Ads

বর্তমানে সময়ে পেটে ভাত না থাকলেও প্রায় অনেক  মানুষের একটি স্মার্টফোনের অবশ্যই দরকার । কারণ বর্তমানে টেকনোলজির যুগে একটি স্মার্টফোনের সাহায্যে আপনি ঘরে বসে দেশ-বিদেশের সমস্ত খবর জানতে পারবেন এবং সমস্ত খবর নিতে পারবেন । তবে হ্যাঁ বলে রাখা ভালো এই স্মার্টফোনের অনেক দাম হয়ে থাকে । একজন সাধারন মানুষের পক্ষে এই স্মার্ট ফোন নেওয়া অনেক কষ্টকর  । তবে কিছু কিছু কোম্পানি আছে যেসব কোম্পানি সাধারণ মানুষের কথা চিন্তা করে হাতের নাগালের মধ্যে কিছু ফোন লঞ্চ করেছে । তো আমি আপনাদের এই আর্টিকেল এর মাধ্যমে মিডিয়াম টাকার মোবাইল oppo কোম্পানির Oppo f 21 s pro মডেলের মোবাইল ফোনের সম্পর্কে আলোচনা করব। এখানে অপ্পো কোম্পানি তাদের গ্রাহকদের কে 4 জি নেটওয়ার্ক সিস্টেম পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। তাছাড়া নেটওয়ার্ক সিস্টেম আমরা আরো দেখতে পেয়েছি ব্লুটুথ এর ভাষণে রয়েছে v5.0। আর জিপি এসে থাকছে A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS এগুলো ব্যবহার করার ফলে অপ্প কোম্পানি নতুন ডিভাইস দিয়ে আমরা ব্যবহার করার সময় নেটওয়ার্কের সিস্টেম নিয়ে আমাদের কোন টেনশন করতে হবে না এমনটাই বলা যাচ্ছে তাদের সার্ভিস গুলো দেখে। তবে দেখে নেওয়া যাক অপপো কোম্পানি এই অফারের সাথে আর কি কি সুযোগ দিচ্ছে তাদের গ্রাহকদেরকে এই একটি মডেলের ভিতরেই।


অপো এফ 21 এস প্রো দুর্দান্ত মানের মোবাইল  | Oppo f21s pro price in global


বডি ডিজাইন

বডি ডিজাইনের ক্ষেত্রে oppo এখানে বেশ কড়াকড়ি নজর দিয়েছে বলা যায় । বিল্ট কোয়ালিটিতে আমরা দারুন একটি ফিনিশিংয়ের দেখা পেয়েছি । যা দেখতে অনেকটা নজর কারা আমি আশা করি এটা আপনাদের কাছেও ভালো লাগবে । স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট পরিমাণ চিকন হওয়া সত্ত্বেও বডির নিচের দিকে 3.5 এম এম হেডফোন জ্যাক রয়েছে । স্মার্টফোনটির ঠিকনেস 7.7 মিলিমিটার যার ওজন ১৮২ গ্রাম । এখানে যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটি মূলত কর্ণিং গরিলা গ্লাস ফাইভ দ্বারা প্রটেক্টড । বিল্ট কোয়ালিটি অনেকটা মজবুত তারপরেও সাজেস্ট থাকবে একটি ব্যাক কভারের সাথে ব্যবহার করা । বডি ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে । বডির ডান পাশে google assistant বাটন এবং পাওয়ার বাটন রয়েছে যেগুলোর অবস্থান ঠিকঠাক বলেই মনে হয়েছে।

 ডিসপ্লে কোয়ালিটি

Oppo f 21 s pro স্মার্টফোনটির ডিসপ্লেতে সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে । 6.43 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা মাঝারি সাইজের মধ্যে রয়েছে । ডিসপ্লেতে থাকছি ৪১১ পিপিআই পিক্সেল ডেনসিটি । ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন রয়েছে যার কারণে আমরা প্লেব্যাক দেখার সময় কোন ঝামেলার মধ্যে পড়বো না । ডিসপ্লের প্রটেকশন এর কথা মাথায় রেখে realme এখানে কর্ণিং গরিলা গ্লাস ফাইভ এর প্রটেকশন দিয়ে দিয়েছে । এবার কথা বলা যাক ডিসপ্লের রিফ্রেশ রেট নিয়ে । এখানে আমরা দেখতে পেয়েছি 90 হার্য রিফ্রেশ রেট । 600 নিটস ব্রাইটনেস রয়েছে যেটার মাধ্যমে আমরা ডিরেক্ট সানলাইটেও ভালো পারফরমেন্স খুঁজে পাবো । এছাড়াও ছোটখাটো ফ্লাগশিপ স্মার্টফোন হিসেবে রিয়েলমির নতুন এই ভার্সনটিতে আমরা বেশ ভালো মানের ফিচার দেখতে পেয়েছি । 4500 মিলি এম্পিয়ার পাওয়ার এর মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে । এছাড়াও থাকছে ৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের সুবিধা । স্মার্টফোনটি ফুল চার্জ হওয়ার জন্য সময় নিবে মাত্র 44 মিনিটের মতো । এছাড়াও usb ক্যাবল এর সাহায্যে পাওয়ার ডেলিভারি করা যাবে থ্রি পয়েন্ট জিরো গতিতে ।

অপারেটিং সিস্টেম এবং মেমোরি

Oppo  UI 3.0 ভার্সনের গুগলের অ্যান্ড্রয়েড 11 এর আওতাভুক্ত রাখা হয়েছে স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমকে । মিডিয়াটেক ডিমেনসিটি 920 প্রসেসর ব্যবহার করা হয়েছে । এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা নতুন কোন প্রসেসর নয় এর আগেও আমরা অন্যান্য ফ্লাগশিপ স্মার্টফোনগুলোতে এই প্রসেসরের দেখা পেয়েছি । এটা মূলত একটি অক্টাকোর প্রসেসর । গেমিং গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটি অফার করেছে Mali - G68 । মেমোরি পারফরমেন্সে আমরা একটিটি ভ্যারিয়েন্ট এর দেখা পেয়েছি । 8 জিবি রেম এর সাথে থাকছে 128 জিবি রোম । তবে যে বিষয়টি না বললেই নয় এখানে আলাদাভাবে কোন মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়নি । 

Oppo f 21 s অফিসিয়াল প্রাইস 

স্মার্টফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আমরা সম্পূর্ণ একটি ধারণা পেলাম এবার আমরা জানবো এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে । যেহেতু এই স্মার্টফোনটি একটি ফ্লাগশিপ স্মার্টফোন সেহেতো বলা যেতে পারে এখানে আমরা ছোটখাটো বেশ ভালো ফিচার পেয়ে যাবো । স্মার্টফোনটির অফিশিয়াল ভার্সনটি ব্যবহার করার জন্য আপনাকে বাংলাদেশ মার্কেটে 29,990 টাকা গুনতে হবে । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে ডিভাইসটির মূল্য 21,490 রূপি এবং বর্তমান সময়ে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে 389.99 ডলার ।তবে বর্তমান সময়ে আপনি যদি  মিডিয়াম বাজেটের মধ্যে একটি ভাল মানের অফিসিয়াল ফ্লাগশিপ স্মার্টফোন ব্যবহার করতে চান তাহলে Oppo f 21 s  Pro  আপনাকে দারুন পারফরম্যান্স অফার করেছে আশা করা যায় । স্মার্টফোনটির ফেসিলিটি অনুযায়ী দামটা ঠিক আছে নাকি কম বেশি রয়েছে সে বিষয়ে যদি আপনাদের মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন । 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads