হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম দারুন একটি স্পোর্টস কমিউটার বাইকের মিশ্রণ হচ্ছে হোন্ডা সিবি ট্রিগার রিভিউ বাইকটি। এই কোম্পানির আশা অনুযায়ী পূর্ববর্তী পণ্য ইউনিকর্ণ ড্যাজলার মোটরবাইকের বাজারে তেমন ভাবে মাতিয়ে তুলতে পারেনি। তাই কোম্পানিটি সিদ্ধান্ত নেয় ইউনিকর্ণ ড্যাজলার বাইকটিকে নতুন করে তৈরি করার। অনেক দিন ধরে ড্যাজলার বাইকটিকে আপগ্রেড করার পর সেটার নতুন নাম দেয়া হয় Honda CB Trigger রিভিউ, আর নির্দিষ্ট সময়ে তা লঞ্চ করে। যদিও বর্তমানে বাইকটি বাজারজাত করা বন্ধ হয়ে গেছে, তবুও আমাদের দেশে এখন হোন্ডা ট্রিগার ফিচারে ভরা বাইকটি বিভিন্ন গ্রাহকদের হাতে হাতে দেখা যায়, এবং সেগুলো ব্যবহৃত পণ্যের সাথে বিক্রিও হয়। আজ আমরা দেখবো এই হোন্ডা কম্পানি এই হোন্ডা সিবি ট্রিগার বাইকটি নিয়ে সবসময় এত মাতামাতি কেনো করেছে। সেই সাথে জানবো হোন্ডা ট্রিগার দাম এবং বিস্তারিত ট্রিগার রিভিউ Digital Bangla reviews এর মাধ্যমে।
Honda CB Trigger সম্পূরন ফিচার
ট্রিগার রিভিউ এর পরের বিষয় সিবি ট্রিগার বাইকটির যাবতীয় ইলেকট্রিক্যাল সরঞ্জাম নিয়ে। এই বাইকে একটি ১২ ভোল্টের ৪এএইচ মেইনটেনেন্স-মুক্ত ব্যাটারি দেয়া হয়েছে এবং এর সাথে দেয়া হয়েছে একটি এসি বিদ্যুৎ জেনারেটর। এই বাইকের ডিজিটাল ইগনিশন সিস্টেমে ডিসি বিদ্যুৎ ব্যবহার করা হয়।এছাড়াও সিবি ট্রিগার বাইকে রয়েছে একটি উজ্জ্বল ৩৫/৩৫ ওয়াটের মাল্টি রিফলেক্টর ক্লিয়ার লেন্স এসি হেডলাইট, ৫/২১ ওয়াটের এলইডি টেইল ও ব্রেক লাইট এবং একেকটি ১০ ওয়াট করে ২টি ক্লিয়ার লেন্স টার্ন সিগন্যাল লাইট।উন্নত ডিজাইনের ডায়মন্ড টাইপ ফ্রেমের সাহায্যে হোন্ডা তাদের সিবি ট্রিগার বাইকটির ভিত্তি তৈরি করেছে, যা একটি ১৫০ সিসির বাইকের জন্য যথেষ্ট। ট্রিগার রিভিউতে আমরা দেখতে পাই যে, বাইকটির সামগ্রিক দৈর্ঘ্য ২০৪৫ মিমি, প্রস্থ ৭৫৭ মিমি, উচ্চতা ১০৬০ মিমি। সিবি ট্রিগারের সিট হাইট ৭৮০ মিমি, যেখানে উঁচুনিচু রাস্তায় ভালোভাবে চলার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৭৫ মিমি এবং বাইকটির হুইল-বেইজ হচ্ছে ১৩২৫ মিমি।ওয়েট ওজন অর্থাৎ টুল-কিট ও ৯০% জ্বালানী সহ বাইকের ওজন হচ্ছে ১৩৫ কেজি। সব মিলিয়ে আমরা দেখতে পাই যে, হোন্ডা ট্রিগার দামের তুলনায় এর সাইজ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতই। হোন্ডা ট্রিগার বাইকে তাদের প্রচলিত ৫-স্পোক ১৭ ইঞ্চি অ্যালয় রীম ব্যবহার করা হয়েছে এবং তাদের সিবিএস ভার্সনে দুই চাকাতেই নিসসিন ক্যালিপার সহ ডিস্ক ব্রেক ব্যবহার করেছে। সামনের ডীস্কটি ২৪০ মিমি এবং পেছনেরটি ২২০ মিমি। দু’টি টায়ারই টিউবলেস এবং বেশ ভালো মানের গ্রিপ দিতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন