Ads

ভিভো কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে y সিরিজের মধ্য দিয়ে আরও একটি স্মার্টফোন মার্কেটে নিয়ে আসলো । Y সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটি বেশ কিছু স্মার্টফোন ইতিমধ্যে মার্কেটে লঞ্চ করেছে আবার আরো জনপ্রিয় মডেল গুলোকে মার্কেটে নিয়ে আসতে চলেছে । কোম্পানিটি আমাদের মাঝে লেটেস্ট যে মডেলটি রিলিজ করেছে সেটি হল Vivo Y22s  । ফাইভ-জি নেটওয়ার্ক ভিত্তিক আরো একটি স্মার্টফোন মার্কেটে চলে আসলো তাদের হাত ধরে । আমরা অনেকেই অনেকটা  আশাবাদী ছিলাম vivo কোম্পানির আর একটি জনপ্রিয় স্মার্ট ফোনের অপেক্ষায় । স্মার্টফোনটির এরেঞ্জমেন্ট ঠিক কেমন দেওয়া হয়েছে ? কি কি পারফরমেন্স নিয়ে এই মডেলটি আমাদের মাঝে এসেছে ? এছাড়াও কাদের জন্য এই ডিভাইসটি ভালো পারফরমেন্স দিতে পারবে ? সেই বিষয়গুলোকেই আপনাদের মাঝে উপস্থাপন করা হবে আজকের এই রিভিউ এর মধ্য দিয়ে ।


ভিভো Y22s মোবাইল ফোনের রিভিউ | Vivo y22s price in india





ডিসপ্লে সাইজ

6.55 ইঞ্চি সাইজের একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে । ডিসপ্লেটিতে যে সাইজ দেওয়া হয়েছে সেটা অবশ্য খুবই মানানসই এবং আমাদের কাছেও অনেকের ভালো লাগবে আশা করা যায় । এছাড়াও ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজুলেশন । এই স্মার্টফোনটির ডিসপ্লের প্রটেকশনে কি ব্যবহার করা হয়েছে ? সেটা আপাতত স্মার্টফোনটি আমাদের মাঝে তুলে ধরেনি । 409 পিপিআই পিক্সেল ড্যান্সিটি থাকার কারণে স্মার্টফোনটির ডিসপ্লে দেখতে কিন্তু খুবই নজরকাড়া । এখানে আমরা ব্রাইটনেস এর পরিমাণও ভালো পেয়ে যাব যার কারণে স্বল্প আলোর পাশাপাশি রোদেও আমাদের স্মার্টফোনটি ব্যবহার করতে ততটা সমস্যা হবে না । ডিসপ্লে সেকশনে বেশ কিছু কালার রয়েছে যে কালার গুলোর মধ্যে ডিসপ্লেটি খুবই সুন্দর ব্রাইট করতে পারবে । ডিসপ্লেটির আরেকটি ভালো দিক হলো এখানে যে বেজেলনেস ব্যবহার করা হয়েছে সেটা খুবই ন্যারো যার কারণে ডিসপ্লেটির সৌন্দর্যতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ।

বডি ডিজাইন এবং মেমোরি


বডি ডিজাইনের ক্ষেত্রে ভিভো আমাদেরকে বেশ নজর কারা এবং শক্তপোক্ত একটি বডি ডিজাইন দিয়ে থাকে আমরা তাদের বেশ কিছু প্রিভিয়াস মডেলও কিন্তু এমনটা দেখেছি । এই স্মার্টফোনটির বডি ডিজাইন সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি । বডির ডান পাশের মোটামুটি একটু নিচের দিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে লেফট কর্নারে থাকছে মেমোরি এবং সিম কার্ড স্লট । স্পিকার এবং টাইপ সি ক্যাবল পোর্ট স্মার্টফোনটির বডির নিচের দিকে রাখা হয়েছে । স্মার্টফোনটির আকৃতি মোটামুটি আকারের মধ্যে রাখা হয়েছে যার কারণে আপনার ব্যবহার করার সময় অনেকটাই প্রিমিয়াম ফিল হতে পারে । মেমরি পারফরমেন্সে আমরা বেশ ভালই অ্যারেঞ্জমেন্ট এখানে দেখেছি 6 জিবি রেম এর সাথে রাখা হয়েছে 128 জিবি Rom এক্সটার্নাল স্টোরেজ । মেমোরি পারফরমেন্স আমরা কিন্তু খুবই ভালো অফার করতে দেখেছি স্মার্টফোনটিকে । তো যাই হোক মেমোরি পারফরম্যান্স বেশি থাকার কারণে আমরা কিন্তু ব্যবহার করার সময় কোন সমস্যা দেখতে পারবো না । এই পারফরমেন্সটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে বলে আমি আশাবাদী । ( vivo Y22s specifications )

ক্যামেরা সেকশন এবং সিকিউরিটি সেন্সর


ভিভো কোম্পানির ক্যামেরা পারফরম্যান্স আমাদের সকলেরই কম বেশি জানা । আমরা অনেকেই হয়তো জানি ভিভো কোম্পানি তাদের স্মার্টফোনগুলোর মধ্য দিয়ে গ্রাহকদেরকে খুবই ভালো ক্যামেরা পাসফরর্মেন্স দিয়ে থাকে । এই স্মার্টফোনটির ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিপল প্রাইমারি ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি । 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং তার সাথে রাখা হয়েছে আল্ট্রা ওয়াইড ফাংশনে 8 মেগাপিক্সেল । এছাড়াও ম্যাক্রো ক্যামেরা সেন্সরে 2 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে । সেলফি ক্যামেরায় কিন্তু ভিভো আমাদেরকে খুবই ভালো কিছু অফার করে থাকে তাদের প্রতিটা সিরিজের মাধ্যমে । এই স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল । আশা করা যায় এটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে । ক্যামেরা গুলোর ফিচারে থাকছে এইচডিআর , পানো রামা ইত্যাদি ইত্যাদি । সিকিউরিটি সিস্টেমে আমরা স্মার্টফোনটিতে ব্যবহার করতে দেখেছি মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর , প্রক্সিমিটি , গায়রো স্কোপ ছাড়াও আরো বেশ কিছু সিকিউরিটি সিস্টেম 

Vivo Y22s প্রাইস বা মূল্য


স্মার্টফোনটির ফুল ফিচার স্পেসিফিকেশন আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি । এবার আমরা জেনে নিব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ খরচ করতে হবে ? বাংলাদেশের মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 22,999 টাকা । যদি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 20,490 রুপি । আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 400$ । স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে । আর নিত্য নতুন স্মার্টফোনগুলোর ফিচার এবং বাজেট জানার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads