Ads

স্যামসাং একের পর এক ফ্লাগশিপ টাইপের স্মার্টফোন থেকে শুরু করে হাই কোয়ালিটি টাইপের স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে । S সিরিজের মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই আমাদের মাঝে বেশ কিছু স্মার্ট ফোন রিলিজ করেছে । samsung এর হাত ধরে S সিরিজের যাত্রা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপর থেকেই তারা এ সিরিজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেশ কয়েকটি স্মার্টফোন আপডেট করেছে । S সিরিজের আরো একটি দারুন পারফরমেন্সের স্মার্টফোন আমাদের মাঝে ইতিমধ্যেই samsung রিলিজ করে দিয়েছে আর মডেলটি হল Samsung Galaxy s 23 Ultra ।আজকের রিভিউতে আমরা এই স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করব । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার এর পাশাপাশি কোন দিকগুলো আমাদের ভালো লাগতে পারে এবং কি কি আপডেট আনলে আরো বেশি ভালো হতো সেই বিষয়গুলোকে হাইলাইট করা হবে রিভিউতে। আর যদি আপনি এই মোবাইল ফোনটির সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি থাকছে আপনার জন্য।



Samsung Galaxy s23 Ultra স্পেসিফিকেশন | samsung galaxy s23 ultra price in india

বডি ডিজাইন

ডিজাইন কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় বলা যেতে পারে পছন্দ হওয়ার মতই । আর সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটি হল কোম্পানি এই ডিভাইসটিকে যথেষ্ট পরিমাণ স্লিম রাখতে সফল হয়েছে । যার কারণে স্মার্টফোনটির ওজন মাত্র 223 গ্রাম হওয়ার কারণে একহাতে ব্যবহার করা যাবে । তবে স্মার্টফোনটির বডি ডিজাইন সম্পূর্ণ গ্লাসের ফ্রেমের তৈরি । হ্যান্ডসেটটির ঠিকনেস 7.6 মিলিমিটার । এখানে স্যামসাং একটি আকর্ষণীয় বিষয় যুক্ত করেছে আর সেটি হল এই স্মার্টফোনটিতে আইপি 67 ওয়াটার অ্যান্ড ধুলোবালি রেসিডেন্ট সুবিধাটি দিয়েছে । এই বিষয়টি আমাদের প্রায় সকলের কাছেই ভালো লাগার কথা । ডিজাইনের কথা যদি বলি তাহলে ডান পাশে আমরা গুগল এসিস্টেন্ট বাটন এবং ভলিউম বাটন দেখতে পেয়েছি । যার সাথে স্যামসাং কোম্পানি এড করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা থেকে আমরা ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবো এমনটা আশা করা যায়। এছাড়াও নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড একটি অডিও হেডফোন জ্যাক । সব মিলিয়ে বডি লুকিং যথেষ্ট পরিমাণ নজরকাড়া । তবে যে বিষয়টি না বলেই নয় সেটি হল মোবাইল ফোনের ব্যাক সাইডে কর্নিং গরিল  গ্লাস ভিকচুল ব্যবহার করা হয়েছে। যার ফলে ডিভাইসটি হাতের থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা খুবই কম রয়েছে। এছাড়াও এই ডিভাইসটি আমরা কালো, নীল, সবুজ ছাড়া আরও বেশ কয়েকটি আকর্ষণীয় কালারে দেখতে পেয়েছি।

ডিসপ্লে এবং ব্যাটারি কোয়ালিটি

6. 8ইঞ্চি সাইজের মোটামুটি বড় একটি ডিসপ্লে প্যানেল এখানে দেওয়া হয়েছে । অন্যান্য স্মার্টফোনগুলোর ডিসপ্লে থেকে এই স্মার্টফোনটি ডিসপ্লের যথেষ্ট পরিমাণ মজবুত এবং কালারফুল । তার কারণ হলো এখানে সুপার এমোলেড প্লাস টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । যেটা ভালোভাবেই কালার ধরে রাখতে পারবে বলে আশা করা যায় । ডিসপ্লেতে আমরা পেয়ে যাব উন্নত মানের  এইচডি রেজুলেশন যেখানে থাকছে 1440×3088 পিকচেল । এছাড়াও পিক্সেল ডেনসিটি রয়েছে 501 পিপিআই । ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড । এই মজবুর ডিসপ্লে কে প্রোটেকশন করার জন্য স্যামসাং কোম্পানি ডিসপ্লেটির ভিতরে ব্যবহার করেছে করনিং  গরিলা গ্লাস ভেকচুল । যেটার মাধ্যমে এই মোবাইল ফোনটি পুরোপুরি প্রটেকশনে থাকবে এমনটা জানা গেছে তাদের সংস্থা থেকে। বরাবরের মতনই স্যামসাং কোম্পানি তাদের নতুন ডিভাইসটির ভিতরে 5,000 MAh পাওয়ার, এছাড়াও ডিভাইসটির এডাপ্টারে পাওয়ার রয়েছে 65w। এটার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হবে মাত্র 50 মিনিটের ভিতরে। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ আমরা একদিন ইজি ভাবে পেয়ে যাব।

ক্যামেরা এবং প্রসেসর ফিচার 

এই মোবাইল ফোনের ব্যাক সাইডে samsung কোম্পানি 4 টি ক্যামেরা সেট করেছে। যেখানে আমরা প্রধান ক্যামেরার সেন্সর হিসেবে দেখতে পেয়েছি 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর,10 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, 12 মেগাপিক্সেল ডেপড ক্যামেরার সেন্সর, সামনের সাইডে আরও একটি ক্যামেরা পেয়ে যাব যেখানে থাকবে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এই উপরের ক্যামেরার ফিচার দেখে আমরা খুব সহজে বলতে পারি যে এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্স আমাদেরকে অত্যন্ত ভালো মানের দিকে চলেছে। এছাড়াও এই মোবাইল ফোনে তোলা ছবিগুলো বড় বড় ডিএসএলআর-এর তোলা ছবি কেউ হার মানাতে সক্ষম হতে পারে । এছাড়াও দুনো সাইডে ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে 1080 পর্যন্ত। স্যামসাং কোম্পানি তাদের নতুন ডিভাইসটির অপারেটিং সিস্টেমকে রান করার জন্য ব্যবহার করেছে এন্ড্রয়েড ভার্সন 13। এ ছাড়াও চিপ সেটের ভিতরে আমরা দেখতে পেয়েছি SM8550-AC কোয়ালিটির। এই ফিচারগুলো দেখি আপনার খুব সহজে বলতে পারি যে samsung এর নতুন মোবাইল ফোনের মডেলটি নিয়ে আমাদের ক্যামেরার কিংবা কোন সমস্যা হবে না।

Samsung Galaxy s 23 Ultra দাম 

ডিভাইসটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে একটি আইডিয়া পেলাম । এই মোবাইল ফোনটি আমরা 3 টি স্টোরেজ বর্তমান মার্কেটপ্লেইজে দেখতে পেয়েছি। এবার আমরা জেনে নিব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে ? বাংলাদেশের মার্কেটপ্লেসে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 12 GB ram/512 GB Rom 197,000 টাকা । তবে আমরা শুধু এই স্টোরেজ টি অফিসিয়াল ভাবে পেয়ে যাব আর বাকিটি আন অফিসিয়াল ভাবে থাকছে যেখানে (8GB+256GB) ৳1,15,000 | (12GB+256GB) ৳1,20,000 | (12GB+512GB) ৳1,30,000
ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে হলে খরচ হবে 12 GB ram/512 GB Rom 124,990 রুপি । বর্তমান সময়ে মার্কেটে স্মার্টফোনটির মূল্য কিছুটা বেশি বলে মনে হতে পারে তবে আস্তে আস্তে প্রাইস ডাউন হবার সম্ভাবনা রয়েছে । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং বাজে ডিল কম্বিনেশন কেমন রয়েছে এই বিষয়ে যদি কোনো জার্জমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি চাইলে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানাতে পারেন । আর ইতিমধ্যেই আপনি যদি এই মডেলটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্সপেরিমেন্ট বা অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে । 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads