samsung কোম্পানির সিরিজ গুরুর কথা বলতে গেলে A সিরিজের কথা না বললেই নয়। যেখানে স্যামসাং কোম্পানি ভালো মানের ডিভাইস গুলো এই সিরিজের মধ্যে আমাদের মাঝে নিয়ে এসে থাকে। তবে এবার samsung কোম্পানি A সিরিজের হাত ধরে বর্তমান মার্কেট কাপানোর জন্য নিয়ে এলো Samsung Galaxy A 54। স্যামসাং কোম্পানি এই একটি মডেলের ভিতরেই দুই দুইটি মেমরি স্টোরেজ ভাগে ভাগ করেছে। যেটা কিনা আমরা ইন্টারনাল মেমোরি স্টোরেজ হিসেবে পেয়ে যাব 6GB Ram / 128GB Rom ,8GB Ram / 256GB Rom। যা আমরা বলতে পারি আমাদের মাঝে চমক লাগিয়ে দেওয়ার বিষয়। এছাড়াও ফোনটিতে দেখা গিয়েছে ভালো মানের ওয়াইফাই এর নেটওয়ার্কস সার্ভিস। প্রসেসিং এ আরো থাকছে GPS, GLONASS, GALILEO, BDS যেগুলো অসাধারণ ভাবে সার্ভিস দিতে আমাদের সক্ষম হতে পারে। তবে এবার দেখে নেয়া যাক samsung কোম্পানি এগুলো অফারের সাথে সাথে আর কি কি সুবিধা দিয়েছে সে সকল বিষয়গুলো জানতে হলে অবশ্যই চোখ রাখুন পুরো রিভিউতে।
স্যামসাং কোম্পানি এবার তাদের নতুন মোবাইলের ডিসপ্লের ভিতরে সুপার এমোলে টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে যেটা মূলত 6.4 ইঞ্চিস সাইজের। এই মাপের ডিসপ্লে এটি প্রায় আমাদের সকলের পছন্দের একটি সাইজ হতে পারে । স্যামসাং কোম্পানি তাদের এই নতুন মডেলের ফোনটির ভেতরে ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি 1080×2400 পিক্সেল। এছাড়াও আপনারা আরেকটি বিষয় জেনে খুশি হতে পারেন যে এই মডেলের ফোনটি ডিসপ্লে তে স্যামসাং কোম্পানি 800 নিটস ব্রাইটনেস ব্যবহার করেছে। তার সাথে আপনি চাইলে আপনার প্রয়োজন মত পর্যাপ্ত পরিমাণ ব্রাইটনেস ব্যবহার করতে পারবেন।411 পিপিআই ডেনসিটি দেখতে পেয়েছি এই স্মার্টফোনটি ডিসপ্লে তে। যার মাধ্যমে আপনারা এই মোবাইল ফোনটি ব্যবহার করার ফলে মোবাইল ফোনটি ডিসপ্লে তে কালারের পরিপূর্ণতা দেখতে পাবেন। রিফ্রেশ রেটে স্যামসাং কোম্পানি ব্যবহার করেছে 120Hz। অ্যান্ড্রয়েড ভার্সন ১৩ ব্যবহার করেছে samsung কোম্পানি তাদের এই নতুন মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেমকে রান করার জন্য। যা এই মোবাইল ফোনের বিশেষ দিকগুলোর মধ্যে অন্যতম একটি দিক বলে আখ্যায়িত করা যাচ্ছে খুব সহজে।
এ বিষয়টি জানার পর হয়তো আপনারাই হিমশিম খেয়ে যেতে পারেন samsung ব্র্যান্ড টি তাদের নতুন রিলিজ হওয়া মোবাইল ফোনের ডিসপ্লের বিপরীত সাইটে বা ব্যাক সাইডে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে এবং তার সাথে এবং করে দিয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ। samsung company তাদের এই মডেলে কর্নিং গোলা গ্লাস ফাইভ ব্যবহার করার মূল কারণ হচ্ছে এই মোবাইল ফোনটির বডিকে প্রটেক্ট করা। তাছাড়া আমরা এই মোবাইল ফোনটিকে হালকা পাতলা ওয়াটার প্রুফ স্মার্টফোনও বলতে পারি কারণ এই ডিভাইসটি ৩০ মিনিট পর্যন্ত পানিতে থাকলে কোন সমস্যা হবে না এমনটা জানা গেছে তাদের সংস্থা থেকে। এছাড়াও বেশ কিছু কালারে আমরা মোবাইল ফোনটি দেখতে পেয়েছি যেখানে থাকছে কালা, সবুজ ,গ্রে। samsung company বরাবরের মতোই এই মোবাইল ফোনটির বডির ডান সাইডে ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার বাটন ব্যবহার করেছে। তবে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে দ্রুত চার্জ দেওয়ার জন্য USB টাইপ C পোর্ট, অডিও জ্যাক, স্পিকার গ্রিল। তবে বডির বাম সাইডে samsung কোম্পানির ব্যবহার করেছে সিম কার্ড ট্রে স্লট। যেখানে samsung কোম্পানি তাদের গ্রাহকদেরকে একই সিম ব্যবহার করার অপশন দিয়েছে। তবে এইখানে সিমকার্ডে নেটওয়ার্ক হিসেবে আমরা সার্ভিস পেয়ে যাব 5G নেটওয়ার্ক পর্যন্ত।
তবে বুঝতেই পারতাছেন বন্ধুরা samsung কোম্পানির এই মোবাইল ফোনের বডি থেকে কত টা কেয়ার দিয়েছে।
এ মোবাইল ফোনটির ব্যাকসাইডে স্যামসাং কোম্পানি তিনটি ক্যামেরা সেট করেছে যেখানে প্রতিটি ক্যামেরার সেন্সর এক্সটা ফ্রেমে বন্দী। তার সাথে আমরা এলইডির ফ্লাশে দেখা পেয়েছি। ডিভাইসটির ক্যামেরায় samsung কোম্পানি জে সেন্সর গুলো ব্যবহার করেছে সেখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। আর এর ডিভাইস ডিসপ্লের উপরে গোল আইকনের মতো আরও একটি ক্যামেরা পেয়ে যাব 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেটা মূলত সেলফি তোলার সুবিধার জন্য দিয়েছে স্যামসাং কোম্পানি তাদের গ্রাহকদের। তবে ক্যামেরা ফিচারগুলো দেখি আমরা বলতেই পারি যে এ ফোনটি দিয়ে তোলা ছবিগুলো বড় বড় ডিএসএলআর এর সাথে পাল্লা দিতে সক্ষম হবে। এবার চলে আসি ব্যাটারি পাওয়ারের দিকে । যেখানে স্যামসাং কোম্পানি এই মোবাইল ফোনের ব্যাটারির ক্যাপাসিটি তে ব্যবহার করেছে 5,100 MAH পাওয়ারের। এই মোবাইল ফোনের ব্যাটারিটি non removable lipo কোয়ালিটির। যা এই মোবাইল ফোনের বিশেষ দিকগুলোর মধ্যে আরও একটি অন্যতম দিক বলা যেতে পারে। তবে এই ব্যাটারিকে সতেজ রাখতে চার্জিং সিস্টেমের জন্য কেবল দিচ্ছে মোবাইল ফোনটি সাথে সম্পূর্ণ ফ্রিতে samsung কোম্পানিটি। যেখানে কেবল এর পাওয়ার হলো 25 W। যার মাধ্যমে ব্যাটারি টি পরিপূর্ণ চার্জ হতেই সময় নেবে 58 মিনিট সময় প্রায়। তবে কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক তেমনি সব ফিচারগুলো ঠিক রয়েছে ব্যাটারিটি ফিচার আমার পার্সোনাল ভাবে একটু অপরিপূর্ণ বলে মনে হচ্ছে তবে আপনাদের কাছে পরিপূর্ণতাও লাগতে পারে।
আশা করা যায় এই মোবাইল ফোনটি সব ফিচারগুলো সম্পর্কে আমরা উপরে আলোচনায় জানতে পেরে গেছি। তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই মোবাইল ফোনটির প্রাইসটা কিরকম হতে চলেছে। আর যদি আপনি মনে মনে এ মোবাইল ফোনটি আপনার ব্যক্তিগত ভাবে প্রাইস নির্ধারণ করেন আর তারপর যদি স্যামসাংয়ের অফিসিয়াল রেট টা জানতে পারেন তাহলে অবশ্যই একটি সারপ্রাইজ পাবেন এমনটা মনে হতে পারে । তবে চলুন দেখে নেওয়া যাক এই 6GB Ram / 128GB Rom স্টোরেজের মডেলটি 27,873 টাকা ব্যয় করার মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশের যে কোন বাজার থেকে ব্যবহার করতে পারব।8GB Ram / 256GB Rom এই স্টোরেজের ভেরিয়েন্টের মডেলটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বাজারে 36,0000টাকা। আপনারা জেনে অবাক হবেন যে এই মোবাইল ফোনের প্রাইস ইন্ডিয়ান মার্কেটে একটু বেশি যেখানে আমরা দেখতে পেয়েছি 6GB Ram / 128GB Rom মডেলের ফোনটির প্রাইস 34,999€। তবে এটা বলা যেতে পারে যে এই ফোনটি আপনারা যদি বাংলাদেশ বাজার থেকে ক্রয় করেন তাহলে একটু বেশি জেতার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা কোন দেশ থেকে কিনতে চান তা অবশ্যই আমাদেরকে আপনাদের ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন