বর্তমানে স্মার্টেফোনের বাজার দিন দিন প্রসারিত হচ্ছে। দেশীয় কোম্পানি হিসাবে ওয়ালটন নতুন নতুন ফোন স্মার্ট ফোন লঞ্চ করে দেশের বাজারে তাক লাগিয়ে দিচ্ছে। ক্রয় ক্ষমতার ভিতরে বেশি ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেট উৎপাদন করে ও বাজারজাত করে দেশীয় প্রযুক্তি প্রেমিদের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় নতুন একটি সিরিজ HM এর প্রথম ফোন বাজারে নিয়ে এসেছে। যেটির মডেল হবে Walton primo HM 7। ফোনটিতে ব্যবহার করা হয়েছে HD plus রেজুলেশন ডিসপ্লে, তিনটি ব্যাক ক্যামেরা, পাওয়ারফুর প্রসেসর, র্যামসহ অকর্ষণীয় ফিচারগুলো।ওয়ালটন মোবাইল মার্কেটিং সংস্থার আ জানান এই নতুন মডেলের সেটটি সিরিজের ফোনটি গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারকারিদের এক নতুন দুনিয়ার বিচরনের অভিজ্ঞতা দেবে। তিনটি কালারে ফোনটি পাওয়া যাবে মেটলিক গোল্ড, বেবি ব্লু, এবং পাইন গ্রিন। তবে চলুন দেখে নেওয়া যাক ওয়ালটন কোম্পানির দেশীয় ব্র্যান্ড হিসেবে তাদের গ্রাহকদের এই মডেলের মোবাইল ফোনের ভিতরে কি রকম ফিচারগুলো অফার করেছে।
বডি ডিজাইন
এই আকর্ষণীয় ডিভাইসটি আমরা বর্তমান মার্কেটপ্লে যে 3 টি কালারে পেয়ে যাব সেটি হলো black বা কালো , blue and gold কালারে। তবে এই কালার গুলো একটা স্ট্যান্ডার কালার বলে মনে হয়েছে আমার পার্সোনাল ভাবে। এই আকর্ষণীয় ডিভাইসটি ওজন হলো 1.85 kg । তবে যে ওয়েটের ল্যাপটপ আমরা সচরাচর ব্যবহার করে থাকি তার থেকে একটু বেশি ওজন মনে হতে পারে এই ল্যাপটপটিতে। এই ডিভাইসটি কিবোর্ড সেকশনে আমরা পেয়ে যাব ফুল সাইজের একটি কিবোর্ড ।এবং টাচপ্যাডটা পেয়ে যাব কিবোর্ড সেকশন এর কিছুটা নিচে বাম পাশ কর্নার বরাবর । তবে এই ডিভাইসটি কিবোর্ড সেকশনে আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় দেখতে পেয়েছি যেটি হলো এই ল্যাপটপটির কিবোর্ড এ হালকা লাইটিং গ্লিস মারবে। তবে দিনে মোটামুটি ভাবে দেখা গেল ও রাত্র হলে স্পষ্ট ভাবে লাইটিং লিস্ট টা দেখা যাবে। এই ল্যাপটপটির বডি বাম পাশে থাকছে USB টাইপ c পোর্ট চার্জিং সিস্টেম , তার সাথে থাকছে ইথানেট পোর্ট, এবং ডিসপ্লে প্রোটো পেয়ে যাব। এই ডিভাইসটির বডি ডান পাশে পেয়ে যাব আমরা 3.5mm হেডফোন জেক। যা এই ডিভাইসটি মনোরমভাবে গড়ে তুলেছে।
ডিসপ্লে সাইজ এবং প্রসেসর
এই ডিভাইসটি ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে। এ ডিসপ্লে টি মূলত Ips টাইফ এর ডিসপ্লে। যে সাইজটিকে আমরা মূলত স্ট্যান্ডার একটি সাইজ বলতে পারি। তাছাড়া এই ডিভাইসটি ডিসপ্লের রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে 144 Hz। যার কারণে এই ডিভাইসটি দিয়ে যেকোন ভিডিও দেখার সময় কালারের কোন ঘারতি দেখতে পাবো না আমরা। এই ডিভাইসটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে 1920×1080 মেগাপিক্সেল। যা আমরা খুব সহজেই বলতে পারি এখানে ফুল এইচডি রেজুলেশন এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ডিভাইসটি ডিসপ্লে তে আরো থাকছে ব্রাইটনেস সেকশনে হাই ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আমরা খুব সহজভাবে ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ব্যবহার করতে পারব লেপটপটি। ডিভাইসটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে windows 10 ভার্সন। যা আমরা সচরাচর এই বাজেটের ডিভাইসটি দেখে থাকি । তবে এই ডিভাইসটি ডিসপ্লে কিংবা প্রসেসরে তেমন কোন ঘাটতি আমরা দেখতে পাবো না।
ব্যাটারি এবং স্টোরেজ
এই ল্যাপটপের ব্যাটারির ক্যাপাসিটির ব্যবহার করা হয়েছে 3815 mah পাওয়ার এর ব্যাটারি। এই ডিভাইসটিতে লিলেন টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা মূলত 4 cell টাইপের। এটা খুব সহজে বলা যেতে পারে যে আমরা যারা নরমাল ভাবে এই ল্যাপটপটিক ইউজ করতে চাই তাদেরকে এই ল্যাপটপের ব্যাটারি সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। আর যারা আছি এই ডিভাইস থেকে একটু হাই ভাবে ইউজ করতে চাই তাদেরকে এই ল্যাপটপটির ব্যাটারি সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। যা আমার কাছে পার্সোনাল ভাবে মনে হয়েছে এনাফ।এই আকর্ষণীয় ডিভাইসটির ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পেয়ে যাব 8 GB Ram। আর এক্সটার্নাল স্টোরেজ হিসেবে পেয়ে যাব 64 GB Rom। যা আমার কাছে দৈনন্দিন কাজের জন্য পারফেক্ট বলে মনে হয়েছে।
Walton primo HM 7 প্রাইস
এই আকর্ষণীয় ডিভাইসটি আমরা যদি বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেস থেকে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে খরচ করতে হবে 11,990 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে আমরা এই ল্যাপটপটি ব্যবহার করতে হলে আমাদেরকে খরচ করতে হবে । এই ল্যাপটপটির কোম্পানিটি আমাদের সকলের কথা মাথায় রেখে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সব সময়ের জন্য। যা অন্যান্য কোম্পানীরা কিছুদিনের জন্য দিয়ে থাকে তাদের ডিভাইস গুলো দ্রুত পরিবারে বিক্রি হওয়ার কারণে । আর এই walton ব্রান্ডটি সবসময় জন্য এক বছরের ওয়ারেন্টি জারি রেখেছে। যা একটি দুর্দান্ত বিষয় বলে আমার মনে হচ্ছে । তবে এই ডিভাইসটি ফিচারগুলো অনুযায়ী বাজেট বা প্রাইজটা কাছাকাছি রয়েছে বলে আপনি মনে করছি। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।✓
একটি মন্তব্য পোস্ট করুন