রাতের ঝমঝমে বৃষ্টি দিনের প্রচুর রৌদ্রতাপকে কোনও ভাবেই টেক্কা দিতে পারছি না আমরা। রাতে যতই বৃষ্টি পড়ুক না কেন, দিনের বেলা গরমে মানুষের প্রাণ প্রায় যায় যায় অবস্থা। আর সেই গরমের ভিতরে বাড়িতে একটা এয়ার কন্ডিশনার (AC) না থাকলে খুবই সমস্যায় পড়তে হয় আমাদের। বাজারে বেশ কয়েকটি এসি কোম্পানি রয়েছে। প্রত্যেকটি কোম্পানি একে অপরের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে লেগে রয়েছে। ভালো পণ্যের পাশাপাশি বাংলাদেশের বাজারে কি দামে পণ্য বিক্রি করতে হবে সেই দিকটা যে কোম্পানি বেশি খেয়াল রাখতে পেরেছে সেই কোম্পানি এখন বর্তমানে শীর্ষ অবস্থান করছে। আপনারা আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন জেনারেল এসি নতুন মডেলের এসির সম্পর্কে বিভিন্ন তথ্য। জেনারেল এসি 2023 সালে কয়টি মডেল বাজারে এসেছে এবং এই এসি গুলোর বাজারমূল্য তারা কত নির্ধারণ করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন।ইলেকট্রনিক পণ্য তৈরিতে জেনারেল একটি পুরাতন প্রতিষ্ঠান। বাংলাদেশের বহু আগে থেকেই জেনারেল কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এসির জগতেও চিরচেনা এবং পুরাতন নাম হচ্ছে জেনারেল। এই কোম্পানির এসি গুলোর দাম তুলনামূলক কম হওয়ায় এবং এই এসি গুলোর মান অত্যন্ত ভালো হওয়ায় দেশের জনগণের কাছে জেনারেল কোম্পানির এসি গ্রহণযোগ্যতা পেয়েছে। যদিও এটি একটি দেশি কোম্পানি তার পরেও তারা চেষ্টা করে ভালো মানের পণ্য তৈরি করতে। আজকে আপনারা 2023 সালের জেনারেল এসির General ASGA18FMTB বিস্তারিত সম্পর্কে নিজে আলোচনা করা হলো।
আরো পড়ুন: সকল নতুন মোবাইলের রিভিউস একসাথে পেতে এখানে ক্লিক করুন
General ASGA18FMTB স্পেসিফিকেশন
General ASGA18FMTB স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার রয়েছে 1.5 টন ক্ষমতা, 18000 BTU, 150-180 বর্গফুট কভারেজ, 6 টি হেলথ ফিল্টার, মাল্টি-ফ্যান স্পিড, টার্বো কুলিং, শক্তিশালী এবং ট্রপিকাল কম্প্রেসার, অন/অফ টাইমার, রিমোট কন্ট্রোল।কভারেজ 150 – 180 বর্গফুট।ফিল্টার টাইপ ছয় স্বাস্থ্য ফিল্টার, ফ্যান স্পিড মাল্টি ফ্যান স্পিড। কুলিং স্পিড টার্বো কুলিং, রিমোট কন্ট্রোল , টাইমার অন/অফ টাইমার, আরামদায়ক ঘুমের মোড। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ৫টি ভিন্ন গতিতে কুলিং ফ্যান নিয়ন্ত্রণ করার সাথে অতিরিক পাওয়ার কুলিং সুবিধা প্রদান করে। অর্থাৎ, প্রচণ্ড গরমেও প্রায় তাৎক্ষনিক রুমকে ঠাণ্ডা করার সক্ষমতা রয়েছে এই এসির। এই মডেলটিতে ব্যবহৃত পাওয়ার কুলিং সিস্টেমটি, আগের মডেলগুলোর তুলনায় অপেক্ষাকৃত ২০% দ্রুত গতির যার কারনে রুম ঠাণ্ডা করতে খুব অল্প পরিমান সময়ের প্রয়োজন হবে।
আরো পড়ুন: সকল নতুন ল্যাপটপ গুলোর রিভিউজ একসাথে পেতে এখানে ক্লিক করুন
General ASGA18FMTB ব্যবহার করার সুবিধা
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের এসি থাকলেও যাদের বাজেট একটু ভালো তারা গ্রী এসি কিনে থাকে। বিভিন্ন কাস্টমারদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে গ্রী এসি অত্যন্ত ভালো মানের এবং এই এসিটি যেমন বিদ্যুৎ সাশ্রয়ী তার পাশাপাশি দীর্ঘদিন কোন প্রকার ঝামেলা ছাড়া সার্ভিস দিয়ে আসতেছে। অনেকে এখন গ্রী এসিকে জেনারেল বা জাপানিজ ব্র্যান্ডের এসির সাথে তুলনা করে থাকে, কারণ এই এসি গুলো সহজে নষ্ট হয় না
General ASGA18FMTB দাম
এসির দাম ব্র্যান্ড এর ওপর এসির দাম অনেকটা নির্ভর করে । বাজারে ‘টন’ হিসেবে এসি পাওয়া যায় এবং যে ঘরে এসি লাগানো হবে, তার আয়তনের ওপর নির্ভর করে এসি কিনতে হয়। এসির ক্ষমতা যাচাইয়ের পরেই আসে স্প্লিট নাকি উইন্ডো এসি ভালো হবে, সে প্রশ্ন। উইন্ডো এসিতে আওয়াজ বেশি হয় বলে স্প্লিট এসিই সাধারণত সবার প্রথম পছন্দ। এ ছাড়া স্প্লিট এসিতে ঘর বেশ দ্রুত ঠান্ডাও হয়।।সাশ্রয়ী মূল্যে উচ্চমানের এয়ার কন্ডিশনার দিয়ে দেশের বাজারে শীর্ষস্থান দখল করেছে জেনারেল । দেশের ভেতরে ক্রেতারা ঘরে বসে ফোন করলেই কাছাকাছি প্লাজা অথবা ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধায় জেনারেল পণ্যপৌঁছে দেওয়া হচ্ছে। তাই গ্রাহক চাহিদা ও বিক্রিতে শীর্ষে এখন জেনারেল এসি। যার পরিপ্রেক্ষিতে গত বছরে জেনারেল এসির বিক্রি বেড়েছে অনেক।বর্তমানে বেশকিছু জেনারেল এসি বাজারে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। যেখানে এই নতুন মডেলের এসির দাম বর্তমান বাংলাদেশ বাজারে নির্ধারণ করা হয়েছে 95,000 টাকা।আর নতুন মডেলের এসির দাম বর্তমান India আর বাজারে নির্ধারণ করা হয়েছে 49,999€রুপি।আর নতুন মডেলের এসির দাম বর্তমান global এর বাজারে নির্ধারণ করা হয়েছে 1,100$।
সবার আগে নতুন নতুন টেকনোলজি গুলোর সংবাদ ও মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন