Google Pixel 3Xl য়ের লিক স্পেসিফিকেশানআমরা
যদি Google Pixel 3Xl য়ের বিষয়ে কথা বলি তবে এর বিষয়ে অনেক কিছু জানা গেছে। Pixel 3 XL ফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এই ফোনের রেজিলিউশান 1440x2960 পিক্সাল হবে। আর এটি বেশ বড়। এই ফোনে 3,430mAh য়ের ব্যাটারি থাকবে। আর এই ফোনটিতে একটি 12MPর রেয়ার আর 8MP র ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এই ফোনের রেজিলিউশান আগের ফোনের মতনই হবে। আর এর সঙ্গে এই ফোনে আরও উন্নত ফিচার্স দেওয়া হতে পারে। সম্ভবনা এই আছে যে Pixel 3 আর Pixel 3 XL য়ে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আর 4GB র্যাম থাকবে। Pixel 3 তে 5.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে আর সেখাএন Pixel 3 XL য়ে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। আর আসা করা হচ্ছে যে Pixel 3 Xl য়ে 3,430mAh য়ের ব্যাটারি থাকবে।আর দুটি ফোনে অ্যান্ড্রয়েড 9.0 পাইএর সঙ্গে আনা হবে। ইউক্রেনে একটি ইউটিউবের মাধ্যমে Google Pixel 3 XL য়ের বিষয়ে একটি আনবক্সিং ভিডিও ও ইউটিউবে দেওয়া হয়েছে।
Google Pixel 3Xl দাম
কেবলমাত্র স্মার্টফোনের ফিচার এবং পারফরম্যান্স আমাদের জানলে হবে না এর পাশাপাশি আমাদেরকে যাচাই করতে হবে স্মার্টফোনের প্রাইস বা মূল্য । স্মার্টফোনের পারফরমেন্স এবং ফিচার যদি বাজেট ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু সেই স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ আমাদের অনেকটাই কমে যায় । Pixel 3 XL সম্পর্কে উপরে আমরা বেশ কিছু ফিচার জানতে পেরেছি এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কি পরিমাণ অর্থ গুনতে হবে । বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 23,000 টাকা । তবে স্মার্টফোনটি মার্কেটে যেহেতু এখনো নতুন তাহলে এটা বলা যেতে পারে কিছুদিন পর এর মূল্য অনেকটা কমতে পারে । এবার আমরা যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেখানে এর মূল্য রয়েছে 249$ । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য বর্তমান সময়ে নির্ধারণ করা হয়েছে 14,999 রুপি । আশা করি আজকের এই রিভিউ এর মধ্য দিয়ে আপনারা pixel 3 pro স্মার্ট ফোন সম্পর্কে অনেকটা ধারনা লাভ করতে পেরেছেন এখন আপনারা আপনাদের নিজস্ব মতামত যাচাই করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই স্মার্টফোনের ফিচার কেমন লেগেছে
একটি মন্তব্য পোস্ট করুন