Ads

গুগল অফিসিয়ালি তাদের  Google Pixel 3 XL স্মার্টফোনটি লঞ্চ করে দিল পৃথিবী জুড়ে। 9 অক্টোবড় লঞ্চ করতে পারে। আর এর মানে এই যে এই দিনে গুগল তাদের লেটেস্ট দুটি ফোন লঞ্চ করবে। আর এই স্মার্টফোনটির বিষয়ে বিভিন্ন লিক আর গুজবের মাধ্যমে আমরা এদের বিষয়ে প্রায় সব কিছুই জেনে গেছি।আর এও বলা যায় যে আগেই Google Pixel3 XL সিরিজে সালে সব থেকে বেশি লিক হওয়া ফোনের সিরোপা পেয়েছে। আর আজকে প্রথম বার এর লিক রেন্ডার অফিসিয়াল সাইটে দেখা গেছে আর এই স্মার্টফোনের অফিসিয়াল প্রেস ছবি দেখা গেছে। আর এই লিক রেন্ডার থেকে সহজেই আপনারা দুটি গুগল ফোন দেখতে পারবেন। তো দেখে নেওয়া যাক গুগল কোম্পানি তাদের এই নতুন ডিভাইসটির ভিতরে কি রকম অফার করছে তাদের গ্রাহকদেরকে তা আমরা ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে আসুন আমরা বিস্তারিত জেনে নেই।



গুগল পিক্সেল ৩ এক্সএল কালার ফুল মোবাইল ফোন | Google Pixel 3Xl price in India



Google Pixel 3Xl য়ের লিক স্পেসিফিকেশানআমরা 

যদি Google Pixel 3Xl য়ের বিষয়ে কথা বলি তবে এর বিষয়ে অনেক কিছু জানা গেছে। Pixel 3 XL ফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এই ফোনের রেজিলিউশান 1440x2960 পিক্সাল হবে। আর এটি বেশ বড়। এই ফোনে 3,430mAh য়ের ব্যাটারি থাকবে। আর এই ফোনটিতে একটি 12MPর রেয়ার আর 8MP র ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এই ফোনের রেজিলিউশান আগের ফোনের মতনই হবে। আর এর সঙ্গে এই ফোনে আরও উন্নত ফিচার্স দেওয়া হতে পারে। সম্ভবনা এই আছে যে Pixel 3 আর Pixel 3 XL য়ে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আর 4GB র‍্যাম থাকবে। Pixel 3 তে 5.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে আর সেখাএন Pixel 3 XL য়ে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। আর আসা করা হচ্ছে যে Pixel 3 Xl য়ে 3,430mAh য়ের ব্যাটারি থাকবে।আর দুটি ফোনে অ্যান্ড্রয়েড 9.0 পাইএর সঙ্গে আনা হবে। ইউক্রেনে একটি ইউটিউবের মাধ্যমে Google Pixel 3 XL য়ের বিষয়ে একটি আনবক্সিং ভিডিও ও ইউটিউবে দেওয়া হয়েছে।

Google Pixel 3Xl  দাম 

কেবলমাত্র স্মার্টফোনের ফিচার এবং পারফরম্যান্স আমাদের জানলে হবে না এর পাশাপাশি আমাদেরকে যাচাই করতে হবে স্মার্টফোনের প্রাইস বা মূল্য । স্মার্টফোনের পারফরমেন্স এবং ফিচার যদি বাজেট ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু সেই স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ আমাদের অনেকটাই কমে যায় । Pixel 3  XL সম্পর্কে উপরে আমরা বেশ কিছু ফিচার জানতে পেরেছি এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কি পরিমাণ অর্থ গুনতে হবে । বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 23,000 টাকা । তবে স্মার্টফোনটি মার্কেটে যেহেতু এখনো নতুন তাহলে এটা বলা যেতে পারে কিছুদিন পর এর মূল্য অনেকটা কমতে পারে । এবার আমরা যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেখানে এর মূল্য রয়েছে 249$ । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য বর্তমান সময়ে নির্ধারণ করা হয়েছে 14,999 রুপি । আশা করি আজকের এই রিভিউ এর মধ্য দিয়ে আপনারা pixel 3 pro স্মার্ট ফোন সম্পর্কে অনেকটা ধারনা লাভ করতে পেরেছেন এখন আপনারা আপনাদের নিজস্ব মতামত যাচাই করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই স্মার্টফোনের ফিচার কেমন লেগেছে

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads