বাংলাদেশের স্মার্টফোন সেক্টরে সিম্ফনি একটি চিরচেনা নাম। দেশের অনেক মানুষের স্মার্টফোন ব্যবহারের যাত্রা শুরু এই সিম্ফনি মোবাইলের হাত ধরেই। সময়ের সাথে সাথে ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা খুব বেশি বৃদ্ধি করতে না পারলেও এখনো এন্ট্রি লেভেল বাজেটে ভালোই পারফর্ম করছে সিম্ফনির মোবাইল গুলো।দেশের বাজারে অফিসিয়ালি এন্ট্রি লেভেল বাজেটের সেরা ফোনগুলোর একটা বড় অংশ এখনো সিম্ফনি। স্পেসিফিকেশনের দিক দিয়ে সিম্ফনির ফোনগুলোকে আহামরি মনে না হলেও সফটওয়্যার হিসেবে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করার কারণে বেশ ব্যবহারযোগ্য সিম্ফনির ফোনগুলো। তবে তার ব্যতিক্রম কিছু ঘটেনি symphony z47 মডেলটির ভিতরে। যেখানে আমরা সর্বোচ্চ নেটওয়ার্কিং সিস্টেম হিসেবে দেখতে পেয়েছি 4G পর্যন্ত সাপোর্টেড করবে। তবে এই মিডিয়াম লেভেলের বাজেটের ভিতরে আমরা এর বেশি কিছু আশা করতে পারি না। এছাড়াও কানেক্টিভেটিতে আরো দেখতে পেয়েছি WLAN , Bluetooth , GPS ,Radio, OTG । তবে চলুন দেখে নেয়া যাক সেম্পনি দেশীয় ব্র্যান্ড হিসেবে এই নতুন মডেলের ভিতরে কি রকম পারফরম্যান্স দিয়েছে ।
ডিজাইন
মোবাইলটির ফুল বডিতে পেয়ে যাব প্লাস্টিক ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক কভার এর আবরণ । স্মার্টফোনটিতে দেওয়া হয়নি কোন প্রটেকশন গ্লাস । যার কারণে ফোনটি পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে । ডান দিকে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন অপর প্রান্তে দেখা যায় মেমোরি এবং সিম কার্ড স্লট । মোবাইলটির নিচের দিকে উপস্থিত রয়েছে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং এর সাথে রয়েছে লাউডস্পিকার । 192 গ্রাম ওজনের এই মোবাইলটিকে সবুজ এবং নিল কালারে পাওয়া যাবে । ডেলটি আকারে ততটা বড় নয় খুব সহজেই হাতের সাথে মানিয়ে নিয়ে ব্যবহার করা যাবে । স্মার্টফোনটির বডি ডিজাইনের সবথকে বেশি যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে একটি পিছনের দিকে রাখা হয়েছে পেটান যুক্ত ডিজাইন যে বিষয়টি সবার নজরে আসবে খুব সহজেই । symphony কোম্পানির নতুন মোবাইল ফোনটি সম্পূর্ণ দৈর্ঘ্য হল 7.8 মিলিমিটার।তার ফলে এই ডিভাইসটি খুব সহজেই ব্যবহার করা যাবে কিংবা ডিভাইসটি পকেটে করেও ব্যবহার করতে পারব।
প্রাইমারি ক্যামেরা ফিচার
আন্ডার ডিসপ্লেতে প্রাইমারি ক্যামেরা ফাংশনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরার ওয়াইড ফাংশনে থাকছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা , এর পাশাপাশি থাকছে 0.08 মেগা পিক্সেলের আরো একটি ক্যামেরা । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের এর একটি রেয়ার ক্যামেরা । ক্যামেরা গুলো দিয়ে নাইট মোড সহকারে ফিল্টার , ডিসপ্লে ফোকাস , অটোজুম বিভিন্ন মোডে ছবি তোলা যাবে । যেকোন ভিডিও এইচডি 720 পিক্সেলে রেকর্ডিং এবং দেখা যাবে । স্মার্টফোনটির প্রাইমারি ফাংশনের রয়েছে ডুয়াল এইচডি ক্যামেরা কালেকশন । ফ্রন্ট ক্যামেরা কাটাউটে থাকছে 5 মেগাপিক্সেল । যা দিয়ে খুবই ভালো মানের এইচডি পিকচার ধারণ করা যাবে এবং এর পাশাপাশি ভিডিও । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা পুরুষার্থ আমর পেয়ে যাব এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা । স্মার্টফোনটির রেজুলেশন ততটা খারাপ নয় , ফুল এইচডি কনটেন্টগুলো দেখতে কিছুটা ঝামেলা হতে পারে ।
ডিসপ্লে সাইজ এবং প্ল্যাটফর্ম
প্রথমেই বলে নেয়া যাক মডেলটিতে আইপিএস এলসিডি টাইপের প্যানেল ব্যবহার করা হয়েছে । এলসিডি প্যানেলটিতে 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে । এলসিডি ফিচারে রয়েছে মাল্টিটাচ । যে সুবিধাটা আমরা সকল ফোনগুলো দিয়ে দেখতে পাই । 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করার কারণে ফোনটি দিয়ে গেমিং পারফরম্যান্স এবং ভিডিও প্লেব্যাক খুব ভালোভাবে দেখা যাবে । এছাড়াও ডিসপ্লে কালেকশনে থাকছে এইচডি প্লাস রেজুলেশন 720×1600 পিক্সেল । ব্যবহারকৃত রেজুলেশনে ভিডিও প্লেব্যাক দেখার সময় ফেটে যাওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে । এছাড়াও অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে গুগলের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 । 1.3 গিগাহার্জের quad-core প্রসেসর এর পাশাপাশি গেমিং গ্রাফিক্সে থাকবে Mali TB20 । স্মার্টফোনটির সফটওয়্যার ডাউনলোড এবং আপডেট এর জন্য অবশ্যই গুগোল ব্রাউজারকে ফলো রাখতে হবে । স্মার্টফোনটিতে পাওয়া যাবে ভালো মানের প্রসেসর এবং গেমিং গ্রাফিক্স
একটি মন্তব্য পোস্ট করুন