Hero HF 100 মডেলের বাইকটি Hero কোম্পানির সব থেকে কম দামের মোটরসাইকেল। এই মোটরসাইকেলে HF Deluxe মোটরসাইকেলের ডিজাইন দেখা যাবে। যদিও HF 100 এর দাম কম রাখতে বিভিন্ন উপায় অবলম্বন করেছে Hero।তবে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় বাইকটির বিস্তারিত জেনে নেই ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।
Hero HF 100 full specifications
এই মোটরসাইকেলে 18 ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। যদিও এই মোটরসাইকেলে কোন ইলেকট্রিক স্টার্ট থাকছে না। তাই প্রত্যেকবার কিক মেরে স্টার্ট করতে হবে HF 100। সুরক্ষিত রাইডের জন্য সামনে ও পিছনের চাকায় থাকছে 130 mm ড্রাম ব্রেক। এই মোটরসাইকেলের বেশিরভাগ জায়গায় কালো রং দেখা যাবে। এমনকি হ্যান্ডেলবার ও পিলিয়ন গ্র্যাব রেলেও থাকছে কালো ফিনিশ। Hero HF 100 মোটরসাইকেলে রয়েছে একটি 97.2 cc এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। HF Deluxe মোটরসাইকেলেও একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.02 PS শক্তি ও 8.05 টর্ক পাওয়া যাবে।যদিও এই মোটরসাইকেলে খুব বেশি ফিচার দেখা যাবে না। দামের কথা বিচার করলে যা নিয়ে কোন সমস্যা থাকার কথা নয়। নতুন Hero HF 100 -এ থাকছে একটি 4 স্পিড গিয়ারবক্স ও একটি 9.1 লিটার ফুয়েল ট্যাঙ্ক। যা HF Deluxe এর ফুয়েল ট্যাঙ্কের থেকে কিছুটা ছোট।নতুন এই মোটরসাইকেলে রয়েছে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিটের উচ্চটা 805 mm। HF Deluxe এর থেকে নতুন HF 100 এর ওজন কিছুটা বেশি। কোম্পানির সবথেকে কম দামের এই মোটরসাইকেলের ওজন 110 কিলোগ্রাম।
Hero HF 100 দাম
এই দুরন্ত বেগবান বাইকটির প্রাইজ বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দোনুভাবেই পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,3,490 টাকা।56,968€ নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস। আর 499$ ডলারের আসে পাশে পেয়ে যাব আমরা এই স্পোর্টস বাইকটি বিশ্ব বাজারে। তার কারণ হলো এই বাইকটির প্রাইস বিশ্ব বাজারে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন