Ads

কম বাজেটের মধ্যে ভালো পারফরর্মেন্স এর মোবাইল ফোন উদ্ভাবন করার জন্য realme কোম্পানির জনপ্রিয়তা ব্যাপক । Realme কোম্পানি তাদের মার্কেটপ্লেসে নিত্য নতুন স্মার্টফোন রিলিজ করার মাধ্যমে গ্রাহকের হাতে হাতে পৌঁছে দিচ্ছে স্বল্পমূল্যের ভিতরে ভালো মানের স্মার্টফোন । তাদের উদ্ভাবিত মডেলগুলো বাজেটে অনেকটা সস্তা বলে তাদের কাস্টমার গুলো খুব সহজে তাদের প্রোডাক্ট গুলো হাতের নাগালে রাখতে পারে । Realme কোম্পানিটির হাত ধরেই মার্কেটে চলে আসলো Realme c 55 । সব মিলিয়ে এই মোবাইলটি আমার কাছে পার্সোনাল ভাবে অনেকটাই ভালো লেগেছে । আমরা যারা খুবই কম বাজেটের মধ্যে ভালো মানের মোবাইল ফোন খুঁজে বেড়াচ্ছি এই মডেলটি তাদের কাছে হতে পারে সেরা স্মার্টফোন । স্মার্টফোনটিতে আমরা কি কি ফিচার পাবো ? এখন তা জেনে নেওয়া যাক নিচের রিভিউ থেকে।।



Realme c 55 মডেলের স্মার্টফোনটির সম্পূর্ণ বিস্তারিত | realme c 55 full reviews in bangla




বডি লুকিং 


পাঞ্চ হোল স্টাইল এর বডি টাইপ এর পাশাপাশি রোমাঞ্চকর লুক দেওয়া হয়েছে Realme কোম্পানির নতুন মডেলটিতে । বডির ডানপাশে ভলিউম এবং পাওয়ার বাটন এর সাথে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন । বামদিকে থাকছে মেমোরি এবং সিম কার্ড স্লট । মোবাইলটির নিচের দিকে থাকছে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং এর সাথে থাকবে লাউডস্পিকার এর সুবিধা । ফোনটির বডিতে কোন প্রটেকশন ব্যবহার করা হয় নি যার ফলে আমার সাজেশন থাকছে একটি ব্র্যাক কাভার ইউস করার । বডিতে খুব সহজেই দাগ পড়ার সম্ভাবনা খুব কম রয়েছে ।  189 গ্রামের হালকা এই মোবাইলটিকে কালো , সবুজ , গোলাপি এবং নীল ভিন্ন চারটি কালারে মার্কেটে পাওয়া যাবে । স্পট ডেড বডি ডেকারেশন অনেকটা ঘোষনা দেয়ার কারনে আমরা ব্যাক সাইডে দেখতে পাবো আকর্ষণীয় এবং খুবই ভালো মানের পেটান আকৃতির ডিজাইন । এছাড়াও বডি ডিমেনসিয়েশনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবো 7.2mm। যা থেকে খুব সহজে বলা যায় যে এই ল্যাপটপের বডি আমরা খুব সহজেই ব্যবহার করতে পারব।

ডিসপ্লে কোয়ালিটি এবং প্রসেসর ফিচার 


এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেলের আইপিএস এলসিডি ক্যাপাচিতিভ টাইপের এলসিডি প্যানেল রয়েছে এই মোবাইল ফোনটির ভিতরে ‌‌। ডিসপ্লে প্যানেলটিতে 16 মিলিয়ন কালার সাপোর্ট করবে । মোটামুটি বড় 6.72 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে প্যানেল রয়েছে । আমরা অনেকেই যারা গেম-প্লে এবং ভিডিও প্লেব্যাক দেখার জন্য বড় সাইজের মোবাইল পছন্দ করি এই মোবাইলটি তাদের জন্য হতে পারে সেরা মোবাইল ফোন। উন্নত মানের ব্রাইটনেস ব্যবহার করার কারণে আমরা এই ডিভাইসটি ইনডোর কিংবা আউটডোরেও খুব ইজি ভাবে ব্যবহার করতে পারব । ডিসপ্লে ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ এর সুবিধা ‌‌ ব্যবহার করা হয়েছে 60Hz। অপারেটিং সিস্টেমে গুগলের উদ্ভাবিত এন্ড্রয়েড ভার্সন 13 ব্যবহার করা হয়েছে । ইউনিসক চিপসেটের পাশাপাশি রয়েছে 680 MHz এর জিপিউ । মিটারের মধ্যে থাকা এই স্মার্টফোনটিকে গুগোলের সর্বশেষ অথবা লেটেস্ট ভার্সন ব্যবহার করা হয়েছে । এছাড়াও ডিভাইসটির ভিতরে মিডিয়াটেক কোয়ালিটি চিপসের ব্যবহার করা হয়েছে। আর যে সেটার জিপিওতে থাকছে অক্টাকোর টাইপের। যেটা থেকে আমরা এই মোবাইল ফোনের পারফরম্যান্স খুব ভালো মানের পাবো এমনটা আশা করতে পারি ।

ক্যামের এবং ব্যাটারি ব্যাকআপ 


এই আকর্ষণীয় দুর্দান্ত পারফরমেন্সের ফোনটির ব্যাক সাইডে আমরা দুটি ক্যামেরা সেট করা হয়েছে এমনটা দেখতে পেয়েছি। যেখানে দোনোটাই এক্সট্রা গোল ফ্রেমে আলাদা আলাদা বন্দি। যেখানে আমরা মেইন ক্যামেরা সেঞ্চুরি হিসেবে পেয়ে যাব 64 মেগাপিক্সেল, আর আল্ট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর হিসেবে পেয়ে যাব 2 মেগাপিক্সেলের। আর যেখানে আমরা দেখতে পেয়েছি এই ক্যামেরা সম্পূর্ণ ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে 1080 সাপোর্টেড পর্যন্ত। এছাড়াও ডিভাইসের সামনের দিকে ডিসপ্লের উপরে গোল আইকনের মতো আরও একটি ক্যামেরা পেয়ে যাব যেটা মূলত সেলফি তোলার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে যেখানে আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেখানেও আমরা ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন দেখতে পেয়েছি 1080 সাপোর্টেড পর্যন্ত। এছাড়াও এই  মোবাইলের  ব্যাটারির ক্যাপাসিটি তে 5,000 MAH পাওয়ার দেখতে পেয়েছি। এই ল্যাপটপের ব্যাটারিতে মূলত Non Removable Lipo সিস্টেমের। এছাড়া realme কোম্পানি এই ব্যাটারীকে সতেজ রাখতে কেবল এর ভিতরে পাওয়ার ব্যবহার করেছে 33 ওয়ার্ড। যার মাধ্যমে এই মোবাইল ফোনটি সম্পূর্ণ বা পরিপূর্ণ চার্জ হবে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময়ে। আবার আমরা ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাব এক থেকে দেড় দিন খুব ইজি ভাবে।

দাম নির্ধারণ

 

অফিশিয়ালভাবে মোবাইলটিকে মার্কেটে প্রথমবারের মতো রিলিজ করা হয়েছে । বিভিন্ন মার্কেটপ্লেসগুলো ছাড়াও realme নতুন মডেলটিকে শোরুমে পাওয়া যাচ্ছে । কম বাজেটের মধ্যে আমরা যারা ভালো কালেকশন পাওয়ার প্রত্যাশী তাদের জন্য এই মডেলটি হতে পারে সেরা । পারফরম্যান্স অনুযায়ী মোবাইলটির বাজেট ততটা বেশি নয় । বাংলাদেশের শোরুম এবং মার্কেটপ্লেসগুলোতে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে 18,000 টাকা । এই স্মার্টফোনটিকে মার্কেটে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবেই পাওয়া যাবে । তবে আপনি যদি ইন্ডিয়ার মার্কেটপ্লেসগুলোতে কে এই স্মার্টফোনটিকে ক্রয় করতে চান তাহলে কিন্তু কিছুটা কম টাকা খরচ করে ব্যবহার করতে পারবেন ফোনটিকে ।এছারাও 239$ নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজার গুলোর ভিতরে। এছাড়াও আপনারা এই ডিভাইসটি কোন দেশ থেকে ব্যবহার করতে ইচ্ছুক তা আমাদের অবশ্যই আপনার সুন্দর একটি আঙ্গুলের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads