Ads

বর্তমান বাজারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে  রেগুলার স্মার্টফোন রিলিজ করার আরও একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো Google । এই কোম্পানির সিরিজ  গুলোর মধ্যে pixel অন্যতম একটি সিরিজ। যার মধ্য দিয়ে কোম্পানিটি মার্কেটে বাজারে আরও একটি নতুন মডেল রিলিজ করে দিল যার নাম Google pixel 7 । মডেলটি ছবিতে আমরা যেমন দেখতে পেয়েছি চমৎকার ক্যামেরা পারফরমেন্স । কেবলমাত্র আউটলুক দেখেই স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ খুব কম মানুষেরই রয়েছে এখন তারা আউট লুকের পাশাপাশি  স্পেসিফিকেশনের  দিকেও নজর রাখে । আর এই জন্যই আমরা স্মার্টফোনের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো যেন আপনারা ডিভাইসটির সুবিধা এবং অসুবিধার দিকগুলো জানতে পারেন । একটি স্মার্টফোনের কেবলমাত্র আউটলুক বা বডি ডিজাইন থাকে না এর পাশাপাশি অভ্যন্তরীণ পারফরম্যান্স , ক্যামেরা ফিচার , প্রসেসর , ডিসপ্লে সাইজ সেগুলোর দিকে Google কেমন  ইমপ্রুভমেন্ট এনেছে তা দেখে নেয়া যাক। 


google pixel 7 in bangla reviews | google pixel 7 price in global


ডিসপ্লে এবং প্রসেসর 


6.3 ইঞ্চি সাইজে একটি ডিসপ্লে ব্যবহার করেছে Google কোম্পানিটি তাদের এই মডেলটির ভিতরে। যা আমরা মিডিয়াম সাইজের একটি ডিসপ্লে বলতে পারি খুব সহজ। এই মোবাইল ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে AMOLED টাইপের। যেটাকে আমরা উন্নত মানের ডিসপ্লে বলতে পারি।এই ডিভাইসটির ডিসপ্লেতে আমরা ফুল এইচডি রেজুলেশন দেখতে পেয়ে যাব যেখানে থাকছে 
1080×2400 পিক্সেল । তাছাড়া 90HZ রিফ্রেশের ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটি ডিসপ্লে তে। যায় একটী দারুন বিষয় বলে মনে হয়েছে আমার কাছে। তাছাড়া Google ব্রান্ড টি এই মোবাইল ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করেছে করনিং গরিলা গ্লাস। যা এই স্মার্টফোনটিকে প্রটেকশন জন্য ব্যবহার করেছে গুগল কোম্পানিটি। এছাড়া ডেনসিটি ppi হিসেবে পেয়ে যাব আমরা 418। যার ফলে এই ডিবাইস টি  ব্যবহার করার সময় আমরা রেজুলেশন ঠিক থাকি দেখতে পাবো। তবে এই স্মার্টফোনটি যে বিষয়ে কথা না বললেই নয় সেটি হল প্রসেসর
যেখানে অপারেটিং সিস্টেমে রান করার জন্য ব্যবহার করা হয়েছে Android 13 ভার্সন। এবং মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা মূলত হয় হেলিও টাইপের।

বডি ডেকোরেশন


195.5 গ্রাম ওজন ব্যবহার করেছে Google কোম্পানিটি তাদের এই স্মার্ট ফোনের মডেল টিতে। যেটাকে আমরা মিট ওয়েটের একই স্মার্টফোন বলতে পারি। তাছাড়া স্মার্টফোনটি আমরা বেশ কিছু কালারের পেয়ে যাব যেখানে থাকবে সাদা, সবুজ,স্নু কিউট কালার গুলোতে। অ্যালুমিনিয়ামের ফ্রেমের দেখা পেয়ে যাব স্মার্টফোনটির ব্যাকসাইডে। যেখানে আরো থাকছে করনিং গরিলা গ্লাস 6। মোবাইল ফোনটির ডিসপ্লের পাশাপাশি ব্যাক সাইডেও প্রোটেকশন রেখেছে গুগল কোম্পানিটি তাদের গ্রাহকের কথা মাথায় রেখে। স্মার্ট ফোনটিতে বরাবরের মতোই আমরা পেয়ে যাব ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার বাটন বডি রাইট সাইডে। তবে এখানে একটি ভালো দিক হলো পাওয়ার বাটন এর সাথে অ্যাড করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটাকে আমরা ফাস্টলি কাজ করতে দেখেছি। তাছাড়া  USB টাইপ C পোর্ট চার্জিং সিস্টেম, 3 .5mm হেডফোন জেক পেয়ে যাবে স্মার্টফোনটির বডি নিচের সাইডে। লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে সিম কার্ড ট্রে স্লট। যেখানে আমরা খুব সহজভাবে দুটি সিম ব্যবহার করতে পারব। তবে বডি লুকিং এর কথা বলতে গেলে আমি বলব অসাধারণ।

ক্যামেরা ফিচার এবং ব্যাটারি 


Google কোম্পানিটি তাদের এই নিউ মডেলটিতে ক্যামেরার দিকে একটু বেশি কেয়ার দিয়েছে বললেই চলে। 3 টি ক্যামেরা সেট করা হয়েছে স্মার্টফোনটির ব্যাক সাইডে। যেখানে আমরা পেয়ে যাব মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেন্সর, ও 2 মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। তার সাথে সেলফি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্স। যার মাধ্যমে এটা খুব সহজে বলা যেতে পারে যে এই স্মার্টফোনটি দিয়ে তোলা ছবিগুলো মোটামুটি ডিএসএলআর এর তোলা ছবিগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম হবে। তাছাড়া এই স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটিতে আমরা পেয়ে যাব 4355 MAH পাওয়ারের ব্যাটার।33W এর ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাব । যার মাধ্যমে  Google এর নিউ স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় এক ঘণ্টা সময়ের কাছাকাছি। যায় একটি সুবিধা জনক বিষয় বলে মনে হয়েছে আমার কাছে । তাছাড়া এই স্মার্টফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা মূলত Non Removable Lipo তাইপের। যা আমরা মোটামুটি ভালো মানের ব্যাটারি বলতে পারি খুব সহজে।

Google pixel 7 বর্তমান বাজার প্রাইস 


স্মার্টফোনটি আমরা 8GB Ram /128GB Rom হিসেবে পেয়ে যাব বর্তমান বাজারে।65,000 টাকা ব্যয় করলে আমরা বাংলাদেশের যেকোনো বাজার থেকে ক্রয় করতে সক্ষম হবো। তাছাড়া 50,290€ব্যয় করলে আমরা বর্তমান ইন্ডিয়ার যেকোন বাজার থেকে ক্রয় করতে পারবো আমরা। এছাড়া যারা ডলারের মাধ্যমে এই স্মার্টফোনটি ক্রয় করার চিন্তা চালাচ্ছেন তাদের খরচ করতে হবে 
579.98$। তবে যে বিষয়ে Google কোম্পানিটি তাদের জনপ্রিয়তা আগানোর জন্য সব সময়ের জন্য গ্রাহককে দিচ্ছে ২ বছরের গ্যারান্টি। জা আমরা দেখতে পাই অন্যান্য কোম্পানিরা তাদের ডিভাইস গুলো বিক্রি করার জন্য কিছুদিনের জন্য অফার দিয়ে থাকে। এটা বলা যায় যে এই মোবাইল ফোনটি আমাদের জন্য ভালো কিছু বয়ে এনেছে। তবে আপনাদের কি মনে হয় তা আমাদেরকে আপনাদের ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads