Ads

Infinix কোম্পানি তারা তাদের কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে আরও একটি স্মার্টফোন লজ করে দিয়েছে তারা । তবে বর্তমান ইনফিনিক্স কোম্পানি যে স্মার্টফোনটি লঞ্চ করেছে স্মার্টফোনের মডেলটি হলো infinix hot 20 s। মোটামুটি বাজেদের ভিতরে চমৎকার একটি স্মার্টফোন বলায় যেতে পারে । আকর্ষণীয় ফোনটিতে হাই লেভেলের ডিভাইস এবং ক্যামেরা ফিচার আরো রয়েছে ডিসপ্লের পারফরম্যান্স যা মোটামুটি হাই লেভেলের স্মার্টফোনগুলোর ভিতরে দেখা যায়। এই ডিভাইসটি কয়েক টি আকর্ষণীয় কালার নিয়ে চলে এসেছে আমাদের মাঝে। Infinix hot 20 s স্মার্টফোনটির প্রসেসর  দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফোনটিতে মিডিয়াটেক টিপসের ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে মিডিয়াটেক টিপসের প্রসেসর ব্যবহার করার কারণে স্মার্টফোনটি আরো আকর্ষণীয় হয়ে তুলেছে। এবার আসা যাক ফোনটির ক্যামেরার ফিচার কিংবা  বডি ডিজাইনের সম্পর্কে নিচে রিভিউতে সব রকমের সুবিধা এবং অসুবিধা তুলে ধরা হবে। আপনি যদি স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রিভিউ জুড়ে চোখ রাখতে ভুলবেন না।



Infinix hot 20s price in bangladesh | Infinix hot 20s in বাংলা রিভিউ,


ক্যামেরা ফিচার এবং সিকিউরিটি সিস্টেম 


ইনফিনিক্স কোম্পানির ক্যামেরার পারফরম্যান্স আমাদের সকলেরই কমবেশ জানা আছে। আমরা অনেকেই হয়তো জানি ইনফিনিক্স কোম্পানি তাদের স্মার্ট ফোন গুলোর মধ্য দিয়ে তাদের গ্রাহকদের ক্যামেরার দিকে খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকে। Infinix hot 20 s স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে যা খুবই আকর্ষণীয় বিষয়। প্রাইমারি ক্যামেরার হিসেবে সেন্সর দেওয়া হয়েছে 50 MP। আরো রয়েছে  2 Mp  সেন্সর , যার মধ্যে একটি হলো ডেপড সেন্সর আরেকটি হলো মেক্রো লেন্স। ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা  Led ফ্ল্যাশ, আরো সামনে একটি ডুয়েট ক্যামেরা সেটা করে দেওয়া হয়েছে । আর মেইন ক্যামেরা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 64 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। আরো সাথে আছে আল্ট্রা হোয়াইট 8 মেগাপিক্সেলের সেন্সর। আর সেলফি তোলার জন্য 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সিকিউরিটি সিস্টেমের প্রটেকশন রাখার জন্য স্মার্টফোনটিতে মাল্ট্রিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন দেওয়ার জন্য আরো কিছু সেন্সর দিয়েছে কোম্পানি যেমন 
গাইরো স্কোপ, প্রকিমিটি আরো নানারকম সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে ফোনটির ভিতরে।

ডিসপ্লে সাইজ 


6.78 ইঞ্চির সাইজের পরিমাণ একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। স্মার্টফোনটির ডিসপ্লে যে সাইজ দেয়া হয়েছে সেটা অবশ্য  মানানসই তার কারণে আমাদের সকলেরই ভালো লাগবে আশা করা যায়।
ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এখানে আপনাদের মাঝে অনেকের প্রশ্ন থাকতে পারে ডিভাইসটির প্রটেকশন করার জন্য কি ব্যবহার করা হয়েছে ? এখানে আমি বলব এই আকর্ষণীয় ডিভেন্সটিতে প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কার্নিং গরিলা গ্লাস 5।396 পিপিআই
পিক্সেল ডেনসিটি থাকার কারণে স্মার্টফোনটির ডিসপ্লে দেখতে  নজর কারর মত। এখানে আমরা এই স্মার্টফোনটিতে ব্রাইটনেসের পরিমাণ খুব ভালো পরিবার পেয়ে যাব যার কারনে আমাদের স্মার্টফোনটি বাহিরে কিংবা রোদে গেলে বেশি একটা সমস্যা দেবে না। এই ডিভাইসটিতে ডিসপ্লে সেকশনেও আমরা বেশ কিছু কালার পেয়ে যাব যে কালার গুলোর মাধ্যমে দিস পেতে খুব সুন্দর ব্রাইটনেস দেখতে পাবো। এই ডিভাইসটির আরো ভাল দিক হলো এখানে যে বেজেল লেস ব্যবহার করা হয়েছে সেটা খুব ন্যারো যার কারণে ডিসপ্লেটি আরো বেশি সুন্দর্য বৃদ্ধি পেয়েছে। 

মেমোরি এবং বডি ডিজাইন


বডি ডিজাইনের ক্ষেত্রে Infinix hot 20 S আমাদের বেশ নজর কারা। বডি ডিজাইনে হার্ট প্রটেকশন দিয়ে থাকে ইনফিনিক্স কোম্পানি যা আমরা বেশ কিছু স্মার্ট ফোনেই দেখতে পেয়েছি। এই স্মার্টফোনের বডি ডিজাইন সম্পূর্ণ প্লাস্টিকের আবরণ দ্বারা তৈরি। যার কারনে স্মার্টফোনটির বডি ডিজাইন আরো একটু বেশি স্ট্যান্ডার করে তুলেছে। স্মার্টফোনটির বডির ডানপাশের একটু নিচে দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ভলিউম আপ ডাউন বাটন। আর ভলিউম আপডাউন বাটনেরও একটু নিচে আমরা পেয়ে যাব পাওয়ার বাটন। যেহেতু স্মার্টফোনটির প্রটেকশন বডি ডিজাইন আরো অন্যান্য কিছু রয়েছে সে হিসেবে এই আকর্ষণীয় স্মার্টফোনটির ওজন 202 গ্রাম একটু বেশি হবে বলে মনে হয়।
তবে স্মার্টফোনটির উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে ফোনটির উপরের অংশ প্লেন রয়েছে। এবং সোজা আমরা যদি নিচে দিকে চলে আসি তাহলে আমাদের দেখা হয়ে যাবে usb tip সি পোর্ট চার্জিং সিস্টেম। তার সাথে 3.5mm অডিও জেক তো সাথে থাকছেই। তার পাশে আমরা আরো পেয়ে  যাব প্রাইমারি মাইক্রোফোন , আর তার একটু পাশে তো মাইক্রো স্পিকার গ্রিল তো থাকছে।
এবার যদি আমরা স্মার্টফোনটির বাম পাশের দিকে চলে যাই তাহলে সোজা-সুজি গিয়ে দেখা মিলবে স্মার্টফোনটির সিমকার্ডের ট্রে সাথে। smartphone এর সিম কার্ডের ট্রের ভিতরে  আমরা সর্বোচ্চ দুইটি সিম ব্যবহার করতে পারব। স্মার্টফোনটির মেমোরির পারফরম্যান্স আমাদের কাছে খুব ভালো লেগেছে যেখানে থাকছে 8জিবি তার সাথে আরো থাকছে এক্সটার্নাল 128 জিবি।

ব্যাটারি  পারফরমেন্স এবং প্রসেসর


Infinix hot 20s স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম রান করার জন্য ব্যবহার করা হয়েছে গুগলের এন্ড্রয়েড ভার্সন 12। এছাড়াও এখানে প্রসেসর হিসেবে থাকছে  মিডিয়াটে Mt 6781 হেলিও G 96 । প্রসেসরটি মূলত 7 ন্যানোমিটার দ্বারা তৈরি করা হয়েছে যার ফলে স্মার্টফোনটির ওয়েট একটু বেশি ফিল করা যাবে। এ প্রসেসরটা কে মোটামুটি আমরা সকলে অক্টা কোর হিসেবে চিনে থাকি। গেমিং গ্রাফিক্সের কথা যদি বলি তাহলে বলব হাই লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে Mali G 57 MC 2। তবে এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তার থেকে আরেকটু আপডেট প্রসেসর  ব্যবহার করলে হয়তো ভালো হতো । এই ডিভাইসটিতে ব্যাটারি পাওয়ার দেওয়া হয়েছে 5000 মিলি এম্পিয়ার এটা মোটামুটি হাই লেভেলের ব্যাটারির ক্যাপাসিটির পাওয়ার। যার সাথে থাকছে 18 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সিস্টেম।

Infinix hot 20s প্রাইস


এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে
18,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 12,999€ (রুপি)
স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর নিত্যনতুন স্মার্ট ফোন গুলোর ফিচার এবং বাজেট জানার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads