Ads

Redmi  কোম্পানি আমাদের মাঝে কিছুদিন পর পরই  নতুন ফোন লঞ্চ করে যাচ্ছে । আশা করি আমাদের সকলেরই রেডমির কোম্পানির সম্পর্কে ধারণা আছে। redmi কোম্পানি আমাদের মাঝে আরো একটি চমৎকার স্মার্টফোনের মডেল নিয়ে চলে এসেছে মডেল কি হলো redmi note 12 Pro। স্মার্টফোনটি বাংলাদেশে প্রায়  বেশ কিছু মাস আগে রিলিজ করা হয়েছে। যার কারণে বর্তমান স্মার্টফোনটির প্রাইস আগের থেকে কিছুটা কম। বর্তমানে মার্কেটে থাকা হাই কোয়ালিটি ফোন গুলোর কোম্পানির মধ্যে redmi কোম্পানির কথা না বললেই নয়। Redmi note 12 Pro এই আকর্ষণে স্মার্টফোনটি আমরা বর্তমান মার্কেটে মোটামুটি মিডিল রেঞ্জ এর বাজেটের ভিতর পেয়ে যাব। আজকের রিভিউতে আপনারা জানতে পারবেন এই আকর্ষণীয় স্মার্টফোনটির ডিটেলস এবং পারফরম্যান্স। সম্পূর্ণ  রিভিউ জুড়ে চোখ রাখুন স্মার্টফোনটির ফিচার সম্পর্কে ধারনা জানতে হলে।


Redmi note 12 pro price in bangladesh | redmi note 12 pro বাংলা রিভিউ,


 ব্যাটারি পারফরম্যান্স এবং ক্যামেরা ফিচার


Redmi কোম্পানি তাদের সকল স্মার্টফোনেই হাই লেভেলের ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। আর Redmi note 12 Pro এই আকর্ষণীয় স্মার্টফোনটি্য ক্যাপাসিটিতে  5,000 মিলি এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে। Redmi কোম্পানির ব্যাটারি ব্যাকআপের জন্য  ব্যাটারি ব্যাকআপ কোম্পানিও বলা হয়ে থাকে । তবে মিড রেঞ্জের বাজেটের ভিতর মোটামুটি সব কোম্পানির তাদের স্মার্ট ফোনে 5000 মিলি এম্পিয়ার ব্যবহার করে থাকে। Redmi note 12 Pro স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব 33 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড। এই স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ডুয়েট ক্যামেরা সেটআপ । যেখানে আমরা দেখতে পাবো 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের 2 টি শুটার রয়েছে। সামনের ক্যামেরায় 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যা সেলফি তোলার জন্য পারফেক্ট বলে মনে হয়েছে। Redmi note 12 Pro এই ডিভাইসটির ক্যামেরার ফাংশনের  দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 16 মেগাপিক্সেলের অয়াইট সেনসর তার সাথে আরো থাকছে  108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।


ডিসপ্লে এবং মেমরি ফিচার 


Redmi note 12 Pro এবার আসা যাক ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরার ফিচার পারফরমেন্সের দিকে। তাহলে সর্বপ্রথম  চলে আসি  ডিভাইসটির ডিসপ্লের দিকে যদি একটু লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো 6.67 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।এই স্মার্ট ফোনটিতে। আর তার পাশাপাশি আরো থাকছে ফুল এইচডি রেজুলেশন 1080 x 2400 পিক্সেল। এই ডিভাইসটিতে আরো একটি আকর্ষণীয় দিক হলো এই ডিভাইসটিতে আইপিএস এলডিসি প্রাইভেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা মোটামুটি আপনার ডিসপ্লে কে প্রটেকশন দিয়ে রাখবে। এই ডিভাইসটিতে আরো থাকছে 500 নিটস ব্রাইটনেস
যা আরো হাই কোয়ালিটি সেটগুলোতে দেখাতে যায়। প্রয়োজনমতো আপনি ডিভাইসডের ব্রাইটনেস ব্যবহার করতে পারবেন। এই স্মার্ট ফোনটির আরো একটি আকর্ষণীয় বিষয় এটা জানার পর হয়তো আপনারা চমকে যেতে পারেন এই মডেলের 3 তিনটি ভার্সন চলে এসেছে আমাদের মাঝে 6/128 এবং 8/128 আরো থাকছে 12/256 জিবি। ফুল এইচডি রেজুলেশন এর সাথে থাকছে সুপার অ্যামোলেড । এই আকর্ষণীয় ডিভাইসটিতে আরো থাকছে 395 পিপিআই পিক্সেল ডেনসিটি । এই ডিভিসটিতে  ইন্টার্নাল মেমোরি হিসেবে থাকছে 12 জিবি রেম। আরো থাকছে 256 জিবি রোম। যা আমরা এই ডিভাইসটি থেকে আরও হাই কোয়ালিটির ফোন গুলুর ফিচার দেখতে পেয়ে থাকি।

নেটওয়ার্ক পারফরম্যান্স এবং বডি ডিজাইন 


এই স্মার্টফোনটি নেটওয়ার্কের পারফরম্যান্সের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই আমরা দেখতে পাবো এই ডিভাইসটির নেটওয়ার্ক সর্বোচ্চ 5 জিবি  নেটওয়ার্ক পেয়ে যাব। তার সাথে 2 জিবি 3 জিবি 4 জি বি নেটওয়ার্ক তো থাকছেই। Realme note 12 Pro এই ডিভাইসটির দুর্দান্ত চমৎকার একটি বডি ডিজাইন দেখতে পারবো। এই আকর্ষণীয় স্মার্টফোনটির ওজন 187 গ্রাম ।
তবে স্মার্টফোনটির ওজন বেশি নয় আমার কাছে  পারফেক্ট লেগেছে । এই স্মার্টফোনটি বেশ কিছু আকর্ষণীয় কালারে মার্কেটের পেয়ে যাবে যেরকম 
 black, blue and white। ভলিউম আপডাউন বাটন আমরা ডিভাইসটির ডান পাশেই পেয়ে যাব, তার কিছুটা নিচে পেয়ে যাব আমরা পাওয়ার বাটন। তবে এখানে আরেকটি সুখবর আছে পাওয়ার বাটন এর সাথেই সেট করা হয়েছে মাল্ট্রিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme note 12 Pro এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পারফরমেন্স খুব সুন্দর পারফেক্টলি লেগেছে। এই ডিভাইসটিকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। স্মার্টফোনটি নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্মার্টফোনটির চার্জিং সিস্টেম ইউএসবি পোর্ট এর সাথে থাকছে টাইপ সি। আরো থাকছে 3.5 এম এম অডিও জেক।

মূল্য বা প্রাইস


এবার আসা যাক স্মার্টফোনটির প্রাইসের দিকেই। এই আকর্ষণীয় স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা পরিমাণ খরচ করতে হতে পারে। Redmi note 12 pro এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে বাংলাদেশী টাকায় খরচ করতে হবে 6/128=36,000 টাকা এবং 8/12 এই ভার্সনটি ব্যবহার করলে আপনার খরচ করতে হবে 38,000 টাকা। এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে আন্তর্জাতিক মার্কেটে হিসেবে ব্যয় করতে হবে $ 379.99। এই স্মার্টফোনটির ফিচার এবং পারফরম্যান্স সম্পর্কে আমরা   উপরের রিভিউতে জানতে পারলাম । আশা করি স্মার্টফোনটির ফিচার পারফরম্যান্স  সবার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে 
 স্মার্টফোনটির ফিচার পারফরম্যান্স কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads