MSI কোম্পানির মোটামুটি হাই লেভেলের যে ল্যাপটপ গুলো রয়েছে সেগুলোর টোটাল পারফরম্যান্স টোটাল ধারাবাহিকভাবে ভালোই দেখতে পেয়েছি । MSI কোম্পানি মডেল 15 সিরিজের মধ্য দিয়ে মার্কেট প্লেসে এদের ল্যাপটপ কালেকশন অনেকটা এগিয়ে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন কোম্পানি ল্যাপটপ ব্যবহার করার জন্য ভালো মানের একটি ল্যাপটপ খুঁজে বেড়াচ্ছেন আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাদের স্টাডি কমপ্লিট করার জন্য একটি আকর্ষণীয় ল্যাপটপ খুঁজে বেড়াচ্ছেন, তাদের জন্য এই সিরিজটি মার্কেটে অনেকটা সুবিধা জনক ল্যাপটপ বলে মনে হয়েছে আমাদের। এছাড়াও এই ল্যাপটপটির ডিজাইন এবং লুকিং দেখার মতো। এছাড়াও এই ল্যাপটপটির মাধ্যমে কি কি সুবিধা পেয়ে যাব ব্যবহার করার সময় সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। আর আশা করা যায় এই ল্যাপটপটির সম্পর্কে ধারণা অর্জন করে ল্যাপটপটির ভালো মন্দ বিষয়গুলো আপনার এই বিবেচনা করতে পারবেন। তো কথা না বাড়ি এ ল্যাপটপটির পারফরমেন্সের দিকে যাওয়া যাক।(MSI modern 15)
আমরা এই ল্যাপটপটিতে দেখতে পেয়ে যাব 15.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে ।
এই ডিভাইসটিতে আইপিএস কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ।
আইপিএস কোয়ালিটির অন্যান্য ল্যাপটপগুলোতে আমরা কিন্তু চীন এবং
ভেজেল এর পরিমাণ অনেক বেশি দেখে থাকি । কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে চীন এবং ভেজেলের পরিমাণ অনেকটা চিকন দেখা গিয়েছে। যার ফলে ডিসপ্লে টিকে অনেকটা বেশি আকর্ষণীয় দেখায়। ল্যাপটপটির উপরে যে চীন রয়েছে
সেখানে একটি ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে যেটা মূলত আপনারা ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবে ।
এমনিতেও কিন্তু আমরা ল্যাপটপ গুলোতে খুব হাই কোয়ালিটির ক্যামেরা দেখতে খুবই কম পাই তবে এখানে দেওয়া হয়েছে 720 কিক্সেলের একটি ওয়েবক্যাম । এই ল্যাপটপটির ডিসপ্লেতে আমরা পেয়ে যাব ফুল এইচডি রেজুলেশন। এবার কথা বলা যাক এই ডিভাইসটির অপারেটিং সিস্টেম নিয়ে।
এখানে আরো আমরা দেখতে পেয়ে যাব এই ল্যাপটপটিকে অপারেটিং সিস্টেমে রান করানো হয়েছে windows 11 লিস্টেন্স এর মধ্য দিয়ে। এই ল্যাপটপটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Taiger Like এবং গ্রাফিক্সে রাখা হয়েছে
Intel lirs Xe গ্রাফিক্স । এটার মাধ্যমে আপনারা চাইলে মোটামুটি পরিমাণে অনলাইন গেম প্লে গুলো করতে পারবেন। তাতে আশা করি কোন সমস্যা দেখা দেবে না এই ল্যাপটপটিতে।
এই ল্যাপটপটির মূল যে আকর্ষণ রয়েছে সেটি হলো ল্যাপটপটির বডি ডিজাইন। বডির ডিজাইন এর উপর নবম জাতীয় একটি পাতলা আবরণ দেয়া হয়েছে যেটা অনেকটা আরামদায় অনুভূতি ফিল করাবে আপনাকে। ব্যাকসাইড কালারের উপর কোম্পানিটি রয়েছে ব্র্যান্ডিং দেখতে অনেকটাই নজর কাড়ার মতো এবং যে কারো কাছে ভালো লাগতে পারে আশা করা যায়। ল্যাপটপটি দেখতে অনেকটা মোটাসোটার মতো হলেও এর ওজন মাত্র 1 কেজি 700 গ্রাম। ল্যাপটপটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যাকলাইট কীবোর্ড। এই ল্যাপটপটির বডির একে বারে মাঝামাঝি বরাবর একটি টাচপেট রাখা হয়েছে।
ল্যাপটপটিতে 52 w পাওয়ারের এই ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে।
এই ল্যাপটপটি কে চার্জ দেওয়ার জন্য রয়েছে 65 ওয়ার্ডের চার্জার অ্যাডাপট।
চার্জিং সিস্টেম খুব ভালো এবং ব্যাটারির পারফরম্যান্স আমরা খুব ভালো পরিমাণে দেখতে পেয়েছি। দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এই ল্যাপটপটি পারফেক্ট বলে আমার মনে হচ্ছে।
অন্যান্য ফিচার এবং পারফরম্যান্সের পাশাপাশি এই ল্যাপটপে মেমোরি পারফরম্যান্স খুব বেশি নজর রেখেছে, এই ল্যাপটপটির কোম্পানি টি।
এই আকর্ষণীয় ল্যাপটপটিতে আপনারা internal memory স্টোরে । হিসেবে পেয়ে যাবে 8 জিবি র্যাম এবং এক্সটার্নাল হিসেবে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 512 জিবি রোম। এই ল্যাপটপটি সাধারণ ব্যবহার এবং কোন বিজনেস এর ক্ষেত্রে ব্যবহার করার জন্য মোটামুটি পারফেক্ট মেমরি সেটআপ দেওয়া হয়েছে। এবং যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু তাদের স্টডি বা বিভিন্ন শিক্ষামু্যলক কাজের জন্য এই ল্যাপটপ টিচার্স করতে পারেন। মেমোরি পারফরম্যান্স ভালো থাকার কারণে তারা এখানে তাদের যাবতীয় পড়াশোনা বিষয়ক ভিডিও এবং অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে সে কাজগুলো তারা খুব ইজিপ্ট করে নিতে পারবে।
এছাড়া আপনি যদি এই ল্যাপটপটি কে পার্সোনাল ভাবে ইউজ করতে চান তাহলে বেশি একটা আনএজি ফিল হবে না বলে আমি মন্তব্য জানাচ্ছি।
ল্যাপটপটি ব্যবহার করতে হলে আমাদের কত টাকা খরচ করতে হতে পারে ?
এ প্রশ্নটি কিন্তু আমাদের মাঝে অনেকেরই জাগতে পারে । এই ল্যাপটপটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া বা পুরো আন্তর্জাতিক মার্কেটেও পেয়ে যাব।
বাংলাদেশের ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে 73,000 টাকা। তবে মার্কেট থেকে ক্রয় করার সময় কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। এই অফারটি কোম্পানিটি সবসময়ের জন্য চালু করে রেখেছে। ইন্ডিয়ান মার্কেটে এই ল্যাপটপটি ক্রয় করার জন্য আমাদেরকে খরচ করতে হবে 61,990€রুপি।
আর এই ল্যাপটপটির আন্তর্জাতিক মার্কেটে মূল্য নির্ধারণ করা হয়েছে 639$।
তবে আরো একটি দুর্দান্ত আকর্ষণীয় খবর হলো এই ল্যাপটপটির কোম্পানি আমাদের সকলের জন্য অফার রাখছে দুই বছরের গ্যারান্টি। আপনার ব্যবহার ক্ষেত্রে সুবিধা জনক বয়ে আনতে পারবে বলে আমি আশাবাদী। এই ল্যাপটপটির ফিচার এবং স্পেসিফিকেশন এর পারফরম্যান্স আপনাদের কাছে কিরকম লেগেছে তা জানাতে অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের মাঝে পেশ করে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন