ইয়ামাহা সকলের পছন্দের একটি মোটরসাইকেল ব্র্যান্ড। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিত্য নতুন বাইক নিয়ে আসছে এবং তাদের খ্যাতি দিন দিন বেড়েই চলেছে । বাংলাদেশের মত দেশে যেখানে সিসি লিমিট ১৬৫সিসি সেখানে ১৬৫ সিসির বাইকগুলো বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং কোম্পানীগুলো এই সিসির মধ্যে ভালো ভালো কিছু ফিচারস অফার করছে। ইয়ামাহা কিছু অসাধারণ বাইক অফার করে যেগুলো ব্যবহারকারী হৃদয় স্পর্শ করে থাকে । তাদের মধ্যে Yamaha FZS সিরিজ অন্তর্গত যেটা শুধু বাংলাদেশেই নয় ইন্ডিয়াতেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে । প্রথম যখন এটা বাজারে আসে তখন থেকেই ১৫০ সিসির এই বাইকের সেগমেন্টে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠে। এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এটি দেখতে অনেক সুন্দর এবং বর্তমানে ইয়ামাহা তাদের এই বাইকটি নতুনভাবে Yamaha FZS এর আপডেট ভার্সন লঞ্চ করে গ্রাহকদের সামনে তুলে ধরে যেটা FZS Version 2.0 Fi হিসেবে পরিচিত। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে তুলে ধরবো Yamaha FZS V2 বাইকের ফিচারস রিভিউ নিয়ে। চলুন এক নজরে দেখে নিই এই বাইকের ফিচারগুলো Digital Bangla reviews এর মাধ্যমে।
Yamaha FZS V2 ডিজাইন
ডিজাইনের দিক থেকে ইয়ামাহা তাদের বাইক তৈরিতে কোন আপোষ করে না। এই বাইকের মধ্যে আছে মার্জিত ডিজাইন যা সব বয়সের রাইডারের সাথে খুব ভালোভাবে ম্যাচিং করে। এদিকে ডিজাইনের পাশাপাশি কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করা হয়েছে। সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক পর্যন্ত প্রতিটা অংশ এই বাইকের নিখুঁত ডিজাইন করা হয়েছে যা গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম।ডাইমেনশনের দিকে রয়েছে লম্বায় ১৯৯০ মিমি , চওড়ায় ৭৭০ মিমি ও উচ্চতায় ১০৫০ মিমি। Yamaha FZS V2 এর সিট উচ্চতা ৭৯০ মিমি , হুইলবেজ ১৩৩০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি। লং রাইড নিশ্চিন্তে করার জন্য এই বাইকের সাথে আছে ১২ লিটার তেল ধারণ ক্ষমতা এবং সব মিলিয়ে বাইকের কার্ব ওয়েট ১৩৩ কেজি। একটি বাইকের ডাইমেনশন দেখলে বুঝা যায় বাইকের ব্যালেন্স কতটা ভালো হবে এবং Yamaha FZS V2 বাইকে খুব সুন্দর ডাইমেনশন রয়েছে যা রাস্তায় চলাচলে একজন রাইডারকে সাহায্য করে ।
Yamaha FZS V2 ইঞ্জিন
Yamaha FZS V2 ব্রেক
আরামের দিক থেকে ইয়ামাহার বাইক সব সময়ে এগিয়ে , বিশেষ করে Yamaha FZS V2 বাইকটি খুব ভালো আরাম সরবরাহ করে । সাসপেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন । এই উভয় সাসপেনশন মিলে একজন রাইডারজকে হাইওয়েতে এবং বিভিন্ন রাস্তায় খুব ভালো আরাম সরবরাহ করতে সক্ষম।ব্রেকিং সিস্টেমে আছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম যেটা খুব ভালো ব্রেকিং সরবরাহ করে থাকে। সামনের ডিস্ক প্লেট এর সাইজ ২৮২মিমি এবং পেছনের ডিস্ক প্লেটের সাইজ ২২০ মিমি । সব মিলিয়ে ব্রেকিং এর দিক থেকেও এই Yamaha FZS V2 বাইকটি অনেক ভালো সাপোর্ট দেয়।
Yamaha FZS V2 টায়ার ও হুইল
রাইডারের ব্যালেন্স ও কন্ট্রোল উন্নত করার জন্য এই বাইকের সাথে রয়েছে সামনে ও পেছনে উন্নতমানের মোটা টায়ার। সামনের টায়ারের পরিমাপ 100/80-17M/C টিউবলেস এবং পিছনের অংশে রয়েছে 140/60-R17M/C টিউবললেস। উভয় টায়ারই ব্রেক করার সময় এবং নিখুঁত কর্নারিং করার জন্য যথেষ্ট ভাল। এদিকে সামনে এবং পেছনে এলয় হুইল রয়েছে যা অধিক চাপ শোষণ করতে পারে।এই বাইকের সাথে রয়েছে ফুল ডিজিটাল মিটার যা রাইডারের সকল প্রয়োজনীয় ফিচারস দেওয়া হয়েছে । এখানে আপনারা দেখতে পারবেন ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ এবং ডিজিটাল ট্রিপ মিটার রয়েছে এবং আপনি প্রতিটি প্রয়োজনীয় ফিচারস সম্পর্কে জেনে রাইড উপভোগ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন