স্যামসাং একের পর এক ফ্লাগশিপ টাইপের স্মার্টফোন থেকে শুরু করে হাই কোয়ালিটি টাইপের স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে । S সিরিজের মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই আমাদের মাঝে বেশ কিছু স্মার্ট ফোন রিলিজ করেছে । samsung এর হাত ধরে S সিরিজের যাত্রা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপর থেকেই তারা এ সিরিজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেশ কয়েকটি স্মার্টফোন আপডেট করেছে । S সিরিজের আরো একটি দারুন পারফরমেন্সের স্মার্টফোন আমাদের মাঝে ইতিমধ্যেই samsung রিলিজ করে দিয়েছে আর মডেলটি হল Samsung Galaxy s 23 Ultra ।আজকের রিভিউতে আমরা এই স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করব । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার এর পাশাপাশি কোন দিকগুলো আমাদের ভালো লাগতে পারে এবং কি কি আপডেট আনলে আরো বেশি ভালো হতো সেই বিষয়গুলোকে হাইলাইট করা হবে রিভিউতে। আর যদি আপনি এই মোবাইল ফোনটির সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি থাকছে আপনার জন্য।
বডি ডিজাইন
ডিজাইন কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় বলা যেতে পারে পছন্দ হওয়ার মতই । আর সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটি হল কোম্পানি এই ডিভাইসটিকে যথেষ্ট পরিমাণ স্লিম রাখতে সফল হয়েছে । যার কারণে স্মার্টফোনটির ওজন মাত্র 223 গ্রাম হওয়ার কারণে একহাতে ব্যবহার করা যাবে । তবে স্মার্টফোনটির বডি ডিজাইন সম্পূর্ণ গ্লাসের ফ্রেমের তৈরি । হ্যান্ডসেটটির ঠিকনেস 7.6 মিলিমিটার । এখানে স্যামসাং একটি আকর্ষণীয় বিষয় যুক্ত করেছে আর সেটি হল এই স্মার্টফোনটিতে আইপি 67 ওয়াটার অ্যান্ড ধুলোবালি রেসিডেন্ট সুবিধাটি দিয়েছে । এই বিষয়টি আমাদের প্রায় সকলের কাছেই ভালো লাগার কথা । ডিজাইনের কথা যদি বলি তাহলে ডান পাশে আমরা গুগল এসিস্টেন্ট বাটন এবং ভলিউম বাটন দেখতে পেয়েছি । যার সাথে স্যামসাং কোম্পানি এড করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা থেকে আমরা ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবো এমনটা আশা করা যায়। এছাড়াও নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড একটি অডিও হেডফোন জ্যাক । সব মিলিয়ে বডি লুকিং যথেষ্ট পরিমাণ নজরকাড়া । তবে যে বিষয়টি না বলেই নয় সেটি হল মোবাইল ফোনের ব্যাক সাইডে কর্নিং গরিল গ্লাস ভিকচুল ব্যবহার করা হয়েছে। যার ফলে ডিভাইসটি হাতের থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা খুবই কম রয়েছে। এছাড়াও এই ডিভাইসটি আমরা কালো, নীল, সবুজ ছাড়া আরও বেশ কয়েকটি আকর্ষণীয় কালারে দেখতে পেয়েছি।
ডিসপ্লে এবং ব্যাটারি কোয়ালিটি
6. 8ইঞ্চি সাইজের মোটামুটি বড় একটি ডিসপ্লে প্যানেল এখানে দেওয়া হয়েছে । অন্যান্য স্মার্টফোনগুলোর ডিসপ্লে থেকে এই স্মার্টফোনটি ডিসপ্লের যথেষ্ট পরিমাণ মজবুত এবং কালারফুল । তার কারণ হলো এখানে সুপার এমোলেড প্লাস টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । যেটা ভালোভাবেই কালার ধরে রাখতে পারবে বলে আশা করা যায় । ডিসপ্লেতে আমরা পেয়ে যাব উন্নত মানের এইচডি রেজুলেশন যেখানে থাকছে 1440×3088 পিকচেল । এছাড়াও পিক্সেল ডেনসিটি রয়েছে 501 পিপিআই । ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড । এই মজবুর ডিসপ্লে কে প্রোটেকশন করার জন্য স্যামসাং কোম্পানি ডিসপ্লেটির ভিতরে ব্যবহার করেছে করনিং গরিলা গ্লাস ভেকচুল । যেটার মাধ্যমে এই মোবাইল ফোনটি পুরোপুরি প্রটেকশনে থাকবে এমনটা জানা গেছে তাদের সংস্থা থেকে। বরাবরের মতনই স্যামসাং কোম্পানি তাদের নতুন ডিভাইসটির ভিতরে 5,000 MAh পাওয়ার, এছাড়াও ডিভাইসটির এডাপ্টারে পাওয়ার রয়েছে 65w। এটার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হবে মাত্র 50 মিনিটের ভিতরে। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ আমরা একদিন ইজি ভাবে পেয়ে যাব।
একটি মন্তব্য পোস্ট করুন