমরা ইন্ডিয়ার যে কোন বাজার থেকে সক্ষম হবে। তবে যারা ক্যামেরা , ডিসপ্লে ,বডি ডিজাইন, প্রসেসর ইত্যাদি মোটামুটি মানের খুঁজতেছে তাদের জন্য হয়তো এই মোবাইল ফোনটি দুর্দান্ত আকর্ষণীয় ময়ে স্মার্টফোন হতে চলেছে।169.99$ব্যয় করলে আমরা বর্তমান গ্লোবালের বা বিশ্ব বাজারে যেকোনো মার্কেট থেকে ক্রয় করতে পারব আমরা। তবে বিচার গুলোর পারফরম্যান্স অনুযায়ী আমরা প্রাইসটা কাছাকাছি দেখতে পেয়েছি। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে বা এই মোবাইল ফোনটি আপনি কোন দেশ থেকে ক্রয় করতে চান তা অবশ্যই আমাদেরকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন