নতুন বছরে আমাদের মাঝে দুর্দান্ত আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন লুকে এবার এল Vivo কোম্পানি । বছরে শুরুতেই তারা বিশ্ব মার্কেটকে কাপানোর জন্য আপডেট ফোন রিলিজ করে যাচ্ছে। তবে আমাদের মাঝে প্রায় অনেক লোক রয়েছে যাদের ফোনের পথযাত্রা শুরু হয় Vivo কোম্পানির ফোনের মাধ্যমে। ভিভো কোম্পানি বিশ্ববাজার কাপাতে রিলিজ করে দিল Vivo x 90 pro plus । স্মার্টফোনটিতে দারুন ফিচার এবং পারফরম্যান্স ইতিমধ্যে নজরে এসেছে । Vivo কোম্পানির ডিভাইস মানেই এক অন্যরকম চাহিদা । যার কারণে Vivo কোম্পানিটিকে রেগুলার স্মার্ট ফোন আপডেট করতে হয় । তো যাই হোক vivo নতুন এই স্মার্টফোনটি আমাদেরকে নতুন কি কি অফার করছে ? এখানে কেমন ফিচার পাওয়া যাবে ? সেই বিষয়গুলোকে রিভিউয়ের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে । কোম্পানিটির নতুন এই মডেলটিতে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি সে বিষয়গুলোকে তুলনামূলকভাবে আলোচনা করা হবে । এক কথায় সুবিধা এবং অসুবিধার দিকগুলো জানার জন্য সম্পূর্ণ রিভিউ জুড়ে থাকতে পারেন।
বডি ডিজাইন এবং ব্যাটারি
বডি ডিজাইন লুকিং পার্সোনালি আমার কাছে একটু ভালোই লেগেছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমি আশাবাদী । সম্পূর্ণ বডি ডিজাইন Corning Gorilla glass দিয়ে প্রটেকটেড করেছে vivo কোম্পানি তাদের নতুন ডিভাইসটির ভিতরে তার সাথে আরও রয়েছে গ্লাসের আবরণ । ডিভাইসটি কালো এবং সাদা কালারসহ আরো বেশ কয়েকটি কালারে পাওয়া যাবে। তবে যেই কালারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড কালার হিসেবে বলতে পারি । 221 গ্রাম ওজনের এই মোবাইলটি ব্যবহার করার ফলে আমাদের একটু বেশি ওজন বলে মনে হতে পারে । ডিভাইসটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং তার নিচে দেখা যাবে ভলিউম বাটন ।পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। যেটার পারফরম্যান্স আমরা অসাধারণ দেখতে পেয়েছি । সবমিলিয়ে এই স্মার্টফোনটির বডি বাজেট হিসেবে মেনে নেওয়ার মতো । ব্যাটারি ব্যাকআপ এর দিকে তাকালে লক্ষ্য করা যাবে এখানে রয়েছে 4700 মিলি এম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি এবং এর সাথে থাকছে 80 ওয়াটের চার্জার । হাই কোয়ালিটি কোম্পানি গুলোর মতো এখানে আমরা ফাস্টেস্ট চার্জিং সিস্টেম দেখতে পেয়েছি । এটা কিন্তু একটি দারুন বিষয়। যার মাধ্যমে ডিভাইসটি প্রায় 33 মিনিট সময় নেবে সম্পূর্ণ চার্জ হতে।
ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার
6.78 ইঞ্চি ডিসপ্লে সাইজের মডেলটিতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট । কেবলমাত্র এখানেই শেষ নয় ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে উন্নত ভালো মানের এইচডি রেজুলেশন যেখানে থাকছে 1440 x 3200 pixels। এটা খুব সহজে বলা যেতে পারে যে ডিভাইসটির ডিসপ্লেতে রেজুলেশনের কোন ঘারটি দেখতে পাব না। ডিভাইসটি ডিসপ্লে তে 1 বিলিয়ন কালারস সাপোর্টেড রয়েছে। এছাড়াও ডিভাইসটি ডিসপ্লের আমরা ব্রাইটনেস সেকশন দেখতে পেয়েছি 1800 নিট ব্রাইটনেস। যার ফলে ডিভাইস কি আমরা দুপুরের পুরোপুর রোদে গিও ব্রাইটনেসের কোন অভাব দেখতে পাবো না। আমরা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হল স্মার্টফোনটির ক্যামেরা ফিচার । স্মার্টফোনটির মেইন ক্যামেরা সেন্সরে রয়েছে 50 মেগাপিক্সেল । এর পাশাপাশি 64 মেগাপিক্সেল আলফা ওয়াইট ক্যামেরা সেন্সর,50 মেগাপিছেলের ডএপপটপ ক্যামেরার সেন্সর। সেলফি তোলার সুবিধার জন্য সামনের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল । উপরে ক্যামেরার সেন্সর গুলো দেখে আমরা বলতে পারি যে মোবাইল ফোনটির তোলা ছবিগুলো বড় বড় ডিএসএলআর-এর তোলা ছবিগুলোর সাথে পাল্লা দিতে পারবে।
অপারেটিং সিস্টেম এবং মেমোরি
গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর মাধ্যমে vivoএর নতুন এই হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম চালিত করা হয়েছে । এছাড়াও মাত্র 6 ন্যানোমিটারে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর । গেমিং গ্রাফিক্সের জন্য জিপিইউতে ব্যবহার করা হয়েছে Adreno 710 । এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি এই জেনারেশনের প্রিভিয়াস ভার্সন থেকে অনেকটাই আপডেট । তবে আমরা যারা এই স্মার্টফোনটি উন্নতমানের গেম খেলতে চাই তাদেরকে এ মোবাইল ফোন কি পারফেক্ট পারফরম্যান্স দিতে পারবে। এবার কথা বলা যাক স্মার্টফোনটির এক্সটার্নাল এবং ইন্টার্নাল মেমরি পারফরর্মেন্স নিয়ে । স্মার্টফোনটিতে রেম হিসেবে থাকছে 12 জিবি এবং রোম হিসেবে দেওয়া হয়েছে 256 জিবি রোম। স্মার্টফোনটির বডির বাম পাশে মেমোরি কার্ড স্লট রয়েছে সেখানে আপনারা আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং তার সাথে থাকছে দুইটি সিম কার্ড ব্যবহারের সুবিধা । তবে আমরা মেমোরি কার্ড সর্বোচ্চ বাড়াতে পারবো যেখানে 512 জিবি রোম পর্যন্ত নিতে পারে।
Vivo x 90 pro plus প্রাইস
Vivo কোম্পানিটি তাদের স্মার্টফোনগুলোকে আমাদের মাঝে খুবই স্বল্পমূল্যে ভালো ফিচারের সাথে তাদের গ্রাহকদের নিকট পৌঁছে দিয়ে থাকে । নতুন মডেলের স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি । এখন আমরা জেনে নিব এই স্মার্টফোনটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে ? দেশীয় বাজারে এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে ? এছাড়াও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির দাম কত রয়েছে ? বাংলাদেশের মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে 93,000 টাকা খরচ করতে হবে । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির দাম রয়েছে 74,390 রুপি । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে স্মার্টফোনটির দাম রয়েছে 990.00$ । আমরা কিন্তু ভিভো কোম্পানি নতুন ডিভাইসটির ভিতরে বেশ আপডেট কিছু নিয়ে এসেছে এমনটা বলা যাচ্ছে।বাজার এবং স্পেসিফিকেশন হিসেবে এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি কমেন্ট বক্সে্ কমেন্ট করে আমাদের মাঝে শেয়ার করতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন