মার্কেট গুলোর অন্যতম আকর্ষণ Google কোম্পানিটি । ম্যাক্সিমাম মানুষের হাতে আমরা স্মার্টফোনের দেখা পেয়ে যাই । স্মার্ট ফোন ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুব কমই রয়েছে । যোগাযোগ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকি । বিভিন্ন ব্র্যান্ডকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বাজেটের স্মার্টফোন মার্কেটে রিলিজ করতে দেখি । আর সেগুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হলো আমাদের জনপ্রিয় Google । পথে যাত্রার শুরুর দিকে তেমন একটা চাহিদা না থাকলেও জনপ্রিয়তা অর্জন করতে কোম্পানিটির বেশিদিন সময় লাগেনি । এখন আমরা বিশ্বজুড়ে অনেক Google কোম্পানি ডিভাইস গুলো জনপ্রিয় তাইতো বেশি দেখতে পাই , যারা কিনা মার্কেটে নতুন ডিভাইস লঞ্চ হওয়ার অপেক্ষায় থাকে । তাছাড়া নতুন মডেলটি হল ,Google pixel 6 A। স্মার্টফোনটি সুবিধা জনক বিষয় হলো নেটওয়ার্কিং। সিস্টেমের জন্য আমরা দেখতে পেয়েছি 5 G পর্যন্ত।এখন আমরা মডেলটি সম্পর্কে বিস্তারিত জানব । এক নজরে জেনে নেওয়া যাক কোম্পানিটি এই মডেলটিতে কি কি অফার করেছে আমাদের।
আমরা প্রায় সকলেই চাই মিডিয়াম সাইজের ডিসপ্লে ওয়ালা একটি স্মার্টফোন। যার কারণ হলো আমাদের ব্যবহার করার সময় এই সাইজটিকে অসুবিধা বলে মনে হয় না। 6.1 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চমৎকার এই Google ফোনটিতে। যেটাকে আমরা HDR টাইপের ডিসপ্লে বলতে পারি খুব সহজে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটি ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস 3। যা এই মোবাইল ফোনটি কে ভেগে যাওয়ার হাত থেকে সুরক্ষা করতে পারে। এই মোবাইল ফোন কি ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজুলেশন যেখানে থাকছে 1080×2400 পিক্সেল।429 ppi ডেনসিটি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আমরা যেকোন ভিডিও দেখার সময় ঘোলা ঘোলা দেখতে পাবো না। তাছাড়া এই মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেমে রান করার জন্য ব্যবহার করা হয়েছে Android 12, ভার্সন। তবে কিছুদিন পরে আপডেটের ফলে অফারেটিং সিস্টেম চলে যাবে Android 13 ভাষণে। যা একটি ভালো মানের দিক বলে মনে হয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটে হেলিউ টাইপের প্রসেসর।
এই ডিভাইসটির ব্যাক সাইডে প্লাস্টিকের বদলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। যার ফলে স্মার্টফোনটির ব্যাকসাইড এর সৌন্দর্য আরো একটু বাড়িয়েছে। স্মার্টফোনটির ফুল বডির ওজন হল 178 গ্রাম। এই ওয়েটের ফোনগুলোর সাথে আমরা প্রায় সকলে পরিচিত হয়েছি। Black, blue and sky blue এই কালারগুলোতে আমরা বর্তমান মার্কেটে পেয়ে যাব এই স্মার্টফোনটি। যেখানে হয়তো আপনি আপনার পছন্দের কালার টি বেছে নিতে পারেন। স্মার্টফোনটির ডান পাশে আমরা পেয়ে যাব ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন এর দেখা। তাছাড়া স্মার্টফোনটির নিচে আমরা পেয়ে যাব ফার্স্ট চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ C পোর্ট,3.5mm হেডফোন জেক এবং সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা দুটি সিম খুব ইজি ভাবে ব্যবহার করতে পারব। তাছাড়া স্মার্টফোনটির লেফট সাইডে এবং উপরে সাইডে আমরা প্লেনই দেখতে পেয়েছি। এই স্মার্টফোনটি ডিমেন সিএসনে ব্যবহার করা হয়েছে 8.9 মিলিমিটারের। এই স্মার্টফোনটিতে আমরা ওয়াটার প্রুফ ফোন না বলতে পারলেও তার কাছাকাছি কিছু বলতে পারব কারণ এই স্মার্টফোনটি পানির নিচে 30 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত থাকলে কোন সমস্যা দেখা দেবে না। এই বিষয়টি আমার কাছে দুর্দান্ত দিক বলে মনে হয়েছে।
আমরা যে কোন নতুন স্মার্টফোন ক্রয় করার সময় ওই স্মার্ট ফোনটির ক্যামেরার distant-এর দিকে একটু বেশি লক্ষ্য করে থাকি। তবে এই স্মার্টফোনটির ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যেখানে থাকছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। এবং সামনের সাইডের ক্যামেরায় হিসেবে আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া এই স্মার্টফোনটির ক্যামেরা ভিডিও ধারণ ক্ষমতা রাখছে 1080 পর্যন্ত। এবং মিড ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশের দেখা পেয়ে যাব আমরা। তবে এটা খুব সহজে বলা যেতে পারে যে স্মার্টফোনটির দিয়ে তোলা ছবিগুলো আমরা যেকোনো ইন্টারনেটের ওয়েবসাইট গুলোতে ব্যবহার করতে পারব। কারণ এই স্মার্টফোনটি দিয়ে তোলা ছবিগুলো আকর্ষণীয়ময় দেখায়। তাছাড়া এই মোবাইল ফোনটির ব্যাটারির ক্যাপাসিটি তে ব্যবহার করা হয়েছে 4410 MAH
পাওয়ারের ব্যাটারি। যার সাথে থাকছে 18W এর ফাস্ট চার্জিং সিস্টেম। যার ফলে এই স্মার্টফোনটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় দুই ঘন্টার কাছাকাছি। যা একটু বেশি সময় বলে মনে হয়েছে তবে আমাদের ব্যাটারি ব্যাকআপও বেশি দিয়ে থাকবে এই মোবাইল ফোনটির ব্যাটারি। স্মার্টফোনটি ব্যাটারি মূলত
Lipo টাইপের ব্যাটারি।
এই আকর্ষণীয় ডিভাইসটি আমরা 6GB Ram / 128 GB Rom হিসেবে পেয়ে যাব। তবে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে এই আকর্ষণীয় মডেলটির প্রাইজ বা মূল্য কত? তাদের জন্য বলব 38,000 টাকা ব্যয় করলে আমরা এই স্মার্টফোনটি বাংলাদেশ বাজার থেকে ক্রয় করতে পারবো। আর 29,990€ব্যয় করলে আমরা বর্তমান ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রয় করতে সক্ষম হবো।382$ব্যয় করার ফলে আমরা এই ডিভাইসটি বর্তমান গ্লোবাল মার্কেট থেকে ক্রয় করতে পারব খুব ইজি ভাবে। তাছাড়া এই স্মার্টফোনটি আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে সক্ষম হবেন। তবে অনলাইন শপিং এর ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে তবে চিনা জানা কিংবা যাচাই করে তারপরে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কয়েক করার চেষ্টা করবেন। তাহলেই প্রতারিতার হাত থেকে ব্যাচার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের কাছে এই ডিভাইসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাদের দেখার সুযোগ করে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন