Ads

Tecno কোম্পানি এবার বিশ্ববাজার কাপাতে নিয়ে এলো চমৎকার একটি স্মার্টফোন। টেকনো কোম্পানির নতুন মোবাইল ফোনের মডেল হল Tecno Spark 10 Pro। এটা খুব সহজে বলা যাচ্ছে যে টেকনো কোম্পানি  Spark 
 সিরিজের ভিতর দিয়ে এই মডেলটি রিলিজ করেছে। যেখানে আপনারা দেখতে পাবেন মাখন এর মত ডিসপ্লে এবং অন্যান্য ফিচারগুলো। এই সর্বপ্রথম বার টেকনো কোম্পানি তাদের ডিভাইসের ভিতরে HSPA ব্যবহার করেছে যার মাধ্যমে এই মোবাইল ফোনটি ব্যবহার করার সময় নেটওয়ার্কের কোন সমস্যা যাতে না হয়। এছাড়াও Loudspeaker ব্যবহার করেছে টেকনো তাদের এই নতুন ফোনটির ভিতর যেটা মূলত ভালোভাবে কিংবা স্পষ্টভাবে আমাদেরকে সাউন্ড শোনার কাজ করবে। এই দিক টি মোবাইল ফোনের অন্যতম একটি দিক বলে গণনা করা যাচ্ছে। তাছাড়াও টেকনো  কোম্পানি তাদের গ্রাহকদের কে একাধিক কালার চয়েস করে যে কোন একটি ফোন ব্যবহার করার সিদ্ধান্ত দিচ্ছে। তবে চলুন দেখে নেয়া যাক মোবাইল ফোনটির ভেতরে টেক্নো কোম্পানি এই সুবিধা গুলোর সাথে আরো কি কি সুবিধা গুলো দিচ্ছে তা নিচের  রিভিউতে আলোচনা করা হলো।


Tecno spark 10 pro price in global | tecno spark 10 pro bangla reviews and specifications



বডি ডেকোরেশন


 আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা যারা একটু কম ওয়েটের মোবাইল ফোন ব্যবহার করতে চান তাদের জন্য টেকনো কোম্পানি এবার নিয়ে এলো 198 গ্রাম ওজনের মোবাইল ফোনে। এছাড়াও মোবাইল ফোনের ব্যাক সাইডে গ্লাসের ফ্রেম ব্যবহার করেছে টেকনো কোম্পানি তাদের নতুন ফোনটির ভিতরে। যার ফলে এই মোবাইল ফোনটি চকচকে দেখা যাবে এমনটা মনে হয়েছে আমার কাছে পার্সোনাল ভাবে। এছাড়াও মোবাইল ফোনটির বডি ডিমেনসিয়েশনে  আপনারা দেখতে পাবেন 168.4 x 76.2 x 8.4 mm । যা একটি অত্যান্ত ভালো একটি বিষয়ে দিক বলে মনে করা যাচ্ছে। সাদা,কালা এই দুটি চমৎকার কালারে আমরা দেখতে পেয়েছি মোবাইল ফোনটি। মোবাইল ফোন কি ডান পাশে আমরা বরাবরের মতনই পাওয়ার বাটন বা পাওয়ার অনেক বাটন এবং ভলিউম আপডাউন বাটন দেখতে পেয়েছি। তবে এখানে ভলিউম আপডাউন বাটন দুনোটা এক্সট্রা ভাবে এড করেছে টেকনো কোম্পানি। যাতে তাদের গ্রাহকদের ভলিউম আপডাউন বাটনে কোন সমস্যা না হয় । মোবাইল ফোনের বডির নিচের অংশে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, অডিও জ্যাক,USB টাইপ C পোর্ট দ্রুত চার্জ দেওয়ার সিস্টেম। আর উপরে সাইটে থাকছে প্রাইমারি মাইক্রোফোন কিংবা স্পিকার গ্রিল। তবে মোবাইল ফোনের বডির বাম সাইটে আমরা পুরোপুরি কিলিয়ার ভাবে দেখতে পেয়ে যাব। 

ক্যামেরা ও ব্যাটারি ফিচার 


এই চমৎকার মোবাইল ফোনের ব্যাক সাইডে টেকনো তিনটি ক্যামেরা সেট করেছে। তবে  ক্যামেরাগুলো সেট করার সিস্টেম টা পুরোপুরি iPhone 14 এর কপি করে ব্যবহার করেছে এমনটা জানা গেছে তাদের সংস্থা থেকে। তবে ক্যামেরার ক্যামেরাগুলো সেন্সর তিনটি এক্সট্রা ভাবে তিনটি গোল ফ্রেমের ভিতরে রয়েছে। যেখানে আপনারা দেখতে পাবেন মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেনসর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্স। তবে এতেই কিন্তু শেষ নয় মোবাইল ফোনের ডিসপ্লের উপরে গোল আইকনের মতো আরো একটি ক্যামেরা পেয়ে যাব যেখানে 32 মেগাপিক্সলে  ফোন ক্যামেরা সেন্সর রেখেছে যেটা মূলত টেকনো কোম্পানি তাদের গ্রাহকদের সেলফি তোলার সুবিধার জন্য ব্যবহার করেছে। এই মোবাইল ফোনের ভিতরে ব্যাটারির ক্যাপাসিটি তে 5,000 MAH যেটা মূলত non removable lipo সিস্টেমের। তার সাথে ফার্স্ট চার্জিং কেবলে পাওয়ার  হলো 18W। যেটা দিয়ে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জে হতে সময় নেবে  প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত। তবে মোবাইল ফোনটি থেকে আমরা একদিন বেকাপ পাব খুব ইজি ভাবে।

ডিসপ্লে এবং প্রসেসর টাইপ


6.8 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনের ভেতরে । যেটার টাইপ হলো IPS LCD । যার সাথে 90Hz ব্যবহার করেছে টেকনো কোম্পানি তাদের এ নতুন মোবাইল ফোনের  ডিসপ্লের ভেতরে। যার মাধ্যমে মোবাইল ফোনের কালারে কোন অপরিপূর্ণতা আমরা পাবো না। আপনারা দেখতে পাবেন full hd রেজুলেশন যেখানে থাকছে 1080 x 2460 pixels। যার মাধ্যমে মোবাইল ফোনে ডিসপ্লের ভিতরে আমরা রেজুলেশনের কোন অভাব দেখতে পাবো না। এমনটা খুব সহজেই আশা করা যায়।395 পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনে ডিসপ্লেতে যার মাধ্যমে মোবাইল ফোনের ডিসপ্লেটি মাপনের মতই বলা যেতে পারে । এই মোবাইল ফোনটি ভিতরে অপারেটিং সিস্টেমকে রান করার জন্য android ব্যবহার করা হয়েছে যেটার ভার্শন হল 13। এই মোবাইল ফোনের প্রসেসর টি  মিডিয়াটেক সিস্টেমের এবং সেটা মূলত হেলিও টাইপের। এছাড়াও আপনারা মোবাইল ফোনের GPU তে Mali- G52 MC2 দেখতে পাবেন যেটা মূলত মোবাইল ফোনটির প্রসেসর কে আরো শক্তিশালী করে তুলেছে।

বর্তমান কারেন্ট প্রাইস Tecno Spark 10 Pro


এ মোবাইল ফোনটি আমরা শুধু একটি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবো যেখানে থাকছে ইন্টার্নাল ভাবে 8GB Ram । এছাড়া Rom হিসেবে আমরা পেয়ে যাব
128 GB Rom । এবং এটাকে আমরা এক্সট্রা ভাবে 256 GB Rom করতে আমরা সক্ষম হব। বর্তমান বাংলাদেশের যেকোনো বাজারে এই নতুন মডেলের ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা।10,990€ব্যয় করার মাধ্যমে আমরা বর্তমান ইন্ডিয়া যেকোনো বাজার থেকে মোবাইল ফোনটি ক্রয় করতে সক্ষম হব।197.99$ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ববাজারে। তবে এই মোবাইল ফোনের প্রাইস আপডাউন করার কোন চান্স নেই কারণ টেকনো কোম্পানি এই মোবাইল ফোনের প্রাইস অফিশিয়াল ভাবে নির্ধারণ করে রেখেছে। তবে মোবাইল ফোনের ফিচারগুলো অনুযায়ী প্রাইজ বা মূল্যটা বেশ পারফেট বলে মনে হয়েছে তবে আপনাদের কাছে তা অবশ্যই একটি ছোট্ট কিউট কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads