Ads

 বরাবরের মতোই খুবই কম বাজেটের মধ্যে দারুন ফিচারের ল্যাপটপ  উদ্ভাবন করে যাচ্ছে Lenovo কোম্পানিটি । মোটামুটি লো রেঞ্জ এর ভিতরে  Lenovo কোম্পানি মার্কেটে রিলিজ করল আরও একটি নতুন ল্যাপটপ । সাধারণ lenovo কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে  মার্কেটে আনল আরও একটি নতুন  ল্যাপটপ  । কোম্পানিটির ধারাবাহিকতার মাধ্যমে মার্কেটে চলে আসলো নতুন মডেল Lenovo slim 3i ।  ল্যাপটপটি মার্কেটে রিলিজ হওয়ার পর থেকেই lenovo কোম্পানির লাভারদের মনে জাগ্রত হয়েছে আনন্দ । পারফরম্যান্সে অনেকটা ভালো হওয়া সত্ত্বেও ল্যাপটপটির  মিডিয়াম কোয়ালিটির বাজেটের মধ্যে রাখা হয়েছে । ল্যাপটপটি ব্যবহারে কি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের ? স্বল্প বাজেটের মধ্যে থাকা মডেলটি পারফরম্যান্স কেমন দিবে ? গেমিং ফিচারে মোবাইলটি কেমন পারফরম্যান্স দিবে ? আসুন এক নজরে জেনে নেওয়া যাক ।


Lenovo slim 3i বাংলা রিভিউস | lenovo slim 3i full Bangla specification

বডিবিল্ড 


ল্যাপটপটির ফুল বডিতে পেয়ে যাব প্লাস্টিক ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক কভার এর আবরণ ‌‌। ল্যাপটপটিতে দেওয়া হয়নি কোন প্রটেকশন গ্লাস । যার কারণে ফোনটি পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে । এই ল্যাপটপের পুরো বডির ওজন হলো মাত্র 1.65 কেজি। আর বরাবরের মতনই এই ল্যাপটপের ভিতরে আমরা পেয়ে যাব গ্রে কালার। যেটা হয়তো আমাদের মাঝে প্রায় সকলেরই পছন্দের একটি কালার। ল্যাপটপটির বডির দান দিকে পাওয়ার বাটন অপর প্রান্তে দেখা যায় মেমোরি এবং সিম কার্ড স্লট । ল্যাপটপটির নিচের দিকে উপস্থিত রয়েছে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং এর সাথে রয়েছে লাউডস্পিকার । এ নতুন ল্যাপটপের মডেলটি আকারে ততটা বড় নয় খুব সহজেই হাতের সাথে মানিয়ে নিয়ে ব্যবহার করা যাবে । ল্যাপটপটির বডি ডিজাইনের সবথকে বেশি যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে একটি পিছনের দিকে রাখা হয়েছে পেটান যুক্ত ডিজাইন যে বিষয়টি সবার নজরে আসবে খুব সহজেই । এছাড়াও ল্যাপটপের ভিতর আমরা ফুল সাইজের একটি কিবোর্ড পেয়ে যাব যেখানে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারব খুব সহজে। যার সাথে আমরা টাচ পেটাও খুব ভালো আকারের এবং সঠিক জায়গায় পেয়ে যাব।


 ডিসপ্লে এবং প্রসেসর ফিচার


প্রথমেই বলে নেয়া যাক মডেলটিতে আইপিএস এলসিডি টাইপের প্যানেল ব্যবহার করা হয়েছে । এলসিডি প্যানেলটিতে 15.মিলিয়ন কালার সাপোর্ট করবে । এলসিডি ফিচারে রয়েছে মাল্টিটাচ এর সুবিধা রয়েছে। জাতির আমরা সকল মোবাইল ফোনের ভিতরে দেখতে পাই । 15.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করার কারণে ল্যাপটপ কি  দিয়ে গেমিং পারফরম্যান্স এবং ভিডিও প্লেব্যাক খুব ভালোভাবে দেখা যাবে । এছাড়াও ডিসপ্লে কালেকশনে থাকছে এইচডি প্লাস রেজুলেশন 1080×1920 পিক্সেল  । ব্যবহারকৃত রেজুলেশনে ভিডিও প্লেব্যাক দেখার সময় ফেটে যাওয়ার কোন সম্ভাবনা নেই ‌। এছাড়াও ডিসপ্লে তে ২০০ নিটস ব্যবহার করা হয়েছে ব্রাইটনেস সেকশনে। এটা থেকে আমরা ইন্দরে খুব ইজি ভাবে ব্যবহার করতে পারব ল্যাপটপটি তবে আউটডোরে কিছুটা সমস্যা হতে পারে।   অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে গুগলের উদ্ভাবিত ভার্সন উইন্ডোজ11। 1.3 গিগাহার্জের quad-core প্রসেসর এর পাশাপাশি গেমিং গ্রাফিক্সে থাকবে Mali TB20 । ল্যাপটপটির  সফটওয়্যার ডাউনলোড এবং আপডেট এর জন্য অবশ্যই গুগোল ব্রাউজারকে ফলো রাখতে হবে । ল্যাপটপ টি থেকে  পাওয়া যাবে ভালো মানের প্রসেসর এবং গেমিং গ্রাফিক্স ।


ব্যাটারি এবং সিকিউরিটি সিস্টেম


non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে । ব্যাটারিটির ক্যাপাসিটিতে থাকছে 4000mAh মিডিয়াম কোয়ালিটি ভালো মানের পারফরম্যান্স । টকটাইম ব্যবহারে ল্যাপটপটি দিয়ে  20 ঘন্টা চালানো যাবে ‌‌। এখানে তারবিহীন চার্জিং সিস্টেম রাখা হয়নি । ল্যাপটপটির  সাথে যে চার্জার বক্স রয়েছে সেটি দিয়ে ল্যাপটপটিকে চার্জ দেওয়া যাবে । সিকিউরিটি অপশনে আমরা সবার আগেই পেয়ে যাব মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা কিনা খুব চমৎকার একটি বিষয়।। সেন্সরটির অবস্থান আন্ডার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে । ফিঙ্গারপ্রিন্ট কাজ করার ক্ষমতা অনেকটাই দ্রুত এবং নির্ভুল । এর সাথে তো থাকছেই  এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো , কম্পাস ইত্যাদি সিকিউরিটি ব্যবস্থা ‌‌। lenovo  কম্পানি তাদেরই ল্যাপটপটির ভিতরে  ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা নিয়েছে এই বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু দেখা যায় এই ডিভাইসটির ক্ষেত্রে । ব্যাটারি পারফরমেন্স ভালো থাকার কারণে দীর্ঘদিন ব্যবহার করা যাবে ল্যাপটপটি ।


দাম 


ভালো পারফর্মেন্স এর এই স্বল ল্যাপটপটিই  মূল্যে মার্কেটে পাওয়া যাচ্ছে । Lenovo শোরুম ছাড়াও দেশের বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে এই মডেলটিকে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । দেশের বাজারে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে 45,400 টাকা ।ল্যাপটপটির  প্রাইস দেখেই আমরা বুঝতে পারি এই  ল্যাপটপটির মূল্য মোটামুটি লো কোয়ালিটির ভিতরে থাকায় আমরা অনেকে এখনও অনেক করতে পারি যে এই ল্যাপটপটি ভালোভাবে ব্যবহার করা যাবে না দ্রুত গতির সাথে । এমনটা মনে করাটা অস্বাভাবিক কিছু নয় তবে অন্যান্য মডেল গুলোর মত এই ল্যাপটপটি  বেকাপ ফ্রিকোয়েন্সি অনেকটাই ভালো । যদি আমরা এই ল্যাপটপ টিকে  অন্যান্য দেশগুলো থেকে ক্রয় করতে চাই তাহলে আমাদেরকে কিছুটা কম খরচ করতে হতে পারে । কারণ বিভিন্ন দেশে কারেন্সি এর মাধ্যমে ল্যাপটপটি  গুলোর মূল্য নির্ধারণ করা হয় সে ক্ষেত্রে বিভিন্ন দেশে  ল্যাপটপটি মূল্য বেশি কম হয়ে থাকে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads