Lenovo কোম্পানী এ সময়ে আপডেট ল্যাপটপ রিলিজ করে গ্রাহকের নজর কেড়ে নিয়েছে ধারণা করা যায়। বর্তমান Lenovo কোম্পানিটি মোটামুটি হাই বা যেতে ভিতরে বেশ কিছু ল্যাপটপ বর্তমান অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মার্কেট প্লেসে রিলিজ করে দিয়েছে। আর সেই আকর্ষণীয় ল্যাপটপগুলো অন্যান্য হাই কোয়ালিটি কোম্পানির গুলোর ল্যাপটপের সাথে টক্কর দিয়ে ফেলেছে প্রায়। Lenovo কোম্পানিটি আরো একটি নতুন আকর্ষণীয় মডেল মার্কেটপ্লেস রিলিজ করেছে তারা ।যেটার বাজেট হিসেবে ডিভাইসটির পারফরম্যান্স খুব অসাধারন ফিল করতে পেরেছি আমরা। Lenovo Legion এ মডেলটি তারা আপনাদের মাঝে নতুন করে নিয়ে চলে এসেছে। অনেক গ্রাহকের কাছে প্রশ্ন থাকতে পারে নতুন কোম্পানি হিসেবে কি রকম পারফরম্যান্স দিতে পারবে? বাজেট হিসেবে কি রকম ফিচার পারফরম্যান্স রয়েছে এই ডিভাইসটিতে সে বিষয়বস্তু গুলো এই রিভিউর নিচে তুলে ধরা হলো ।
Lenovo legion এই দুর্দান্ত ডিবাইস টিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 16 ইঞ্চি এই সাইজ টিকে আমরা মাঝারি আকারের সাইজ হিসেবে গণনা করে থাকি। তবে আমার কাছে ডিসপ্লের ক্ষেত্রে একটি বিষয় মনে হয়েছে সেটি হলো এই ডিভাইসটির যে বেজেল লেন্স ব্যবহার করা হয়েছে সেটা আরো একটু কিছুটা নের
রাখা হতো তাহলে এই ল্যাপটপ টির ডিসপ্লে সৌন্দর একটু বেরে যেত, যেটা আসোলে পার্সোনাল আমার কাছে পারফেক্ট বলে মনে হয়নি, তবে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। এই ডিভাইসটি ব্যবহার করার সময় ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন দেখতে পাব1080/2400। এছাড়াও ভিডিও প্লে ব্যাক দেখার সময় রেজুলেশন কোন ঘাটতি দেখতে পাবো না। এছাড়াও আপনি ইনডোরে ব্যবহার করার সময় ব্রাইটনেস অসাধারণ পাওয়া যাবে। তবে আউটডোরে কোন সমস্যা হবে বলে মনে হয় না। আমাদের বাজেট হিসেবে কলম ডিসপ্লের পারফরম্যান্স ভালো পরিমাণেই পেয়ে যাবো।
এই আকর্ষণীয় ডিভাইসটির বডি ডিজাইন এর সেটআপের কথা না বললেই নয়। এই ল্যাপটপটির বডি ডিজাইন প্লাস্টিকের আবরণের ফিনিশিং দেওয়া হয়েছে। এই ল্যাপটপটির বডি ডিজাইনের প্লাস্টিকের আবরণের উপরে কার্বনের পলি ইউজ করা হয়েছে যার ফলে এই ল্যাপটপটির বডি ডিজাইনে কোন দাক
লাগলে সে টি মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ল্যাপটপটির বডি ডিজাইন এর একেবারে সাইড কর্নারে বাম পাশে এবং ডান পাশের উপরের কর্নারে Ligion লোগো সেটআপ করা হয়েছে যেটা এই ল্যাপটপটিকে আরো একটু গর্জেস করে তুলেছে। বডি ডিজাইনের বাম পাশের দিকে লক্ষ্য করলাম না দেখতে পাবো 3.5 mm অডিও হেডফোন জেক এবং তার সাথে ইউএসবি টেস্ট পোর্ট রয়েছে । এবার আসা যায় ল্যাপটপে ডান পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথমেই E সাটার বাটন রয়েছে । যার ফলে আপনারা এই E শাটার বাটন দিয়ে আপনারা ল্যাপটপটি অফ করে দিতে পারবেন। ওইটা আপনার ইচ্ছা মত করে নিতে পারবেন। এবং এই পাশেও আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাব। অন্যান্য কোম্পানি থেকে একটু আপডেট করে সে বলে আমার মনে হয়েছে । তবে এই ডিভাইসটির পিছনে দিকে দেখে আমার সকল আকর্ষণীয় পোড পেয়ে যাব যেমন যেখানে থাকছে তিনটি ফুল ইউএসবি A পোর্ট রয়েছে। তার সাথে আরও একটি ইউএসবি টাইপ C পোর্ট পেয়ে যাব ।
তার সাথে পাওয়ার ডেলিভারি স্পোর্ট পেয়ে যাব আমরা । যা খুবই আকর্ষণীয় একটি বিষয়। সোজাসুজি পিছনের কর্নারে পেয়ে যাব পাওয়ার পোর্ট এর দেখা।
এই কোম্পানিটি ডিভাইস বডি ডিজাইনের দিকে একটু বেশি কেয়ার দিয়েছে
বলে আমি আশাবাদী।
Lenovo এই আকর্ষণীয় কোম্পানিটির এই ডিভাইসটিতে আমরা খুবই ভালো মানের একটি প্রফেসরের দেখা পেয়েছি । 3.3 টাইপের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে । যেটাকে আমরা হাই বাজেটের বেশ কয়েকটি ল্যাপটপের ভিতরে আমরা এই সেন্সটি দেখতে পাই। তাছাড়াও Burst ফ্রিকোয়েন্সি তে রয়েছে 4.20 Ghz প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইনে দেওয়া হয়েছে Geforce Rtx 3050 Ti টাইপের সেনসর ।
এছাড়াও মেমোরি পারফরমেন্সে আমরা পেয়ে যাব 16 জিবি র্যাম। হাই বাজেট রেঞ্জের ভিতরে মোটামুটি অন্যান্য কোম্পানি থেকে এই ডিভাইসটির কোম্পানি একটু মোটামুটি মেমোরি এবং প্রেসারের দিক দিয়ে উন্নত মানের প্রসেসর ইউজ করেছে। এটি একটি ভালো ইফেক্ট বলা যেতে পারে । এছাড়া এই ল্যাপটপের ক্ষেত্রে আমরা যদি বেশি মেমোরি পারফরমেন্সের আশা করে থাকি তাহলে অবশ্যই একটি পেনড্রাইভ ইউজ করতে হবে।
Lenovo কোম্পানিটি নতুন দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের মাঝে যেই কোন ডিভাইসের পারফরম্যান্স অনুযায়ী প্রাইজ বা মূল্য খুব স্বল্প পরিমাণেই লঞ্চ করে থাকে। যে বিষয়টি আমরা Lenovo Legion মডেলটিতে দেখতে পাই।
ল্যাপটপটি আমরা যদি বাংলাদেশ মার্কেট থেকে ব্যবহার করতে চায় তাহলে আমাদের খরচ করতে হবে 3 লক্ষ্য 15 হাজার টাকা। ল্যাপটপটির পারফরম্যান্স এবং ফিচার সম্পর্কে আশা করি সকলের আইডিয়া হয়ে গেছে। তবে বাজেট হিসেবে এই ল্যাপটপটির পারফরম্যান্স আমার কাছে ফ্রেন্ডলি মনে হয়েছে।
তো আপনাদের কাছে এই ডিভাইসটির বডি ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ প্রসেসর এবং মেমোরি সেটআপ এর পারফরম্যান্স আপনাদের কাছে কেরকম লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন