Ads

স্বল্প মূল্যে উন্নত মানের 5 জি বি নেটওয়ার্ক নিয়ে রেডমির কোম্পানি নতুন স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাজারে চলে এলো  আর সাথে থাকছি উন্নতমানের হাই কোয়ালিটির  ব্যাটারি ব্যাকআপ। আরো আছে চমৎকার স্মার্টফোনটির ফিচার। স্মার্টফোনটিকে তার ব্যাটারি ব্যাকআপের জন্য ডিভাইসটিকে ব্যাটারি কিং ফোন বলে থাকে। রেডমি কোম্পানির নতুন রিলিজ করা স্মার্টফোনটির মডেল হলো redmi note 12 Pro। স্বল্প মূল্যের মিডল রেঞ্জের বাজেটের ভিতর 5000 এমএস ব্যাটারি পাওয়ারের চাহিদা বাড়াতে সক্ষম হয়েছে এই স্মার্ট ফোনটির কোম্পানি। তবে অন্যান্য মডেল গুলো থেকে সচরাচর আমরা এই দামের ভিতরে ভালো মানের ফিচার দেখা যায় না । এক ক্ষেত্র এই স্মার্টফোনটির জনপ্রিয়তা অনেক বেড়েছে। Redmi note 12 Pro ডিভাইসটির ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা সকল কিছুই নিচের রিভিউতে বুঝানো  হল।



Redmi note 12 pro price in bangladesh | Redmi note 12 pro বাংলা রিভিউ,


ক্যামেরা ফিচার 


স্মার্টফোনটির ক্যামেরার কালেকশনের রয়েছে ডুয়েট ক্যামেরার সেটআপ।
ক্যামেরা কালেকশনের জন্য এই আকর্ষণীয় ডিভাইসটি ভালো মানের ফিচার দিতে পারবে । প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের
বিউটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে আমরা প্রাইমারি ক্যামেরাগুলোতে পেয়ে যাব  সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ, এইচডি আর, নাইস শট,
পানুরামা এবং ফিল্টারের মত আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে।1080 পিক ছেলে যে কোন ভিডিও রেকর্ড করা যাবে তাতে কোন সমস্যা হবে না। ফ্রন্ট ক্যামেরায় পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ক্যামেরার আইকন তুলনামূলকভাবে একটু বড়ই দেখা যাচ্ছে। আন্ডার ডিসপ্লে তে ক্যামেরা দুটির অবস্থান খুব পাশাপাশি। সেলফি ক্যামেরা দিক ও সেম যেকোন ভিডিও 1080 
পিকছেলে   রেকর্ড করা যাবে। এই স্মার্টফোনটি দিয়ে আপনি যদি বেশি ভালো মানের ছবি আশা করে থাকেন তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য নয় কারণ  এই মেগাপিক্সলে ভালো মানের ছবি ক্যাপচার প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ডিসপ্লে সাইজ


Realme note 12 pro স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির আই পি এস এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে , তবে যারা মোটা মুটি বড় স্মার্টফোন পছন্দ করেন  
তাহলে এই ডিভাইসটি আপনার জন্য একে দুর্দান্ত স্মার্টফোন হবে। 
এছাড়াও রয়েছে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও দেখার সুবিধা অর্থাৎ 
1080 পিক্সেলের যেকোন ভিডিও দেখতে আপনার কোন সমস্যা হবে না বলে আমি আশাবাদী। আইপিএস টাইপের এলডিসি প্যানেল দেখা যাবে।
ওয়াটার ড্রপ notch ডিসপ্লে ব্যবহার করার আমরা এটা বলতে পারি যে এই স্মার্টফোনটির ডিসপ্লে অনেকটাই প্রটেকশনে রয়েছে। তার সাথে রয়েছে আরো কর্নিং গরিলা গ্লাস 3 । 
এইচডি ডিসপ্লেটির ঘনত্ব  395 পিপিআই   ডেনসিটি । ডিসপ্লে টিতে নোটিফিকেশন
এইচডির উপস্থিতি দেখা যায়নি অবশ্য। টাচ স্কিনে আরো পাওয়া যাবে 
হারজ রিফ্রেসের রেট । ডিসপ্লে তে  আরো প্রোটেকশন দেওয়ার জন্য রয়েছে
2.5D গ্লাস। প্যানেলটিতে রেজুলেশন ব্যবহার করা হয়েছে  1080×2400
পিক্সেল।


বডি ডিজাইন এবং মেমোরি সেটআপ


বডি ডিজাইনের কথা বলতে গেলে সর্বপ্রথম চোখ পড়ে যাবে বক্স টাইপের
বডি ডিজাইনের উপর। উপরে একবার বলেছি যে এই ডিভাইসটির অপর
 সাইটে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে আবার তার উপর প্লাস্টিকের আবরণ রয়েছে যার কারণে গ্লাসটির ব্যাকসাইড এর কথা বলতে গেলে আমি বলব জাস্ট ওয়াও। রেডমি কোম্পানি এই স্মার্টফোনটিতে বডি ডিজাইনের
ফিচার সম্পর্কে একটু বেশি প্রটেকশন দিয়েছেন ফেলেছে।
এই স্মার্ট ফোনটি তিনটি কালারে মার্কেটে আপনারা মার্কেটে  পেয়ে যাবেন
Froasted  green , black Mystique blue  ।
এই স্মার্ট ফোনটিতে আমরা Lipo প্রসেসর টাইপের 5000 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি 33 w ফার্স্ট চার্জিং এর সুবিধা রয়েছে এই স্মার্ট ফোন  টিতে। এই স্মার্টফোনটি ফুল চার্জ হতে আপনার প্রায় 105 মিনিট সময় লাগবে। তবে আপনি যদি এই ডিভাইসটি টানা ব্যবহার করে থাকেন খুব বেশি হার্ড ভাবে তাহলে ফোনটি প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে সক্ষম হবে।

প্রায় সেট


সবই তো জানা হলো । এবার চলে আসি আমরা আমাদের আসল কোথায়।
Redmi note 12 Pro স্মার্টফোনটি কি মধ্যবিত্তদের রাস্তা ছুতে পারবে কিনা দেখা যাক। তাই কেবল এই স্মার্টফোনটির কি শুধু নামেই নাকি বাজার চমকে দেওয়ার মতো। তবে কি মধ্যবিত্ত রা ছুঁতে পারবে এই redmi note 12pro এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি যদি আমরা ইন্ডিয়ার মার্কেট প্লিজ থেকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে 4/128 =  €17,999 রুপি।
আর যদি এই আকর্ষণীয় ডিভাইস টি বাংলাদেশের মার্কেটপ্লেস থেকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে 4/128 = 22,500 টাকার ।
তবে ফোনটির ফিউচারগুলো অনুযায়ী রেট বা প্রাইজটা  প্রায় ফ্রেন্ডলি ভাবে আমার মনে হয়েছে। আপনাদের কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads