Ads

আমাদের মাঝে প্রায় অনেকেরই প্রশ্ন থাকতে পারে রিয়েলমি ফোন কেমন? বিষয়টি জানার জন্য রিয়েলমি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে আগে আমাদের জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক। বেশ কিছু সাল থেকেই বিভিন্ন দেশের বাজার গুলুর সাথে বাংলাদেশের স্মার্টফোন বাজারে রাজত্ব করছে রিয়েলমি কোম্পানি। বাজারে আসার পরেই তারা শাওমি কোম্পানিকে প্রথমে টার্গেট করে। শাওমি যে ফোন বের করে তারাও প্রায় কাছাকাছি স্পেসিফিকেশন দিয়ে কিছুটা কম দামে ফোন বাজারে ছাড়তে শুরু করে। ফলে খুব দ্রুততম সময়ে বিশ্ববাজারের সাথে  বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি জনপ্রিয়তা পেয়ে যায় । যারা ইতোমধ্যে রিয়েলমির ফোন কিনে ফেলেছেন বা রিয়েলমি ব্যবহার করছেন। অথবা যারা রিয়েলমি মোবাইল ফোন কিনবেন ভাবছেন তাও আবার মিডিয়াম বাজেটের ভিতরে তাহলে realme কোম্পানির নতুন মোবাইল ফোনের মডেলটি আপনার জন্য সেরা ফোন হিসেবে হতে পারে । যেখানে তারা বিশ্ববাজারে রিসেন্টলি নিয়ে এসেছে Realme c 33। তো  যারা ‌‌ রিয়েলমি কোম্পানির নতুন মোবাইল ফোনের মডেলের  স্পেসিফিকেশন জানতে চান তাদের সবার জন্যই আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তু থাকছে।


রিয়েলমি ছি ৩৩ বর্তমান সময়ে চমৎকার ফোন | Realme c 33 price in india

 

Realme c 33  বডি ডিজাইন 

আকর্ষণীয় মানের বডি ডিজাইন এর সাথে ডিসপ্লেতে দেওয়া হয়েছে দারুণ ফিনিশিং । বডি ডিজাইন মনোরঞ্জন হওয়ার কারণে প্রথম নজরে যে কারো নজর কেড়ে নিতে পারে মোবাইল ফোনটি। মোবাইলটি আকারে 6.41 ইঞ্চি দৈর্ঘ্য , 2.98 ইঞ্চি প্রস্থ এবং 0.35 ইঞ্চি প্রশস্ত । মোবাইলটি ওজনে প্রায় 187 গ্রাম রয়েছে । ওজনে ততটা বেশি না হওয়ার কারণে হাতে অথবা পকেটে খুব সহজে ব্যবহারযোগ্য হবে মোবাইল ফোনটি। বডি ম্যাটারিয়ালে রয়েছে গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক । কালো , সবুজ এবং নীল কালার সহ ‌ আরো ভিন্ন কালারে মার্কেটে পাওয়া যাবে । এই মোবাইল ফোনের উপরে সাইটে দেখতে পাবেন আপনারা হেডফোন। ডান পাশে বরাবরের মতো ভলিউম বাড়ানো কমানো বাটন, google আইকন বাটন। আর মোবাইল ফোনটি নিচে সাইটে দেখতে পাবেন ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট,3.5mm হেডফোন জেক। এবং বাম সাইডে সিম কার্ড ট্রে স্লট থাকছে যেখানে আপনারা দেখতে পাবেন ব্যবহার করার অপশন। এই মোবাইল ফোনের বডি ডিজাইন হাই ক্যাটাগরির হওয়ায় ফোনটি যে কারো পছন্দ হয়ে যেতে পারে প্রথম দেখায়। এক কথায় বলতে গেলে ফিদা  হওয়ার মতো বডি ব্যবহার করা হয়েছে।

Realme c 33 ডিসপ্লে ও প্রসেসর 

Realme c 33 নতুন মডেলের ভিতরে realmi কোম্পানি এমনের টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে যেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড। যেটা দৈর্ঘ্য হল 6.5 ইঞ্চি। এছাড়াও ফোনটির ভিতরে আপনারা ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন 400 নিটস ব্রাইটনেস যেখানে আপনারা আপনাদের পরিমাণ মত ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে সক্ষম হবেন। এছাড়াও মোটামুটি ভালো মানের এইচডি রেজুলেশন ব্যবহার করেছে মোবাইল ফোনটির ভেতরে রিয়েল মি কোম্পানি যেখানে আমরা দেখতে পেয়েছি 720 x 1600 পিক্সেল।120Hz রিফ্রেস রিটে রেখেছে realme কোম্পানি যাতে তাদের গ্রাহকদের মোবাইল ফোনের ডিসপ্লে তে কোন কালারের অভাব না পড়ে। 270 পি পি আই ডেন্সিটি দেখা পেয়ে যাবেন আপনারা মোবাইল ফোনটির ডিসপ্লের ভিতরে। এই মোবাইল ফোনে ডিসপ্লে ফিনিশিং এতটাই সুন্দর হয়েছে যে মোবাইল ফোনের বডি র সাথে ডিসপ্লের কোন ফাঁক থাকবে না সম্পূর্ণ মিস এমনটা দেখতে পাবেন। অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করেছে realme কোম্পানি এই মডেলের ফোনটিকে অপারেটিং সিস্টেমকে রান করার জন্য। Mediatek MT6877V quality চিপসের ব্যবহার করা হয়েছে ফোনটির প্রসেসরের ভিতরে। এটা থেকে আমরা Joss  লেভেলের পারফরম্যান্স পেতে পারবো এটা আশা করা যায়।

ব্যাটারি ও ক্যামেরা ফিচার 

বরাবরের মতোই realme কোম্পানি এই মোবাইল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি তে 5,000MAH পাওয়ার ব্যবহার করেছে যেটার non removable lipo ধরনের ব্যাটারি। এছাড়াও ব্যাটারি ফাস্ট চার্জিং এর জন্য কেবলের পাওয়ার ব্যবহার করেছে realme কোম্পানি 10 w। যেটা ব্যবহার করার ফলে মোবাইল ফোনটি সম্পূর্ণ বা পরিপূর্ণ চার্জ হতে 120 মিনিট সময় নেবে প্রায়। তো বুঝতেই পারতাছেন বন্ধুরা এই জায়গায় ব্যাটারির সম্পর্কে আমাদের কোন দুশ্চিন্তা করা প্রয়োজন হবে না বলে আশা করা যায়। এছাড়াও মোবাইল ফোনটি দিয়ে আমরা এক থেকে দেড় দিন সুন্দর মতো ব্যবহার করতে পারব। এই মোবাইল ফোনের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেট করেছে রিয়েল মি কোম্পানি। পুরোপুরি ত্রিভুজ আকারে ফ্রেম প্রতিটা এক্সট্রা করে এক একটা ফ্রেমে বন্দী। যেখানে আপনারা মেইন ক্যামেরার হিসেবে দেখতে পাবেন 5o মেগাপিক্সেলের সেন্সর, 2 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের মেক্রো ক্যামেরা সেন্সর, আর সেলফি ক্যামেরা জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এই মোবাইলে তোলা ছবিগুলো আমাদেরকে খুব সুন্দর ও ভালো মানের পারফরম্যান্স দিতে পারবে এমনটাই বুঝা যাচ্ছে ক্যামেরা সেন্সর গুলো দেখে।

Realme c 33 বর্তমান মূল্য 

এই মোবাইল ফোনটি আমরা সর্বোচ্চ দুই টি স্টোরেজ হিসেবে বর্তমান মার্কেটপ্লেইজে দেখতে পেয়েছি যেখানে আপনারা দেখতে পাবেন 3 GB Ram/32 GB Rom,4 GB Ram/64 GB Rom।12,999 টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমান বাংলাদেশের যে কোন বাজারে 3 GB Ram/32 GB Rom এই ভেরিয়ান্টের মোবাইল ফোনটির। ইন্ডিয়া থেকে ক্রয় করতে হলে আমাদেরকে ব্যয় করতে হবে 8,999€। আর আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা এই মোবাইল ফোনটি ডলারের মাধ্যমে বা গ্লোবাল বাজার করতে চাচ্ছেন তাদেরকে খরচ করতে হবে মোবাইল ফোনের পেছনে 139.99$। তবে এই মোবাইল ফোনটি যদি আপনারা বাংলাদেশ থেকে ক্রয় করেন তাহলে অবশ্যই যে কোন শোরুম থেকে ক্রয় করার মাধ্যমে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা আপনারা কোন দেশ থেকে এ মোবাইল ফোনটি ক্রয় করতে চাচ্ছেন এবং রিভিউটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন ।✓

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads